বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম শনিবার সকালে রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমে ফিটনেস চর্চার সময় আঘাত পাওয়ায় তার পায়ে ছয়টি সেলাই দেয়া হয়েছে।
বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছে, মুশফিককে অন্তত দুই সপ্তাহ ক্রিকেট থেকে দূরে থাকতে হবে।
সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক।এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটের অন্য দুটি ফরম্যাটে মনোযোগ দিতে চান বলে জানান তিনি।
এক দশকেরও বেশি সময় ধরে অভিজ্ঞ এই ব্যাটার বাংলাদেশের ব্যাটিং লাইন আপের অন্যতম প্রধান ভিত্তি।
আরও পড়ুন: হাঁটুর চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন জাদেজা
তবে বর্তমানে টি-টোয়েন্টিতে বারবার নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন মুশফিক। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বাজে পারফরমেন্সের পরই এই ফরম্যাটে তার অবসরের ঘোষণা আসে।
এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে মাত্র পাঁচ রান করেছিলেন মুশফিক।
শুধু মুশফিক নয়, বাংলাদেশ দলের বেশিরভাগ ব্যাটসমান এশিয়া কাপে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন।
আরও পড়ুন: পায়ের গোড়ালিতে চোট পেয়ে ছিটকে গেলেন সাইফুদ্দিন
আঙুলে চোট পেলেও উইন্ডিজের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা নেই তাসকিনের