আইনের আওতা
‘শ্রম শিল্পে অস্থিরতা সৃষ্টিতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে’
শ্রম শিল্পে অস্থিরতা সৃষ্টিতে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, মালিক কিংবা শ্রমিক যেই জড়িত থাকুক, তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।
রবিবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের সভাকক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিজিএমইএ প্রশাসক, গার্মেন্টস মালিক পক্ষ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাগণের সমন্বয়ে এক সভায় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এ কথা বলেন।
আরও পড়ুন: ভারতীয় মিডিয়ার ভুল প্রচারণার বিরুদ্ধে সত্য দিয়ে লড়াই করুন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
উপদেষ্টা বলেন, কল কারখানা ও শ্রম শিল্পে দুর্বৃত্তায়ন বন্ধে সরকার বদ্ধ পরিকর। অস্থিরতার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের শাস্তির আওতায় আনা হবে।
শ্রমঘন এলাকায় অস্থিরতা নিরসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়, বিজিএমইএ, টুরিস্ট পুলিশ ও অনান্য আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে বলেও এসময় জানান তিনি।
৩ সপ্তাহ আগে
অপরাধীদের আইনের আওতায় আনতে হত্যার রহস্য উদঘাটন করুন: পুলিশ সদর দপ্তর
মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নিবিড় তদন্তের মাধ্যমে হত্যা মামলার প্রকৃত ঘটনা উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
রবিবার পুলিশ সদর দপ্তরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আতিকুল ইসলাম।
আরও পড়ুন: হেলমেট পড়া মোটরসাইকেল চালকদের পুলিশের ফুল-চকোলেট উপহার
সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পর্যায়ের পুলিশ সুপাররা (এসপি) ভার্চুয়ালি সভায় অংশ নেন।
এ সময় পুলিশ সদর দপ্তরের ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান, ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) সুনন্দা রায় চলতি বছরের অক্টোবর মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন ছিনতাই, ডাকাতি, চুরি, ডাকাতি, খুন, অস্বাভাবিক মৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী নির্যাতনের তথ্য এবং শিশু, ধর্ষণ, মাদক ও অস্ত্র উদ্ধার ইত্যাদি তুলে ধরেন।
বিভিন্ন মামলার পরিসংখ্যান পর্যালোচনা করে সভায় জানানো হয়, গত সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবরে এ ধরনের অপরাধে মোট নথিভুক্ত মামলার সংখ্যা কমেছে।
আরও পড়ুন: পুলিশের সার্জেন্ট পদে চাকরি: জনবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ
শেরপুরে বিএনপি’র সঙ্গে সংঘর্ষে ৬ পুলিশসহ আহত ২১, আটক ১৬
২ বছর আগে
দুর্নীতিবাজ রুই-কাতলদের আইনের আওতায় আনতে হবে: হাইকোর্ট
দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীরা যত বড় রুই-কাতল হোক না কেন তাদের আইনের আওতায় আনতে হবে এবং ছাড় দিলে চলবে না বলে বুধবার মন্তব্য করেছে হাইকোর্ট।
৪ বছর আগে