প্রতিরক্ষামন্ত্রী
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ
দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির পর ব্যাপক সমালোচনার মুখে দেশটির প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল।
কিমের স্থলাভিষিক্ত হিসেবে সৌদি আরবে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চোই বিয়ুং-হিউককে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিরোধী ডেমোক্রেটিক পার্টি কিমকে অভিশংসনের প্রস্তাব উত্থাপনের পরপরই বুধবার পদত্যাগ করেন তিনি। ইয়ুনের পিপলস পাওয়ার পার্টির নেতারাও সামরিক আইন জারির পরামর্শ দেওয়ার জন্য তার অপসারণেরও দাবি জানিয়েছেন।
এমতাবস্থায় দায় স্বীকার করে কিম বলেন, সামরিক আইন সম্পর্কিত সমস্ত পদক্ষেপ তার কর্তৃত্বের অধীনে পরিচালিত হয়েছিল। জনসাধারণের ‘উদ্বেগ ও বিভ্রান্তি’র জন্য ক্ষমাও চান তিনি।
আরও পড়ুন: বন্যায় মালয়েশিয়া ও থাইল্যান্ডে ৩০ জনের মৃত্যু, বাস্তুচ্যুত সহস্রাধিক
সামরিক আইনের ডিক্রি জারি এবং পরে প্রত্যাহারের পর পদত্যাগের জন্য ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট ইয়ুন। এরই মধ্যে ছয়টি বিরোধী দল তাকে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছে। শুক্রবার বা শনিবার মধ্যরাতের মধ্যে এ বিষয়ে সংসদে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ইউনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনার প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটিক পার্টি।
মঙ্গলবার গভীর রাতে আকস্মিক ভাষণে সামরিক আইন জারির মাধ্যমে বিরোধীদের বিরুদ্ধে উত্তর কোরিয়াকে সমর্থন এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়। এমনকি তাদের কৌঁসুলিদের অভিশংসন এবং একটি সরকারি বরাদ্দ প্রস্তাব আটকে দেওয়ার চেষ্টা করার কথা উল্লেখ করা হয়েছে।
তবে ৩০০ আসনের সংসদের ১৯০ ভোটে আইনপ্রণেতারা দ্রুত আদেশটি বাতিল করে দেন। ফলে ইয়ুন আদেশ প্রত্যাহার করে বুধবার ভোরেই মোতায়েন করা সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেন।
সূত্র: সিএনএন
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় ভিয়েতনামের ৩৮ পর্যটক নিখোঁজ
২ সপ্তাহ আগে
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের আনুষ্ঠানিক পদত্যাগ
শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইউভাল গ্যালান্ট।
তার স্থলাভিষিক্ত হয়েছেন ইসরায়েল কাতজ। তিনি বর্তমানে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
তিন দিন আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গ্যালান্টকে বরখাস্ত করেন। এ ঘটনার পরই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়।
ইসরায়েলের অনেকেই গ্যালান্টকে কট্টোর ডানপন্থি সরকারের মধ্যে একমাত্র মধ্যপন্থি কণ্ঠস্বর হিসেবে বিবেচনা করেন। তার অপসারণকে গাজায় বন্দিদের উদ্ধারে নেতানিয়াহুর অনাগ্রহ হিসেবে দেখা হচ্ছে। কাতজ বর্তমানে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন এবং তিনি নেতানিয়াহুর দীর্ঘকালীন অনুগামী ও বর্ষীয়ান মন্ত্রী হিসেবে পরিচিত।
আরও পড়ুন: নেদারল্যান্ডসে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা
এছাড়াও, শুক্রবার ইসরায়েলের সামরিক দপ্তর গাজায় মানবিক সহায়তা পাঠানোর জন্য নতুন এইড ক্রসিং খোলার প্রস্তুতি নিচ্ছে। তবে এর সময় এখনো নির্ধারণ করা হয়নি।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ৩০০ ট্রাক মানবিক সহায়তা সামগ্রী সরবরাহ করছে সংযুক্ত আরব আমিরাত। তারা আগামী কয়েক দিনের মধ্যে গাজা উপত্যকায়েএসব সহায়তা পাঠানোর অনুমতি দেবে তারা। তবে, এটি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী কম। যুক্তরাষ্ট্র চায় প্রতিদিন ৩৫০টি ট্রাক সহায়তা গাজায় পাঠানো হোক।
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হয় ইসরায়েল-হামাস যুদ্ধ। সে সময় সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১,২০০ মানুষকে হত্যা করে। এর মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। এছাড়া ২৫০ জনকে জিম্মি করে।
এরপরে গাজায় ইসরায়েলের সামরিক বাহিনী হামলা চালিয়ে ৪৩,০০০ জনেরও বেশি মানুষ হত্যা করে বলে জানান ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা। তবে এর মধ্যে কতজন বেসামরিক ও সামরিক বাহিনীর সদস্য, তা তারা নির্দিষ্ট করে জানাননি। তবে তাদের দাবি, নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু।
হিজবুল্লাহ ২০২৩ সালের ৮ অক্টোবর গাজা উপত্যকায় হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে গোলাবর্ষণ শুরু করে। সংঘাত শুরু হওয়ার পর লেবাননে ৩,১০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৩,৯০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রবাসী বাংলাদেশি নিহত
১ মাস আগে
লুহানস্কের ৯৭ শতাংশ নিয়ন্ত্রণের দাবি রাশিয়ার
ইউক্রেনের ডনবাসের লুহানস্ক প্রদেশের ৯৭ শতাংশ নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনারা।
মঙ্গলবার রাশিয়া জানিয়েছে, তারা তাদের অন্যতম লক্ষ্য কয়লা খনি এবং কারখানার কেন্দ্রস্থল সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে যাচ্ছে।
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, লুহানস্ক প্রদেশের প্রায় পুরোটাই দখলে রেখেছে মস্কোর বাহিনী।
আরও পড়ুন: রাশিয়ার তেল আমদানি ৯০ শতাংশ কমাতে একমত ইইউ
শোইগু আরও বলেছেন, রুশ সৈন্যরা পোপাসনা শহরের দিকে অগ্রসর হচ্ছে এবং তারা লাইমান, সোভিয়াতোহিরস্ক এসব অঞ্চলের ১৫টি শহর নিয়ন্ত্রণ নিয়েছে।
ইউক্রেনের কর্মকর্তা ও সামরিক বিশ্লেষকদের মতে, রাশিয়া এখন দোনেৎস্ক প্রদেশের প্রায় অর্ধেক দখল করেছে বলে মনে হচ্ছে।
তবে মঙ্গলবার রাতে জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনী গত দিনে পূর্ব ডনবাস অঞ্চলে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি করেনি। অঞ্চলটিতে বীরত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা অব্যাহত আছে।
আরও পড়ুন: বাংলাদেশি চিকিৎসকদের ইন্টার্নশিপ দেবে রাশিয়া
২ বছর আগে
কাবুলে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীকে লক্ষ্য করে রকেট হামলা, আহত ১০
আফগানিস্তানের রাজধানী কাবুলে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীকে লক্ষ্য করে একটি শক্তিশালী রকেট বিস্ফোরণে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। দেশটির একজন স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ছোট ছোট বিস্ফোরণের পাশাপাশি এসময় ছোট অস্ত্রের আওয়াজও শোনা যায়। তবে আহতরা বিস্ফোরণে নাকি গুলির আঘাতে আহত হয়েছে তা স্পষ্ট নয়।
তাতক্ষণিক কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
আরও পড়ুনঃ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কাছে হামলা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানেকজাই বলেন, বিস্ফোরণটি ঘটেছে শেরপুর এলাকায় যেটা কিনা শহরের অন্যতম সুরক্ষিত এলাকা। এখানে বেশ কয়েকজন সিনিয়র সরকারি কর্মকর্তার বাড়ি রয়েছে।
স্টানেকজাই বলেন, হামলাটি ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মাদীর গেস্টহাউসকে লক্ষ্য করে করা গেছে। তার দল জমিয়তে ইসলামী জানিয়েছে মন্ত্রী হামলার সময় সেখানে ছিলেন না এবং তার পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ তালেবান হামলায় আফগানিস্তানে ১০ সেনা নিহত
দলের একজন নেতা এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট ইউনুস কানুনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি বার্তায় মন্ত্রী এবং তার পরিবার নিরাপদ আছে বলে আশ্বস্ত করেছেন ।
ইসলামিক স্টেট গোষ্ঠী কাবুলে সাম্প্রতিক কিছু হামলার দাবি করেছে কিন্তু অধিকাংশই দাবিহীন রয়ে গেছে, হামলায় সরকার তালেবানকে এবং তালেবান সরকারকে দায়ী করে আসছে।
৩ বছর আগে
প্রতিরক্ষামন্ত্রী বাছাই নিয়ে চাপের মুখে বাইডেন
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিরক্ষামন্ত্রী বাছাই করা নিয়ে নিজের দলের মধ্যে নানা রকম চাপের মুখে পড়েছেন।
৪ বছর আগে