মিউজিক ভিডিও
প্রথমবার মিউজিক ভিডিওর মডেল হলেন ছোট পর্দার সারিকা
প্রথমবার মিউজিক ভিডিওর মডেল হলেন অভিনেত্রী সারিকা। তবে নতুন কোনো গানে নয়। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ সিনেমার ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গানটিতে। এই গানের মূল কণ্ঠশিল্পী ছিলেন চন্দন সিনহা, গীতিকার কবির বকুল ও সুর-সংগীতকার কৌশিক হোসেন তাপস।
প্রায় ৯ বছর পর এবার নতুন করে গানটি গাইলেন এ সময়ের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। আর এতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরীন। সম্প্রতি বিএফডিসিতে সেট ফেলে গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। চলতি মাসেই গানটি ইউটিউবে অবমুক্ত করা হবে।
আরও পড়ুন: ওমর সানিকে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগ অস্বীকার জায়েদ খানের
মূল গানটির সবকিছু ঠিক রেখেই নতুনভাবে গানটি করা হয়েছে।
এবিষয়ে ইমরান বলেন, ‘মূল গানটি সিনেমায় বাণিজ্যিক সিনেমার জন্য তৈরি করা হয়েছিল। অনেক মিউজিক ব্যবহার করে রিদমিক করা হয়েছিল। কিন্তু নিজে যখন গাইলাম, তখন একটি পিয়ানো বাজিয়ে সফট মিউজিকে করেছি।’
চন্দন সিনহা বলেন, ‘ইমরানের নাকি গানটি খুব পছন্দ। তার মতো করে গানটির একটি ভার্সন করতে চেয়েছিলেন। আমিও অনুমতি দিয়েছি। তাছাড়া দেখলাম গানটিও নানাভাবে বেঁচে থাকবে।’
আরও পড়ুন: ৫০ প্রেক্ষাগৃহে আসছে বুবলি-আদর জুটির ‘তালাশ’
গানের মিউজিক ভিডিওতে মডেল হওয়া প্রসঙ্গে সারিকা বলেন, ‘আগে একটা মিউজিকেল ফিকশন করেছিলাম। কখনো মিউজিক ভিডিও করিনি। এখন মনে হয়েছে, নতুন কিছু করা দরকার। কাজের একটু ভিন্নতা আনা উচিত। গীতিকার কবির বকুল ভাই মিউজিক ভিডিওর গল্প ভালোভাবে বোঝানোর পর মনে হয়েছে, কাজটি করা যায়। তাছাড়া ইমরানও এ সময়ের জনপ্রিয় শিল্পী। সব মিলে কাজটি করেছি।’
১০১৭ দিন আগে
আসছে কুমার বিশ্বজিতের নতুন মোড়কে পুরোনো গান
ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করে এখনও নিয়মিত নতুন গান নিয়ে ব্যস্ত থাকছেন সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। শুধু তাই নয়, তার পুরোনো অনেক গানকে নতুন সঙ্গীতায়োজনে শ্রোতাদের উপহার দেয়ার উদ্যোগ নিয়েছেন। এরইমধ্যে এই প্রজেক্টের দুটি গান প্রকাশ হয়েছে। এবার অপেক্ষা তৃতীয়টির।
কুমার বিশ্বজিৎ ইউএনবিকে জানান, আগামী ঈদুল আযহার আগেই প্রকাশ হবে তার এই প্রজেক্টের তৃতীয় গানটি। এই প্রসঙ্গে সঙ্গীতশিল্পী বলেন, ‘তৃতীয় গানটি খুব জনপ্রিয় কি-না বলতে পারব না। শিরোনামটি এখনই বলছি না। তাহলে আর চমক থাকবে না। তবে আমার খুব পছন্দের একটি গান। গানটির এডিটিং-এর কাজ চলছে।’
মিউজিক ভিডিও নিয়ে কুমার বিশ্বজিৎ আরও বলেন, ‘আমি মাঝে আমেরিকা ও কানাডায় গিয়েছিলাম। সেখানে সেখানে মিউজিক ভিডিওটির অনেকাংশের কাজ করেছি। বাকিটুকু দেশে করা। দর্শকদের ভালো লাগবে আশা করি।’
আরও পড়ুন: তাহসান-তিশা জুটির ওয়েবফিল্ম ‘মানি মেশিন’
ঈদুল আযহার আগে এই সঙ্গীতশিল্পীর একটি নতুন মৌলিক গান প্রকাশ হবে। আসিফ ইকবালের লেখা ও কিশোরের সুরে গানটির শিরোনাম ‘প্রতিটি শুরুর শেষ আছে’। এর কাজ এরইমধ্যে শেষ হয়েছে। গানচিল থেকে প্রকাশ হবে গানটি। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।
নতুন গানের পাশাপাশি কুমার বিশ্বজিৎ এখন তুমুল ব্যস্ত স্টেজ শো নিয়ে। আগামী ২৮ মে কুমিল্লায় একটি কনসার্টে তিনি পারফর্ম করবেন। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকবেন তিনি।
আরও পড়ুন: স্টার সিনেপ্লেক্সে ‘টপ গান’-এর দ্বিতীয় কিস্তি
১০৪০ দিন আগে
মিউজিক ভিডিওতে প্রথমবার দিঘী
শিশুশিল্পী হিসেবে প্রথমবার পর্দায় হাজির হয়েছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘী। পরবর্তীতে ফিরলেন নায়িকা হয়ে। এখন পড়াশোনার পাশাপাশি নিয়মিত শুটিং নিয়ে চলছে তার ব্যস্ততা।
দিঘীর ভক্তদের জন্য নতুন খবর, এবার মিউজিক ভিডিওর মডেল হিসেবে অভিষেক হতে যাচ্ছে এই চিত্রনায়িকার। আরটিভি মিউজিকের ব্যানের ‘আউলা ঝাউলা’ শিরোনামের গানটি সুর ও সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
গীতিকার মিজানুর রহমানের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন আরটিভির বাংলার গায়েনের শিল্পী লাবনী। ভিডিও নির্মাণ করেছেন উজ্জল রহমান। কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান।
আরটিভির স্টুডিওতে জমকালো আয়োজনে নির্মাণ হয় ভিডিওটি। এই সম্পর্কে দিঘী বলেন, ‘কাজটি খুব ব্যতিক্রম ধরনের হয়েছে। মনে হচ্ছিল যেন মিউজিক ভিডিও নয় সিনেমার গানের শুটিং করছি। ভিডিওটি নিয়ে আমি খুব আশাবাদী।’
নাচনির্ভর এই মিউজিক ভিডিওটি ঈদুল ফিতরে আরটিভির বিশেষ অনুষ্ঠানে এবং আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।
আরও পড়ুন: ঈদে মুক্তির মিছিলে ৪ সিনেমা, হল মালিকদের সংশয়
সিয়াম-পূজা জুটির বৈশাখ চমক
১০৭৫ দিন আগে
বাংলাদেশের মিউজিক ভিডিওতে টলিউডের মিমি
শুরুতেই চমক নিয়ে হাজির হয়েছে টিএম রেকর্ডস। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীতায়োজনে মঙ্গলবার প্রকাশিত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী আরেফিন রুমির গান ‘তুই আর আমি’।
গানটির ভিডিওতে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক নীরবের সঙ্গে জুটি হয়েছেন টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মিমি চক্রবর্তী। এই প্রথম বাংলাদেশের কোনো কাজে যুক্ত হলেন তিনি।
গান ও তার এমন বর্ণাঢ্য উপস্থাপনে দারুণ উচ্ছ্বসিত আরেফিন রুমি। তিনি বলেন, ‘গানটি কৌশিক হোসেন তাপস যত্নে রেখেছিলেন নিজে গাইবার জন্য। কিন্তু গানটি আমার মায়ের পছন্দ হয়ে যাওয়ায় তার প্রতি সম্মান দেখিয়ে এটি আমাকে উপহার দিয়েছেন তিনি।’
তিনি বলেন, ‘এত সুন্দর একটি গান আমি গাইতে পেরেছি। তার কথা, সুর, চমৎকার কম্পোজিশন ও মিউজিক ভিডিওটি এতটা আন্তর্জাতিক মানের ও দৃষ্টিনন্দন হয়েছে যে পুরো ব্যাপারটা স্বপ্নের মতো লাগছে! আমার বিশ্বাস এই গানটি হবে বাংলাদেশের সংগীত প্রেমীদের জন্য এই পর্যন্ত পাওয়া অন্যতম শ্রেষ্ঠ উপহার।’
টিএম রেকর্ডস জানায়, দেশি শিল্পীদের কণ্ঠে ও বিশ্বমানের যন্ত্রানুষঙ্গে ইতোমধ্যে প্রায় অর্ধশতাধিক গান রেকর্ড সম্পন্ন হয়েছে। মিউজিক ভিডিও নির্মাণের কাজও এগিয়ে চলছে দেশে ও দেশের বাইরে। যাতে অংশগ্রহণ করছেন দেশ-বিদেশের বিখ্যাত তারকারা। চলতি মাস থেকেই নিয়মিত বিরতিতে নতুন নতুন গান প্রকাশিত হবে।
আরও পড়ুন: লাভ মকটেল ছবির সফলতার পর এবার আসছে লাভ মকটেল-২
হয়ে গেল ‘মৃধা বনাম মৃধা’র প্রিমিয়ার শো
১১৯৬ দিন আগে
মোমিন স্বপনের কথায় সাদাতের ‘তোর শহরে বৃষ্টি হলে...’
গীতিকার ও সাংবাদিক মোমিন স্বপনের কথায় ‘তোর শহরে বৃষ্টি হলে ভিজে আমার মন’ গানের মিউজিক ভিডিও জি-সিরিজের ব্যানারে বৃহস্পতিবার রাতে মুক্তি পেয়েছে।
১৫৭৯ দিন আগে