বায়োপিক
বগুড়ায় সপ্তাহব্যাপী বিনামূল্যে বঙ্গন্ধুর বায়োপিকের প্রদর্শনী
বগুড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব; একটি জাতির রূপকার’ সপ্তাহব্যাপী বিনামূল্যে প্রদর্শন শুরু হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির অন্যতম সদস্য কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল (সিআইপি) এই উদ্যোগ নিয়েছেন।
আরও পড়ুন: কলকাতার পরিচালকের সিনেমায় হিরো আলম
শুক্রবার (২০ অক্টোবর) বগুড়ার মধুবন সিনেমা হলে উদ্বোধনী বেলা ৩টার শো থেকে চলচ্চিত্রটির বিনামূল্যে প্রদর্শনী শুরু হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ্ এইচ এম খায়রুজ্জামান লিটন ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল।
এই আয়োজনে উপস্থিত ছিলেন- বগুড়ার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা-কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ সব শ্রেণিপেশার মানুষ।
প্রধান অতিথি এ এইচ এম খায়রুজ্জামান লিটন গণমাধ্যমে বলেন, ‘কৃষিবিদ মোস্তাফিজুর রহমান শ্যামলের এমন উদ্যোগ খুব প্রশংসনীয়। আমি আশা করব, এই প্রচেষ্টার মধ্যে দিয়ে সর্বস্তরের মানুষের কাছে বিশেষ করে মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের কাছে দেশের জন্য বঙ্গবন্ধুর ত্যাগের কথা, বিসর্জনের কথা পৌঁছে যাবে।’
মোস্তাফিজুর রহমান শ্যামল বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতি আমার ভালোবাসা, তার প্রতি জাতি হিসেবে আমাদের কৃতজ্ঞতার জায়গা থেকেই এমন উদ্যোগ নিয়েছি আমি। আমি বিশ্বাস করি, এই চলচ্চিত্রের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যাবেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের কথা যত মানুষের কাছে পৌঁছাবে ততই মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হবে বাংলাদেশ।’
শনিবার (২১ অক্টোবর) থেকে ধারাবাহিকভাবে দুপুর ১২-৩টা এবং ৩-৬টার শো বিনামূল্যে দেখানো হবে ২৬ অক্টোবর পর্যন্ত।
ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন- নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ অভিনয় করেছেন।
আরও পড়ুন: শাহরুখের ‘ডানকি’ বনাম প্রভাসের ‘সালার’: মুক্তি পাচ্ছে বড়দিনে
আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
১ বছর আগে
পরিবার নিয়ে বঙ্গবন্ধুর বায়োপিক দেখলেন তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ পরিবারের বাচ্চা থেকে বড় সব বয়সী সদস্যদের নিয়ে সিনেমা হলে গিয়ে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব-একটি জাতির রূপকার’ দেখেছেন।
শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলে স্টার সিনেপ্লেক্সে সকালের প্রদর্শনীতে পঞ্চমবারের মতো সিনেমাটি দেখা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সম্প্রচারমন্ত্রী।
সে সময় তথ্যমন্ত্রী বলেন, ‘সিনেমাটি সবার দেখা প্রয়োজন।’
আরও পড়ুন: দেশ ও সমাজ বিনির্মাণে গণমাধ্যম অনবদ্য ভূমিকা পালন করতে পারে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাছান বলেন, ‘আমি বাচ্চাদের নিয়ে এসেছি। কারণ, মুখে বলে ইতিহাস জানানো যায় কিন্তু সেটি যখন ছবিতে দেখা হয়, তখন হৃদয়ে গেঁথে যায়। এ জন্য নতুন প্রজন্মেরও সবার সিনেমাটি দেখা প্রয়োজন বলে আমি মনে করি।'
তিনি বলেন, ‘এ নিয়ে আমার পঞ্চমবার ছবিটি দেখা হলো। এ ছাড়া সিনেমাটি বানানোর সময় দুইবার দেখেছি।’
তিনি আরও বলেন, ‘টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে একবার দেখেছি, তারপর প্রিমিয়ার শোতে দেখেছি, আর আজকে বাচ্চাদের নিয়ে হলে এসেছি।’
সিনেমা সম্পর্কে মন্ত্রী বলেন, প্রথমত এই সিনেমার নামই বলে দেয় ছবিতে কী দেখাচ্ছে। ‘মুজিব: একটি জাতির রূপকার’ এই ছবিটি দেখলে বোঝা যায়, বঙ্গবন্ধু কীভাবে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও বাঙালির অধিকারের প্রশ্নে, বাঙালির স্বাধিকার, স্বাধীনতার প্রশ্নে অবিচল ছিলেন, কীভাবে তিনি মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে দৃঢ় চিত্তে বাংলাদেশের মুক্তি সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন।
বায়োপিকটির বিশেষত্বের কথা উল্লেখ করতে গিয়ে হাছান মাহমুদ বলেন, ‘সত্যিকার অর্থে তিন ঘণ্টার মধ্যে দেশের ইতিহাস সংক্ষেপে জানা, কীভাবে আমাদের স্বাধীনতা এল, বঙ্গবন্ধু কীভাবে খোকা থেকে মুজিব, মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে উঠলেন, সেটি এ ছবিতে চিত্রায়িত হয়েছে।’
সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সোহরাওয়ার্দীকে আমি দেখিনি। মওলানা আবদুল হামিদ খান ভাসানীকেও সেভাবে দেখা হয়নি। কাগজে, পত্র-পত্রিকায় যেটুকু দেখেছি এবং সবচেয়ে মর্মান্তিক যে বিষয়টি, ১৫ আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ড এখানে চিত্রায়িত হয়েছে।’
তিনি বলেন, ‘খুনীরা যে কী রকম পাষণ্ড ছিল, নির্মম ছিল, ১৫ আগস্টের চিত্রায়নটি দেখলে সেটি অনুধাবন করা যায়। আমি পাঁচবার দেখার পরও ইমোশোন ধরে রাখতে পারিনি, পারছি না।'
আরও পড়ুন: ২৮ অক্টোবর বিএনপির পতন যাত্রা শুরু হবে: তথ্যমন্ত্রী
শেখ রাসেলকে সম্মান জানাতে ১৫ আগস্টের অপরাধীদের শাস্তি হওয়া দরকার: তথ্যমন্ত্রী
১ বছর আগে
‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখে কাঁদলেন তারকারা
১৫৩ হলে শুক্রবার (১৩ অক্টোবর) মুক্তি পেল বহুল প্রতিক্ষীত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই বায়োপিক নির্মাণ করেছেন বলিউডের নির্মাতা শ্যাম বেনেগাল। যার মূখ্য চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ।
‘মুজিব: একটি জাতির রূপকার’ নির্মাণের ঘোষণা থেকে এদেশের দর্শকের মাঝে বেশ আলোচনা তৈরি হয়েছে। সবাই অপেক্ষায় ছিলেন জাতির পিতাকে কবে সেলুলয়েড পর্দায় দেখবেন। সেই অপেক্ষা শেষ হলো। সিনেমাটি মুক্তির পর সাধারণ দর্শকদের পাশাপাশি দেশের তারকারাও বেশ উচ্ছ্বাস প্রকাশ করছে।
আরও পড়ুন: সবাই দেখার অপেক্ষায় 'মুজিব: একটি জাতির রূপকার’
‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখে গণমাধ্যমে অনেক তারকা তাদের অনুভূতি প্রকাশ করেছেন।
চিত্রনায়িকা নিপুণ আক্তার বলেন, ‘দেখতে পাচ্ছেন আমার চোখ থেকে পানি পড়ছে। শেষটা দেখে আর কিছু বলতে পারছি না। আমাদের এই প্রজন্মের কাছে অনুরোধ সবাই সিনেমাটা দেখবেন। আজ আমরা শিল্পী সমিতির সবাই ভাগ্যবান যে আমরা আসার পর এমন একটি সিনেমা মুক্তি পেল। এখন থেকে মনে হচ্ছে আমরাও পারব। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমা আরও প্রসারিত হবে সেই বিশ্বাস রাখি।’
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সিনেমাটি দেখেন তার মাকে নিয়ে। সেই প্রসঙ্গে এই তারকা বলেন, ‘প্রথমবার আমার কোনো সিনেমা মাকে নিয়ে দেখলাম। খুবই ইমোশনাল হয়ে গেছি। একটি সিনেমা দেখে বের হয়ে এমনটা অনুভব কখনো হয়নি।’
দেশের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল দেখতে যান ‘মুজিব: একটি জাতির রূপকার’। সিনেমাটি দেখে তার ভাষ্য, ‘শেষ দৃশ্যের পর অনেক ইমোশনাল হয়ে গেছি। অনেক কিছু আরও বিস্তারিত জানলাম। আমার মনে হয় সবার সিনেমাটা দেখা উচিত। তাহলে বঙ্গবন্ধু সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়া যাবে।’
কণ্ঠশিল্পী কনা বলেন, ‘সত্যি কথা বলতে, প্রত্যাশার চেয়েও বেশিকিছু পেলাম। সিনেমাটা পুরো সিনেমার মতো হয়েছে। যেখানে হাসি-ঠাট্টা, বেদনা রয়েছে। আর আবহ সঙ্গীত বেশ দারুণ লেগেছে। আর শেষ দৃশ্য দেখে আমি কান্না ধরে রাখতে পারিনি। এটুকুই বলব।’
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে বিভিন্ন চরিত্রে আরোও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।
আরও পড়ুন: ‘অনেক অনেক কান্না জমে ছিল বুকের ভেতরে, অমি হয়তো বুঝতে পেরেছিল’
প্রযোজক সবাইকে মেপে ভাত দিতেন: জায়েদ খান
১ বছর আগে
মাইকেল শিরোনামে নির্মিত হবে ‘কিং অফ পপ’ মাইকেল জ্যাকসনের বায়োপিক
‘কিং অফ পপ’ মাইকেল জ্যাকসনের জীবনকে উপজীব্য করে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র; শিরোনাম ‘মাইকেল’। গত ৭ ফেব্রুয়ারি বিখ্যাত মুভি নির্মাণ ও সম্প্রচার প্রতিষ্ঠান লায়ন্সগেটের প্রেসিডেন্ট জো ড্রেকের এই আনুষ্ঠানিক ঘোষণায় এম জে (মাইকেল জ্যাকসন) ভক্তরা তাদের প্রিয় তারকাকে নতুন করে বড় পর্দায় দেখতে মুখিয়ে উঠলো। চার দশক ধরে পপ সঙ্গীতে আধিপত্য বিস্তার করা এই সেরা স্টেজ পারফর্মারকে নিয়ে ইতোমধ্যে নির্মিত হয়েছে বেশ কিছু তথ্যচিত্র। চলুন, সবেমাত্র নির্মাণের প্ল্যাটফর্মে ওঠা মুভিটি নিয়ে কিছু কথা জেনে নেয়া যাক।
মাইকেল জ্যাকসন দ্যা কিং অফ পপ
পুরো নাম মাইকেল জোসেফ জ্যাকসন; জন্ম ১৯৫৮ সালের ২৯ আগস্ট আমেরিকার ইন্ডিয়ানা প্রদেশের গ্যারি শহরে। জোসেফ ওয়াল্টার জ্যাকসন ও মা ক্যাথরিন এসথার জ্যাকসনের দশ সন্তানের মধ্যে তিনি আট-তম। আফ্রো-আমেরিকান দরিদ্র জ্যাকসন পরিবারের বসতি ছিল জ্যাকসন স্ট্রীটে। ইউএস স্টীলের ক্রেন অপারেটর হিসেবে বাবার চাকরি আর সিয়ার্সে খণ্ডকালীন কর্মরত মায়ের উপার্জন দিয়ে চলতো সংসারের খরচ। বাবা অবশ্য সংসারের খরচে সামঞ্জস্য আনার জন্য ফ্যালকন্স নামের একটি লোকাল ব্যান্ডের সাথে গিটারও বাজাতেন।
পড়ুন: ‘মাসুদ রানা’র লেখক-প্রকাশক কাজী আনোয়ার হোসেন আর নেই
১৯৬৪ সালে বাবার সৃষ্টি করা ভাইদের নিয়ে জ্যাকসন ফাইভ ব্যান্ডের মাধ্যমে শুরু হয় মাইকেল জ্যাকসনের সঙ্গীত জীবনে পথ চলা। ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর পঞ্চম একক অ্যালবাম ‘অফ দ্য ওয়াল’ তাকে একক সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে।
মাইকেল জ্যাকসন সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গানের এ্যালবামের শিল্পীদের একজন। সারা বিশ্বে তাঁর বিক্রিত গানের রেকর্ড সংখ্যা আনুমানিক প্রায় ৪০০ মিলিয়ন। তিনি একমাত্র পুরুষ শিল্পী হিসেবে ১৩ বার বিলবোর্ড হট হান্ড্রেডে শীর্ষস্থানে ছিলেন। এই তালিকায় প্রথম শিল্পী হিসেবে এককভাবে শীর্ষ দশ-এ ছিলেন গোটা পাঁচ দশক জুড়ে। তাঁর অর্জনের মধ্যে রয়েছে ১৫টি গ্র্যামি, ৬টি ব্রিট, একটি গোল্ডেন গ্লোব এবং সর্বকালের সবচেয়ে সফল এন্টারটেইনার সহ ৩৯টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। এছাড়াও রয়েছে দুইবার রক অ্যান্ড রোল হল অফ ফেম, ভোকাল গ্রুপ হল অফ ফেম, সং রাইটারস হল অফ ফেম, একমাত্র শিল্পী হিসেবে দ্যা ডান্স হল অফ ফেম, এবং রিদম অ্যান্ড ব্লুজ মিউজিক হল অফ ফেম।
আরও পড়ুন: মাতৃভাষায় শিক্ষা গ্রহণ কেন জরুরি?
মাইকেল জ্যাকসনকে নিয়ে নতুন সিনেমার চিত্রপট
মাইকেল সিনেমার গল্পে একজন জটিল মানসিকতার মানুষের একজন পপসম্রাট হয়ে ওঠার দিকটি গভীরভাবে চিত্রিত করা হবে। এর সাথে পরিবেশন করা হবে জ্যাকসনের সৃজনশীলতার অসামান্য ছাপের ফলে সৃষ্ট ইতিহাসকে।
২০১৯-এ ‘লিভিং নেভারল্যান্ড’ শিরোনামের এইচবিও তথ্যচিত্রে জ্যাকসন কিংবদন্তির একটি কালো অধ্যায়ের প্রতি দৃষ্টিপাত করা হয়। কোরিওগ্রাফার ওয়েড রবসন এবং প্রাক্তন শিশু অভিনেতা জেমস সেফচাকের শৈশব থেকে প্রয়াত গায়কের সাথে সম্পর্কের ঘটনা তুলে ধরা হয়। এখানে জ্যাকসনে বিরুদ্ধে আনা শিশু যৌন নির্যাতনের অভিযোগগুলো বিশদ আকারে উপস্থাপন করা হয়।
পড়ুন: নিউইয়র্ক সিটি ফ্যাশন উইকে ট্রান্স মডেল হিসেবে বাংলাদেশের তাসনুভা আনান শিশির
তাকে নিয়ে নির্মিত সম্প্রতি ‘মিউজিক্যাল এম জে’ নামের ব্রোডওয়ে শোটিতে আলোকপাত করা হয় ১৯৯২ সালের একটি সময়কে, যখন বিপজ্জনক ওয়ার্ল্ড ট্যুরের জন্য জ্যাকসন প্রস্তুতি নিচ্ছিলেন। এটি ছিলো তাঁর বিরুদ্ধে আসা প্রথম শিশু যৌন নির্যাতনের অভিযোগের কিছু সময় আগে।
জ্যাকসন সেই অভিযোগটি অস্বীকার করেন এবং অভিযুক্তের দেওয়ানি মামলা নিষ্পত্তি করেন। পরবর্তীতে ২০০৩ সালে তিনি আবারো শিশু শ্লীলতাহানির জন্য অভিযুক্ত হন এবং মামলায় নির্দোষ প্রমাণিত হন। ২০০৯ সালে ৫০ বছর বয়সে গায়ক মারা গেলেও কিংবদন্তিটির রেশ রয়ে যায় তাঁর নামের সাথে।
পড়ুন: সিরাজুল ইসলাম চৌধুরী, আফসান চৌধুরীসহ ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন ৬ লেখক
‘মিউজিক্যাল এমজে’ শো’তে সঙ্গীত শিল্পীর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলি থেকে সেই কালো অধ্যায়টি বাইরে রাখা হলেও মাইকেল সিনেমায় তার প্রভাব পড়বে কিনা সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।
২ বছর আগে
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বায়োপিক’
প্রথম মুজিব শতবর্ষ পূর্ণ হওয়ার পরের দিন ২০২০ এর ১৮ মার্চ শুরু হবে সিনেমা তৈরি- পরিকল্পনাটা ছিল এরকমই। কিন্তু তাতে বাঁধ সাধলো মহামারি করোনাভাইরাস। পুরো দশ মাস পিছিয়ে ২০২১ সালের ২১ জানুয়ারি মুম্বাইতে শুরু হলো বঙ্গবন্ধু ছবির দৃশ্য ধারণ। বাংলাদেশের অংশটুকুও শুরু হয়ে গেছে ১ নভেম্বর থেকে। ছবি মুক্তির নতুন তারিখ ঠিক হয়েছে ২০২২ এর মার্চে। চলুন, এই ঐতিহাসিক বায়োপিকটির ব্যাপারে বিস্তারিত জেনে নেয়া যাক।
চিত্রনাট্য জুড়ে বঙ্গবন্ধুর জীবনচরিত
শেখ মুজিবুর রহমানের তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি একজন ব্যক্তি মুজিবেরও আত্মপ্রকাশ ঘটবে বঙ্গবন্ধু বায়োপিক-এ। কোটি বাঙালির প্রাণপ্রিয় নেতাকে দর্শকরা আবিষ্কার করবে একজন সন্তান, একজন স্বামী ও একজন বাবা হিসেবে।
চিত্রনাট্যকার শ্যামা জায়দি ও অতুল তিওয়ারি বায়োপিক লেখার ক্ষেত্রে গবেষণার জন্য অধিকাংশ ক্ষেত্রে নির্ভর করেছেন প্রাথমিক উৎসের উপর। আর এই প্রাথমিক উৎসটি ছিলেন স্বয়ং বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ মুজিবুর রহমানের সমগ্র জীবনটাকে তুলে ধরতে নিজেদের সেরাটা দিয়ে শৈল্পিক ভাবে চিত্রনাট্য সাজিয়েছেন জায়দি ও তিওয়ারি। তবে রাজনৈতিক অংশগুলোকে আরও প্রাণবন্ত করার জন্য বঙ্গবন্ধু কন্যার অবদানও অপরিসীম। প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ের পুঙ্খানুপুঙ্খ পরিবেশনের জন্য বেশ সময় নিয়েই চিত্রনাট্যকারদের সহযোগিতা করেছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: জিৎ-এর প্রযোজনায় প্রসেনজিৎ-মিথিলা জুটির প্রথম ছবি 'আয় খুকু আয়'
বঙ্গবন্ধু চলচ্চিত্র নির্মাণের নেপথ্যে
একদম শুরু থেকে বায়োপিকটির সামগ্রিক কর্মকাণ্ডের নির্দেশনা দিয়ে যাচ্ছেন ভারতের ৮৬ বছর বয়সী পরিচালক শ্যাম বেনেগাল। বায়োগ্রাফী জনরার প্রতি নিবেদিত প্রাণ শ্যাম বেনেগাল এর আগে কাজ করেছেন সুভাস বোস, গান্ধী, এবং নেহেরুর জীবনচরিত নিয়ে।
২০২১ এর এপ্রিল নাগাদ বঙ্গবন্ধুর ব্যক্তি ও পারিবারিক অংশটুকু শেষ করা হয়েছে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্মসিটিসহ বিভিন্ন স্থানে। নভেম্বর থেকে শুরু হওয়া শ্যুটিং-এ মূলত তাঁর রাজনৈতিক অংশগুলোকে প্রাধান্য দেয়া হবে।
চলচ্চিত্রটি তৈরিতে সহযোগী পরিচালক হিসেবে আছেন দয়াল নিহালানি। শিল্প নির্দেশনার দিকটা দেখছেন নীতিশ রায়। কস্টিউম পরিচালনায় থাকছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। সিনেমাটোগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন আকাশদীপ পান্ডে। সঙ্গীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এবং ভারত জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সহযোগে এই চলচ্চিত্রটি তৈরির জন্য বাজেট ঠিক করা হয়েছে ৩৫ কোটি টাকা, যার ৬০ ভাগ বাংলাদেশ ও ৪০ ভাগ ভারত বহন করবে।
আরও পড়ুন: সরকারি অনুদানের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমায় নায়িকা দীঘি
৩ বছর আগে
বায়োপিকে নিজের চরিত্রে হৃত্বিককে চান সৌরভ গাঙ্গুলি!
ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র সৌরভ গাঙ্গুলি। লর্ডসের ব্যালকুনিতে খালি গায়ে জার্সি উড়িয়ে উল্লাসে মাতা এ বাঙালি এখন দেশটির ক্রিকেটের কর্ণধার। তার তারকা খ্যাতি শুধু ভারতে নয় বিশ্বজুড়ে।
৫ বছর আগে