বগুড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব; একটি জাতির রূপকার’ সপ্তাহব্যাপী বিনামূল্যে প্রদর্শন শুরু হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির অন্যতম সদস্য কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল (সিআইপি) এই উদ্যোগ নিয়েছেন।
আরও পড়ুন: কলকাতার পরিচালকের সিনেমায় হিরো আলম
শুক্রবার (২০ অক্টোবর) বগুড়ার মধুবন সিনেমা হলে উদ্বোধনী বেলা ৩টার শো থেকে চলচ্চিত্রটির বিনামূল্যে প্রদর্শনী শুরু হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ্ এইচ এম খায়রুজ্জামান লিটন ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল।
এই আয়োজনে উপস্থিত ছিলেন- বগুড়ার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা-কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ সব শ্রেণিপেশার মানুষ।
প্রধান অতিথি এ এইচ এম খায়রুজ্জামান লিটন গণমাধ্যমে বলেন, ‘কৃষিবিদ মোস্তাফিজুর রহমান শ্যামলের এমন উদ্যোগ খুব প্রশংসনীয়। আমি আশা করব, এই প্রচেষ্টার মধ্যে দিয়ে সর্বস্তরের মানুষের কাছে বিশেষ করে মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের কাছে দেশের জন্য বঙ্গবন্ধুর ত্যাগের কথা, বিসর্জনের কথা পৌঁছে যাবে।’
মোস্তাফিজুর রহমান শ্যামল বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতি আমার ভালোবাসা, তার প্রতি জাতি হিসেবে আমাদের কৃতজ্ঞতার জায়গা থেকেই এমন উদ্যোগ নিয়েছি আমি। আমি বিশ্বাস করি, এই চলচ্চিত্রের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যাবেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের কথা যত মানুষের কাছে পৌঁছাবে ততই মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হবে বাংলাদেশ।’
শনিবার (২১ অক্টোবর) থেকে ধারাবাহিকভাবে দুপুর ১২-৩টা এবং ৩-৬টার শো বিনামূল্যে দেখানো হবে ২৬ অক্টোবর পর্যন্ত।
ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন- নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা অভিনয় করেছেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ অভিনয় করেছেন।
আরও পড়ুন: শাহরুখের ‘ডানকি’ বনাম প্রভাসের ‘সালার’: মুক্তি পাচ্ছে বড়দিনে