চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)
জ্যাকেটের পকেটে মাদক, চুয়েটের দুই শিক্ষার্থী বহিষ্কার
জ্যাকেটের পকেটে মাদক পাওয়ায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এক জরুরি বৈঠকে চুয়েট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, মাদক সেবনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে দুই শিক্ষার্থীর জ্যাকেটের পকেটে মাদক পাওয়া যায়। তাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা্ হয়েছে, শিক্ষার্থী শৃঙ্খলা কমিটির ২৭০তম জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাদের কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চুয়েটে র্যাগিংয়ের অভিযোগে ৫ শিক্ষার্থীকে শোকজ
৮ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের নোটিশের জবাব দিতে হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, বুধবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে চট্টগ্রাম শহর থেকে চুয়েটের উদ্দেশে ছেড়ে আসা শিক্ষার্থীদের বহনকারী বুড়িগঙ্গা বাস থেকে ওই দুই শিক্ষার্থীকে মাদকসহ আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের মাদকদ্রব্য প্রতিরোধ নীতিমালা, চুয়েট-২০১৬ মোতাবেক মাদক বহন ও সেবন শাস্তিযোগ্য অপরাধ।
এর আগে ২০২৩ সালের ১৩ ডিসেম্বর রাতে চুয়েটে ফেরার সময় বাসে মদ্যপানের সময় ৪ জনকে আটক করে বহিষ্কার করা হয়েছিল।
আরও পড়ুন: চুয়েট গেটের সামনে থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার
৯ মাস আগে
সড়ক দুর্ঘটনায় আহত চুয়েট শিক্ষার্থীর মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষার্থী তাহমীদুল ইসলাম চৌধুরী মারা গেছেন।
৪ বছর আগে
সমৃদ্ধ দেশ গঠনে মহাপরিকল্পনা বাস্তবায়ন করুন: রাষ্ট্রপতি
বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারের নেয়া মহাপরিকল্পনা বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালাতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
৪ বছর আগে
৪র্থ সমাবর্তনে যোগ দিতে বৃহস্পতিবার চুয়েটে আসছেন রাষ্ট্রপতি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া ৪র্থ সমাবর্তন উপলক্ষ্যে ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
৪ বছর আগে