রোহিঙ্গা নাগরিক
কক্সবাজারে রোহিঙ্গা নাগরিককে গুলি করে হত্যা
কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে ৪২ বছর বয়সী এক রোহিঙ্গা শরণার্থী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় বালুখালী মধুর ছড়া এলাকার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ শাহ বালুখালী মধুর ছড়া এলাকায় ১৭ নং ক্যাম্পে বসবাস করতেন। তিনি ওই ক্যাম্পের মৃত আব্দুল আলীর ছেলে।
নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান, বাড়িতে নেটওয়ার্ক না থাকার কারণে মোবাইলে কথা বলতে বাড়ি থেকে বের হয়ে পাশের দোকানে যান তার স্বামী। এ সময় কিছু অপরিচিত লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়।
আরও পড়ুন: টেকনাফে সড়ক দুর্ঘটনায় ২ রোহিঙ্গা নিহত
পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: মিয়ানমারে ফেরার দাবিতে কক্সবাজারে রোহিঙ্গাদের সমাবেশ
২ বছর আগে
রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে তুরস্ককে সম্পৃক্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে তুরস্ককে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়েছেন।
৩ বছর আগে
সিলেটে ১৪ রোহিঙ্গা নারী ও শিশুসহ আটক ১৬
রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর নিয়ে আলোচনার মধ্যেই সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী থেকে ১৪ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৯)। এ সময় তাদের সাথে আরও দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে।
৩ বছর আগে