নির্মাণাধীন সেতু
ফরিদপুরে নির্মাণাধীন সেতুর মাটি ধসে ৩ জনের মৃত্যু, আহত ৪
ফরিদপুরে নির্মাণাধীন সেতুতে কাজ করার সময় মাটি ধসে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরও চারজন।
বুধবার দুপুর ১টার দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সদরপুর উপজেলার জমাদারডাঙ্গী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার কবিরপুর এলাকার মো. অন্তর (২০), কুজুকদিয়া এলাকার জুলহাস মীর (২৪) এবং বাগেরহাট জেলার উদয়পুর গ্রামের মো. জাবের (২৮)।
এছাড়া আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের সদরপুর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পা পিছলে জাম গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
স্থানীয়রা জানায়, জেলার সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদার ডাঙ্গী এলাকায় একটি সেতুর কাজ করছিল। এ সময় শ্রমিকরা সেতুর নিচের অংশের রড বাধাঁর কাজ করার সময় সেতুর পাশে থাকা মাটির স্তুপ থেকে মাটি ভেঙে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
চারজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।
সদরপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার আব্দুস সালাম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করি।
এলজিইডির অর্থায়নে (জম্মাদার ভায়া সদরপুর) সড়কের এই সেতুর নির্মান কাজ করছে মেসাস আসিফ ইমতিয়াজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফের ভাই।
এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী মো. আহসান মাহমুদ রাসেল বলেন, আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি খুবই মর্মাহত।
আরও পড়ুন: সুনামগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
এছাড়া এ কাজে কোন ত্রুটি কিংবা কোন অবহেলার বিষয় থেকে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
১ বছর আগে
চট্টগ্রামে নির্মাণাধীন সেতুর গার্ডার ভেঙে ৩ শ্রমিক আহত
চট্টগ্রামের পটিয়ার শিকলবাহা এলাকায় নির্মাণাধীন কালারপুল সেতুর তিনটি গার্ডার ধসে তিন শ্রমিক আহত হয়েছেন।
পিলারের ওপর গার্ডারগুলো স্থাপনের সময় ক্রেনের তার ছিঁড়ে শুক্রবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোহাম্মদ রবিউল (৩০), মোহাম্মদ মফিজ (২৮) ও ফেরদৌস (৪০)। তাদেরকে পটিয়ার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পোশাক কারখানার লিফট ছিঁড়ে ১৫ শ্রমিক আহত
সংশ্লিষ্টরা জানান, রাত ৮টায় নির্মাণাধীন বেইলি ব্রিজের তিনটি গার্ডার হঠাৎ শিকলবাহা খালে ধসে পড়ে। প্রচণ্ড শব্দ শুনে এলাকার লোকজন ছুটে আসে।
স্থানীয়দের অভিযোগ, ক্রুটিপূর্ণ নির্মাণ কাজের কারণে এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে গার্মেন্টসে আগুন আতঙ্কে ১২ নারী শ্রমিক আহত
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) দোহাজারীর নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, কালারপুল সেতুর কাজ প্রায় শেষ পর্যায়ে। রাতে কাজ করার সময় দুর্ঘটনাবশত তিনটি গার্ডার ধ্বসে পড়ার খবর পেয়েছি।
৩ বছর আগে
চট্টগ্রামে নির্মাণাধীন সেতুর গাডার ভেঙে পড়েছে রেল লাইনের ওপর
চট্টগ্রমের ফৌজদারহাট-বায়োজিদ সড়কের নির্মিত ব্রিজের গাডার তোলার সময় ক্রেন ভেঙে পড়েছে। এ সময় ঢাকা-চট্টগ্রাম বন্দর রেল লাইনের ওপর নির্মাণাধীন ওভার ব্রিজের গাডারটিও ধসে পড়ে।
৪ বছর আগে