ঢাকা-কক্সবাজার
ঢাকা-কক্সবাজার রুটে এয়ার এ্যাস্ট্রার প্রথম ফ্লাইট
বাংলাদেশের নতুন বেসরকারি বিমান সংস্থা এয়ার এ্যাস্ট্রা বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ফ্লাইট ২এ-৪৪১ শতভাগ যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছে।
সংস্থাটির ডেপুটি ম্যানেজার (জনসংযোগ) সাকিব হাসান শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- এয়ার এ্যাস্ট্রা বৃহস্পতিবার থেকে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে তিনটি এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে দুটি ফ্লাইট পরিচালনা করবে। এয়ারলাইনটি পর্যায়ক্রমে দেশের সব অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করবে।
ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে চার হাজার ৮০০ টাকা এবং ঢাকা-চট্টগ্রাম তিন হাজার ৬৯৫ টাকা।
এয়ার এ্যাস্ট্রা ইতোমধ্যে ঢাকায় দুটি এটিআর ৭২-৬০০ বিমানের ডেলিভারি নিয়েছে এবং ২০২২ সালের মধ্যে আরও দুটি বিমান গ্রহণের কথা রয়েছে। ২০২৩ সালের মধ্যে সংস্থাটির বহরের ১০টি বিমান থাকবে।
আরও পড়ুন: যশোর-কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট শুরু ৩০ নভেম্বর
নতুন বিমান সংস্থা এয়ার এ্যাস্ট্রার ফ্লাইট শুরু ২৪ নভেম্বর
সিলেট-শারজাহ্ রুটে বিমানের ফ্লাইট চালু
২ বছর আগে
নতুন বিমান সংস্থা এয়ার এ্যাস্ট্রার ফ্লাইট শুরু ২৪ নভেম্বর
ঢাকা-কক্সবাজার রুটে ২৪ নভেম্বর প্রথম ফ্লাইটের মধ্য দিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে দেশের নতুন বেসরকারি বিমান সংস্থা ‘এয়ার এ্যাস্ট্রা’।
মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এসময় এয়ার এ্যাস্ট্রার অফিসিয়াল ওয়েবসাইটও উন্মোচন করেন তিনি।
বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘আজকে এয়ার এ্যাস্ট্রা তাদের যাত্রা শুরু করার ফলে অভ্যন্তরীণ রুটের যাত্রীদের পছন্দের সুযোগ আরও বৃদ্ধি পেলো। দেশীয় এয়ারলাইন্সগুলোর ইতিবাচক প্রতিযোগিতা ও সহযোগিতার ক্ষেত্র প্রতিষ্ঠিত হবে যা যাত্রীদের জন্য সহায়ক হবে বলে আমি মনে করি। আশা করি এয়ার এ্যাস্ট্রা যাত্রীসেবার মান ও নিরপত্তা বজায় রেখে তাদের ফ্লাইট পরিচালনা করবে।
আরও পড়ুন: ইউএস-বাংলার ব্যাংকক ফ্লাইটের টিকেট কিনলেই হোটেল ফ্রি
এয়ার এ্যাস্ট্রা’র প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, প্রায় ৯ বছর পর বাংলাদেশে একটি নতুন এয়ারলাইন্স হিসেবে আত্মপ্রকাশ করতে পেরে এয়ার এ্যাস্ট্রা গর্বিত। আমরা নিরাপদ যাত্রীসেবা ও সময়ানুবর্তিতার মাধ্যমে যাত্রীদের সবেচয়ে পছন্দের ও নির্ভরযোগ্য এয়ারলাইন্স হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
২৪ নভেম্বর ঢাকা-কক্সবাজার রুটের মধ্য দিয়ে কমার্শিয়াল ফ্লাইট অপারেশন শুরু করবে এয়ার এ্যাস্ট্রা। শুরুতে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে তিনটি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে দু’টি ফ্লাইট পরিচালিত হবে।
পর্যায়ক্রমে দেশের সব অভ্যন্তরীণ রুটেই ফ্লাইট পরিচালনা করবে এয়ার এ্যাস্ট্রা। ঢাকা থেকে কক্সবাজারের ওয়ান-ওয়ে সর্বনিন্ম ভাড়া নির্ধারণ করা হয়েছে চার হাজার ৭৯৯ টাকা এবং ঢাকা থেকে চট্টগ্রামের ওয়ান-ওয়ে সর্বনিন্ম ভাড়া নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৬৯৪ টাকা।
এয়ার এ্যাস্ট্রা এরই মধ্যে ঢাকায় দু’টি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ডেলিভারি নিয়েছে এবং আরও দুটি এয়ারক্রাফট চলতি বছরের মধ্যেই ডেলিভারি নেবে।
আরও পড়ুন: কোভিড-১৯: বড় লোকসান গুনতে হচ্ছে দেশীয় বিমান সংস্থাগুলোকে
২০২৩ সালের মধ্যে এয়ার এ্যাস্ট্রার এয়ারক্রাফটের বহর ১০টিতে উন্নীত হবে।
ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক টার্বোপ্রপ প্রযুক্তির নির্ভরযোগ্য এয়ারক্রাফট। এয়ারক্রাফটির আরামদায়ক কেবিন ৭০ জন যাত্রী বহন করার জন্য প্রস্তুত করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
আরও পড়ুন: সিলেট-শারজাহ্ রুটে বিমানের ফ্লাইট চালু
২ বছর আগে
ঢাকা-কক্সবাজার রুটে ইউএস-বাংলার ৬ ফ্লাইট
বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী সপ্তাহ থেকে ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিন ছয়টি ফ্লাইট পরিচালনা করবে।
৫ বছর আগে