একাদশ জাতীয় সংসদ
একাদশ জাতীয় সংসদের অধিবেশনের শেষ দিন ছিল বৃহস্পতিবার
চলতি একাদশ জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশন ২৫তম অধিবেশন শেষ হয়েছে বৃহস্পতিবার। চলমান এই সংসদের প্রায় ৩১ জন সদস্য মারা যাওয়ার রেকর্ড হয়েছে।
একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অপেক্ষায় আছেন আরও তিনজন। যারা এক মিনিটের জন্যও অধিবেশনে বসার সুযোগ পাবেন না।
আসনগুলো হলো- পটুয়াখালী-১, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩।
আগামী ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন এবং ২৭ নভেম্বর পটুয়াখালী-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়। আগামী ২৯ জানুয়ারি বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে।
সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
সে অনুযায়ী আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনের মেয়াদ শুরু হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড বিল-২০২৩ পাস
নির্বাচনকালীন সময়ে সংসদের অধিবেশন ডাকার কোনো বাধ্যবাধকতা নেই। আবার অধিবেশন আহ্বানে কোনো বাধাও নেই।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদের মোট কার্যদিবস ছিল ২৭২ দিন।
প্রায় ১৬৫টি বিল পাস হয়েছে। একাদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কাছে মোট ১ হাজার ৩৩৬টি প্রশ্ন ছিল। প্রধানমন্ত্রী ৫৬৬টি প্রশ্নের উত্তর দেন। অন্যান্য মন্ত্রীদের জন্য প্রায় ৩০,৬৪১ টি প্রশ্ন উন্থাপিত হয়েছিল। এর মধ্যে মন্ত্রীরা ১৭ হাজার ৭৬২টি প্রশ্নের উত্তর দিয়েছেন।
গত ২২ অক্টোবর একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন শুরু হয়। অধিবেশনটি নয় কার্যদিবস স্থায়ী হলেও চলতি অধিবেশনের মাত্র আট দিনে প্রায় ২৫টি বিল পাস হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সাতটি বিল পাস হয়।
এর আগে দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনে ১৯টি বিল পাস হয়।
বর্তমান সংসদেও রেকর্ড সংখ্যক সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গত ৪ বছর ৯ মাসে একাদশ জাতীয় সংসদের মোট ২৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
এর আগে সপ্তম, অষ্টম ও দশম জাতীয় সংসদের সর্বোচ্চ ২৩টি করে অধিবেশন ছিল।
আরও পড়ুন: মাথাপিছু ঋণের পরিমাণ ৩৬৫ ডলার: অর্থমন্ত্রী
এছাড়া নবম সংসদে ১৯টি এবং পঞ্চম সংসদে ২২টি অধিবেশন রয়েছে। মাত্র একটি অধিবেশনের মধ্য দিয়ে শেষ হয় ষষ্ঠ সংসদ।
সবচেয়ে সংক্ষিপ্ত অধিবেশনের রেকর্ডও এই সংসদে অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারির সময়ে সংসদের একটি অধিবেশন একদিনে মাত্র দেড় ঘণ্টায় শেষ হয়।
২০২০ সালের ১৮ এপ্রিল বর্তমান সংসদের সপ্তম অধিবেশন শুরু হওয়ার পর তা দেড় ঘণ্টা স্থায়ী হয়। করোনাকালে বিশেষ আয়োজনে বেশ কয়েকটি সেশন অনুষ্ঠিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্তমান সংসদে দুটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর চেয়েও বেশি সময় বর্তমান সংসদে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ৫২ দিন সেখানে ছিলেন। তবে অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তিনি বিদেশে চিকিৎসার জন্য ছিলেন।
আরও পড়ুন: ব্রিকস তহবিল পেতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল-২০২৩ সংসদে পাস
১ বছর আগে
একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশন স্থগিত
একাদশ জাতীয় সংসদের বিশেষ ও ২২তম অধিবেশন পাঁচ কার্যদিবসের পর সোমবার স্থগিত করা হয়েছে।
স্থগিতকরণের আগে বাংলাদেশ জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়।
এদিকে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তিতে সংসদে কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় প্রস্তাব উত্থাপন করেন।
আরও পড়ুন: ব্যাপক উন্নয়নের পেছনে সংসদীয় গণতন্ত্রের স্থিতিশীলতা: প্রধানমন্ত্রী
এছাড়া ১০ ঘন্টা ২৩ মিনিটের আলোচনায় অংশ নেন প্রায় ৬৩ জন সংসদ সদস্য।
এর আগে সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
দুপুর ২টা ২৩ মিনিটে রাষ্ট্রপতির স্থগিতাদেশ পাঠ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
প্রধানমন্ত্রীর জন্য মোট ২০টি প্রশ্ন এসেছে এবং অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য ৪৪৯টি প্রশ্ন আসে।
উল্লেখ্য, ১৯৭৩ সালের ৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশে প্রথম সংসদ অধিবেশন হয়।
আরও পড়ুন: প্রথম আলো আওয়ামী লীগ, গণতন্ত্র ও জনগণের শত্রু: সংসদে প্রধানমন্ত্রী
সংবিধান পর্যালোচনার জন্য সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ইনুর
১ বছর আগে
একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশনের ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত
একাদশ জাতীয় সংসদের ২২তম অধিবেশনের জন্য বৃহস্পতিবার পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত করেন স্পিকার।
সদস্যরা হলেন- এইচ এন আশিকুর রহমান, আসাদুজ্জামান নূর, মো. মকবুল হোসেন, কাজী ফিরোজ রশীদ ও কানিজ ফাতেমা আহমেদ।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের শুরুতে তাদের নাম ঘোষণা করেন।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা কালানুক্রমিক সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।
আরও পড়ুন: মায়া ও কামরুল আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত
জাতীয় সংসদে বিইআরসি আইনের সংশোধনী পাস
১ বছর আগে
সংসদে ৫ প্যানেল সভাপতি মনোনীত
একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন কার্যক্রম পরিচালনার সুবিধার্থে কার্যপ্রণালী বিধি অনুযায়ী রবিবার পাঁচ সদস্যের প্যানেল অব চেয়ারম্যান মনোনীত করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
প্যানেল সদস্যরা হলেন-আবদুস শহীদ এমপি, মো. মকবুল হোসেন এমপি, মো. মনোয়ার হোসেন চৌধুরী এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি ও সুবর্ণা মুস্তাফা এমপি।
অধিবেশনের শুরুতে স্পিকার তাদের নাম ঘোষণা করেন।
তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কালানুক্রমিকভাবে সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।
আরও পড়ুন: একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু
জাতীয় সংসদে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পাস
জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত
২ বছর আগে
বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমি মনে করি, আমার সরকার বর্তমান বৈশ্বিক অস্থিতিশীলতা এবং মহামারির কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণকে বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।’
বুধবার একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশনে সংসদ নেতা হিসেবে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও সরকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার এত বড় বাজেট দিতে সক্ষম হয়েছে।
প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী এবং বাজেট প্রণয়নের সঙ্গে জড়িত অন্য সকলকে তার আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘অনেকেই ভাবতে পারেনি যে আমরা এটি (বাজেট) উত্থাপন করতে পারব, তবে আমরা এটি করতে পেরেছি।’
এটি মুক্তিযুদ্ধের পর থেকে আওয়ামী লীগ সরকারের ২৩তম জাতীয় বাজেট এবং বর্তমান আওয়ামী লীগ সরকারের মেয়াদে প্রদত্ত চতুর্থ বাজেট, তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: প্রস্তাবিত বাজেটের কয়েকটি কর প্রস্তাব পুনর্বিবেচনা করা দরকার: ড. আতিউর
শেখ হাসিনা বলেন, ‘জনগণের সর্বাত্মক সমর্থনে আমরা ২০২২-২৩ অর্থবছরের বাজেট সফলভাবে বাস্তবায়ন করতে পারব।’
তিনি বলেন, ‘যুদ্ধ ও করোনাভাইরাস মহামারির বিরূপ প্রভাব কাটিয়ে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে এবং তা করতে সক্ষম হবে। আমরা দেশে-বিদেশে শত বাধা অতিক্রম করে অসম্ভবকে সম্ভব করছি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাপী অস্থিতিশীলতার কারণে অনেক উন্নত দেশ যখন সমস্যার সম্মুখীন হচ্ছে, তখন বাংলাদেশ সফলভাবে তার অর্থনৈতিক অগ্রগতি বজায় রাখতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, বিশ্ববাজারে পণ্যের মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার মূল কৌশল হবে- পণ্যের সরবরাহ বাড়ানো এবং চাহিদার বিদ্যমান প্রবৃদ্ধি হ্রাস করা। মূল্যস্ফীতি কমানোই আমাদের বড় লক্ষ্য।
তিনি বলেন, এই সপ্তাহে পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেয়ায় পণ্যের সরবরাহ অনেকাংশে সহজ হচ্ছে এবং যোগাযোগ নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তনের কারণে মুদ্রাস্ফীতির হার কমাতেও সাহায্য করবে।
সরকার বিলাস দ্রব্য আমদানিতে নিরুৎসাহিত করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের এমন জিনিসপত্র যা খুব বেশি প্রয়োজনীয় নয়, সেগুলো আমদানি বন্ধ করার আহ্বান জানান।
শেখ হাসিনা বলেছেন, আমদানি পণ্যের ওপর নির্ভরতা কমাতে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।
এই প্রেক্ষাপটে তিনি সকলকে বাংলাদেশের তৈরি পণ্য ও সেবা গ্রহণের আহ্বান জানান।
আরও পড়ুন: ষড়যন্ত্রে পদ্মা সেতুর নির্মাণ ২ বছর পিছিয়েছে: প্রধানমন্ত্রী
২ বছর আগে
সংসদের ১৮তম অধিবেশনের ৫ সদস্যের প্যানেল অব চেয়ার ঘোষণা
একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনের জন্য রবিবার পাঁচ সদস্যের একটি প্যানেল অব চেয়ার মনোনীত করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
প্যানেল সদস্যরা হলেন-শামসুল হক টুকু, এ বি তাজুল ইসলাম, মুহিবুর রহমান মানিক, মুজিবুল হক চুন্নু ও হামীমা আখতার খানম।
ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের শুরুতে তাদের নাম ঘোষণা করেন।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা পর্যায়ক্রমে সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।
আরও পড়ুন: সংসদের ১৭তম অধিবেশনের ৫ সদস্যের প্যানেল অব চেয়ার ঘোষণা
সংসদে বাজেট অধিবেশন শুরু
২ বছর আগে
একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন আজ শুরু
একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন সোমবার বিকাল ৫টায় শুরু হবে।
রাষ্ট্রের প্রধান ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের ধারা (১) অনুসারে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এই অধিবেশন আহ্বান করেন।
সংসদের ১৬তম অধিবেশন ১৬ জানুয়ারি শুরু হয়ে পাঁচটি বৈঠকের পর ২৭ জানুয়ারি স্থগিত করা হয়।
আরও পড়ুন: জাতীয় সংসদের ১৭তম অধিবেশন ২৮ মার্চ
২ বছর আগে
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন তানভীর শাকিল
একাদশ জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ আসন উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী তানভীর শাকিল জয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
৪ বছর আগে