শপথ গ্রহণ
সিলেটে চতুর্থ ধাপে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের শপথ গ্রহণ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ সিলেট বিভাগে বিজয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।
সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রবিবার (২৩ জুন) দুপুরে তাদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি)।
এর আগে গত ৫ জুন বন্যা পরিস্থিতির মধ্যে সিলেটে শেষ ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিভাগের ৭টি উপজেলায় অনুষ্ঠিত হয় এ নির্বাচন।
উপজেলাগুলো হচ্ছে- সিলেট জেলার কানাইঘাট ও জকিগঞ্জ, সুনামগঞ্জ জেলার সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগর এবং হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট।
নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- সিলেটের জকিগঞ্জে উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলায় জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, সুনামগঞ্জ সদর উপজেলায় জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল, শান্তিগঞ্জ উপজেলায় সাদাত মান্নান অভি, মধ্যনগর উপজেলায় সদ্য অতিরিক্ত আইজিপি পদন্নোতিপ্রাপ্ত আব্দুল বাতেনের বড় ভাই আব্দুর রাজ্জাক, হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এস এফ এ এম শাহজাহান, চুনারুঘাট উপজেলায় পরিষদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান।
৫ মাস আগে
মোদির শপথ গ্রহণ: প্রথম ‘সম্মানিত অতিথি’ হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতের অভ্যর্থনা
টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার দুপুরে দেশটির রাজধানী নয়া দিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়া দিল্লিতে পৌঁছানোর পর প্রথম ‘সম্মানিত অতিথি’ হিসেবে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় ভারত।
শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমাদের অন্যতম মূল্যবান অংশীদারের এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার গভীর বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে।’
আরও পড়ুন: লায়ন্স ক্লাব কনভেনশনে ত্রাণ কাজে যথার্থ উদ্যোগ নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনু্ষ্ঠানে বিশ্বনেতাদের অংশগ্রহণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে ভারত। ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতি ও ‘সাগর’ রূপকল্প বাস্তবায়নে এটি করা হচ্ছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
লোকসভা নির্বাচন ২০২৪ এর পর রবিবার প্রধানমন্ত্রী মোদি ও তার মন্ত্রিপরিষদের শপথ নেওয়ার কথা।
এ উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতের প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় অঞ্চলের নেতাদের 'বিশিষ্ট অতিথি' হিসেবে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজু, সিশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল 'প্রচণ্ড' এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করেছেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি একই সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া ভোজসভায় অংশ নেবেন নেতারা।
সোমবার তিনি দেশের উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করবেন এবং রাত ৮টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
আরও পড়ুন: দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে বাংলাদেশের বিজয়
৬ মাস আগে
রাজশাহী ও সিলেটের নবনির্বাচিত মেয়রদের শপথ গ্রহণ
রাজশাহীর এএইচএম খায়রুজ্জামান লিটন ও সিলেটের আনোয়ারুজ্জামান চৌধুরী দুই সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র হিসেবে শপথ নিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের শপথ বাক্য পাঠ করান।
পরে দুই সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের ৭৬ জন নবনির্বাচিত কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলররাও একই স্থানে শপথ নেন।
এর মধ্যে রাজশাহীর ৪০ জন ও সিলেটের ৩৬ জন কাউন্সিলর রয়েছেন।
আরও পড়ুন: শপথ নিচ্ছেন নবনির্বাচিত বরিশাল, খুলনা ও গাজীপুর সিটির মেয়ররা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন।
গত ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুর্শিদ আলমকে ১৩ হাজার ৪৮৩ ভোটে পরাজিত করেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ২৯০টি।
একই দিনে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুকে ৫০ হাজার ৩২১ ভোট পরাজিত করেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬১৪টি।
আরও পড়ুন: বরিশালে শপথ গ্রহণের ৫ দিন আগে কাউন্সিলরের মৃত্যু
এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
১ বছর আগে
বরিশালে শপথ গ্রহণের ৫ দিন আগে কাউন্সিলরের মৃত্যু
বরিশাল নগরীর ৮ নম্বর ওয়ার্ডের একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর সেলিম হাওলাদার (৫৯) মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার রাত ১২টার দিকে ব্রেইন স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: বোটানিক্যাল গার্ডেনের লেকে চাচার সঙ্গে সাঁতার কাটতে নেমে ভাতিজার মৃত্যু
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় আসলে বুধবার ভোর ৬টার দিকে মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহসান জানান, শারিরীক অবস্থার অবনতি ঘটলে বরিশালের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে নিয়ে ঢাকার উদ্দেশে অ্যাম্বুলেন্সে করে রওয়ানা দেন স্বজনরা। পথিমধ্যে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন জানিয়ে কামরুল আহসান বলেন, বরিশাল সিটি করপোরেশন হওয়ার পূর্বে ১৯৯১ সালের বরিশাল পৌরসভার কমিশনার ছিলেন তিনি।
আর সিটি করপোরেশন হওয়ার পর ২০০৩ সাল থেকে ৮ নম্বর ওয়ার্ডে একাধারে কমিশনার-কাউন্সিলর রয়েছেন তিনি। এ নিয়ে মোট ৬ বার তিনি নির্বাচিত কাউন্সিলর।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু
দিনাজপুরে বালতির পানিতে পড়ে ১৫ মাস বয়সী শিশুর মৃত্যু
১ বছর আগে
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের শপথ গ্রহণ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে দেশবাসীর সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে শপথ বাক্য পাঠ করান। এসময় দেশবাসীর সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই শপথ গ্রহণ করেন।
আরও পড়ুন: দেশকে ‘সোনার বাংলা’ গড়ে তোলার শপথ নিল জাতি
স্বাধীনতার লক্ষ্য এখনো বাস্তবায়িত হয়নি: ফখরুল
ক্যানবেরায় বিজয় দিবসে ব্যতিক্রমধর্মী আয়োজন
৩ বছর আগে
জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করুন: প্রধানমন্ত্রী
মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে জনগণের কল্যাণে এবং তাদের ভাগ্যোন্নয়নে দায়িত্বশীলতার সাথে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩ বছর আগে
৯ বছরেও সংশোধন হয়নি মুজিবনগরে জাতীয় চার নেতার ভাস্কর্যের ভুল তথ্য
মুজিবনগরে জাতীয় চার নেতার ভাস্কর্যের ভুল তথ্য ৯ বছরেও সংশোধন করা হয়নি। এতে করে ভাস্কর্য দেখতে আসা নতুন প্রজন্ম শিখছে ভুল তথ্য।
৪ বছর আগে