বীর মুক্তিযোদ্ধা
মৌলবাদীদের মূলোৎপাটন করতে না পারলে মহামারি হিসেবে দেখা দেবে: প্রতিমন্ত্রী
মৌলবাদীদের মূলোৎপাটন করতে না পারলে মহামারি হিসেবে দেখা দেবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
তিনি বলেন, ‘পৃথিবী যখন মৌলবাদীর হিংস্র থাবায় জর্জরিত, ঠিক এমন সময়ে বাংলাদেশেও এই থাবা থেকে পিছিয়ে নেই। এই মৌলবাদীদের এখনই যদি মূলোৎপাটন করতে না পারি, তাহলে আগামী দিনে বাংলাদেশের জন্য তা মহামারি হিসেবে দেখা দেবে। যেভাবে দেখা দিয়েছে পাকিস্তানে। এগুলো কিন্তু এদেশের উন্নয়নের জন্য অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করবে।’
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার উদ্যোগে প্রীতিভোজ ও সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আজকে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা, তার সুযোগ্য কন্যা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নের মহাসড়কে সংযুক্ত হয়েছি।
তিনি বলেন, ‘২০০৮ সালের নির্বাচনের প্রাক্কালে আমরা বলেছিলাম ডিজিটাল বাংলাদেশ। আমরা বলেছিলাম যোগাযোগের ক্ষেত্রে এগিয়ে যাব। সেটা আমরা এগিয়ে চলেছি। এই মহামারির সময়েও আমরা ডিজিটাল যোগাযোগের মাধ্যমে সব কর্মকাণ্ড করছি। সব জুমের মাধ্যমে করতে পারছি। অর্থনৈতিক দিক দিয়ে বিশ্বের যে কোন উন্নয়নশীল দেশের উদাহরণ হিসেবে দাড় করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজেই এই মৌলবাদীদের হিংস্র থাবা আমরা রোধ করতে না পারলে বাংলাদেশ কিন্তু পিছিয়ে পড়বে।’
বৃহত্তর ময়মনসিংহের সাংবাদিকদের উদ্দেশে আশরাফ আলী খান বলেন, ‘এই এলাকার কয়েকজন মন্ত্রী আছেন, সংসদের হুইফও আছেন, যে কোন সময় যে কোন সহযোগিতার জন্য প্রয়োজন মনে করলে স্মরণ করবেন। আমরা হাত বাড়িয়ে দিব।’
সুশৃঙ্খলভাবে ব্যক্তি স্বার্থ না দেখে, সমষ্টি স্বার্থের দিকে তাকিয়ে এই সংগঠনকে একতাবদ্ধভাবে এগিয়ে নেয়ারও প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী।
এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, ‘সবার দাবি গণমাধ্যমে কর্মী আইন, সম্প্রচার আইন- এই দুটোর কার্যক্রম অনেক দুর এগিয়ে গিয়েছে। আগামি ১ এপ্রিল থেকে জাতীয় সংসদের অধিবেশন বসছে। আশা করছি এই অধিবেশনে বা পরবর্তী অধিবেশনের মধ্যে আমরা এই দুটি আইন সংসদে যাতে পাশ করতে পারি সেজন্য জোরালোভাবে তথ্য মন্ত্রণালয় কাজ করছে। এই আইন পাশ হলে সাংবাদিকদের কাজের নিরাপত্তা, সকল দাবি অধিকার প্রতিষ্ঠা হবে বলে বিশ্বাস করি।’
সভাপতির বক্তব্যে বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার সভাপতি মোল্লা জালাল বলেন, এই সমিতি কোন দল নয়, এটি কোন ক্লাবও নয়, প্রতিষ্ঠানও নয়।
তিনি বলেন, ‘এটি মাই ম্যান কনসেপ্ট। শিশির বিন্দু যেমন ধরা যায় না, দেখা বা ছোয়া যায় না, অনুভব করা যায়, মাই ম্যান কনসেপ্ট হচ্ছে ওই জিনিস একে অপরের বন্ধু স্বজন অন্তরঙ্গ হয়ে যাই। আমরা মাই ম্যানরা যখন ঐক্যবদ্ধ থাকি তখন সব অর্জন আমাদের পাশে আসে। তাই আগামীতে এই কনসেপ্টকে আরও শক্তিশালী করতে হবে।’
সমিতির সাধারণ সম্পাদক নুরুল হাসান খানের পরিচালনায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী, নেত্রকোণা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মাসুদ করিম, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ জসীম, ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি উৎপল কুমার সরকার, জামালপুর সাংবাদিক সমিতির সভাপতি আবু সাঈদ, শেরপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক হকিকত জাহান হকি ও টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি তালুকদার হারুণ বক্তব্য দেন।
এ সময় জামালপুর সাংবাদিক ফোরাম’ ঢাকার সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল, টাঙ্গাইল সাংবাদিক ফোরাম’ ঢাকার সাধারণ সম্পাদক ফিরোজ মান্না, ময়মনসিংহ সাংবাদিক ফোরাম’ ঢাকার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
৩ বছর আগে
ক্যাপ্টেন আকরাম আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আকরাম আহমেদের (বীর উত্তম) মৃত্যুতে মঙ্গলবার গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
৪ বছর আগে