ভুয়া পুলিশ
পিরোজপুরে পুলিশ পরিচয়ে টাকা ছিনতাই, আটক ১
পিরোজপুরের নাজিরপুরে পুলিশ পরিচয়ে টাকা ছিনতাইয়ের সময় সাইফুল ইসলাম চাঁন নামের এক ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার বুইচাকাঠী এলাকা থেকে পুলিশ তাকে আটক করা হয়।
আটক সাইফুল ইসলাম চাঁন (৩৫) পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব জুজখোলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে।
আরও পড়ুন: বরিশালে ‘ভুয়া পুলিশ’ আটক
স্থানীয়রা জানায়, আটক সাইফুল অনলাইনে এ্যাপাচি ফোরভি নামে একটি মোটরসাইকেল বিক্রির জন্য বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে বরিশালের নতুন বাজার এলাকার প্রশান্ত দাস নামে একজন মোটরসাইকেলটি কিনতে পিরোজপুর-নাজিরপুর- গোপালগঞ্জ সড়কের টেক্সটাইল এলাকায় আসে। সেখান থেকে সাইফুল ইসলাম তাকে বুইচাকাঠী এলাকায় নিয়ে যায়। পরে সাইফুল ইসলামসহ তিনজন মিলে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রশান্ত দাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চাইলে প্রশান্ত দাস বুঝতে পেরে ডাক চিৎকার দিলে স্থানীয়রা সাইফুল ইসলামকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় বাকি তিনজন পালিয়ে যায়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া বলেন, সাইফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি পুলিশের জ্যাকেট ও একটি পিস্তলের খাপ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৩৪ দিন আগে
সুনামগঞ্জে মাদক জব্দ, ‘ভুয়া পুলিশ’ আটক
সুনামগঞ্জের একটি আবাসিক এলাকা থেকে আব্দুল জব্বার নামে এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। এই সময় তার কাছ থেকে ৩৬ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা, পুলিশের জ্যাকেট ও নেমপ্লেট উদ্ধারের দাবি করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার দুপুরে পৌর শহরের জামতলা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শিপলু পাবেল (২৮) সুনামগঞ্জ সদর থানার আরপিনগর গ্রামের মৃত সরাব মিয়ার ছেলে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে তানিয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার
জানা গেছে, র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার সিঞ্চন আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকরামুল আহাদের নেতৃত্বে র্যাবের একটি দল তাকে আটক করে।
র্যাব-৯ মেজর মাহফুজুর রহমান জানান, শিপলু পাবেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি ভুয়া পুলিশ হয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
আরও পড়ুন: হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেপ্তার: র্যাব
১১৮৬ দিন আগে
চুয়াডাঙ্গায় ভুয়া পুলিশ কর্মকর্তা আটক
চুয়াডাঙ্গায় এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) বিকালে এক নারীর সঙ্গে প্রতারণা করার জন্য নিজেকে পুলিশ কর্মকর্তা প্রমাণে চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরির সময় তাকে আটক করা হয়।
আটক তৌহিদ হোসেন জেলা সদরের গাইদঘাট গ্রামের মিল্লান হোসেনের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, তৌহিদ একজন মহাপ্রতারক। তিনি সাধারণ মানুষের কাছে পুলিশ হিসেবেই পরিচিত। আবার পুলিশের কাছে পরিচিত দুদক কিংবা এনএসআই কর্মচারী হিসেবে। এগুলো প্রমাণে তিনি আবার সেসব বাহিনীর পোশাক পড়ে ছবি তুলে ফেসবুকেও শেয়ার করেন। এরকম বিভিন্ন বাহিনীর সদস্য সেজে মূলত টাকা হাতিয়ে নেয়াই তার মূল কাজ।
ওসি বলেন, ইতোমধ্যে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আমরা পেয়েছি। তার বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
তিনি বলেন, তৌহিদের বিরুদ্ধে এক নারী প্রতারণা অভিযোগে মামলা দায়ের করেছেন। এছাড়া পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেছে।
আরও পড়ুন: চাঁদপুরে অশ্লীল ছবি ধারণকারী প্রতারক চক্রের ৬ সদস্য আটক
৯৯৯ এ ফোন, প্রতারক চক্রের পাঁচ সদস্য আটক
১২৩১ দিন আগে
৯৯৯-এ অভিযোগ পেয়ে ২ ভুয়া পুলিশ আটক
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে এক কলার ফোন করে অভিযোগ জানালে, পুলিশ পরিচয়দানকারী দুই প্রতারককে আটক করে রংপুরের মিঠাপুকুর থানার পুলিশ।
রবিবার সকাল সাড়ে সাতটায় রংপুরের মিঠাপুকুর থানাধীন কোনাপাড়া থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাদের এলাকায় দুই ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে ঘোরাঘুরি করছে। পুলিশ পরিচয়দানকারী ব্যক্তিরা আসামি ধরতে এসেছে বলে এলাকাবাসীকে জানায়।
আরও পড়ুন: ৯৯৯-এ কল, চলন্ত ট্রাকে ‘ধর্ষণের শিকার’ প্রতিবন্ধী তরুণী উদ্ধার
তাদের আচরণে স্থানীয় লোকজনের মধ্যে সন্দেহ সৃষ্টি হলে তারা ৯৯৯ নম্বরে ফোন করে সবকিছু বিস্তারিত জানায়।
৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি মিঠাপুকুর থানায় জানিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়। সংবাদ পেয়ে মিঠাপুকুর থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে ওই দুই ব্যক্তিকে আটক করে।
আরও পড়ুন: ৯৯৯-এ কল, বিপুল পরিমাণ নকল সারসহ কারখানার সন্ধান
পরে মিঠাপুকুর থানার এ.এস.আই নুর আলম ৯৯৯-কে ফোনে জানান, তারা ঘটনাস্থল থেকে পুলিশ পরিচয় দেয়া দুই ব্যক্তিকে আটক করেন। আটককৃতরা হল- মিঠাপুকুর থানার হেতমপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে দুলাল মিয়া (৩০) এবং একই থানার পাতাসন দুর্গাপুর গ্রামের মৃত নুরুজ্জামান ছেলে কামরুজ্জামান (৩১)।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১৩২৮ দিন আগে
চুয়াডাঙ্গায় এসআই পরিচয় দেয়া এক প্রতারক আটক
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন দেয়ার নাম করে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে পুলিশের এসআইকে পরিচয় দেয়া এক প্রতারককে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা আদালতের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক সোহেল রানা (২৮) কুষ্টিয়া জেলার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের আজিবার মন্ডলের ছেলে।
আরও পড়ুন: খুলনায় ব্যবসায়ীকে অপহরণকারী ভুয়া পুলিশ আটক
পুলিশ জানায়, নিজেকে এসআই রানা দাবি করে আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকার ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির সাজা মওকুফ করে জামিন দেয়ার নাম করে ১০ হাজার টাকা দাবি করে অভিযুক্ত সোহেল রানা। এর মধ্যে ৩ হাজার টাকা হাতিয়ে নিয়ে তিনি ভুক্তোভোগী পরিবারক আদালতে আসতে বলেন। ওই পরিবারের লোকজন আদালত এলাকায় গেলে সোহেল রানার কর্মকাণ্ডে সন্দেহ তৈরি হয়। এসময় তারা চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ সেখানে পৌঁছে সোহেল রানাকে আটক করে। এসময় তার কাছে থাকা বাংলাদেশ পুলিশের জাল পরিচয়পত্র, বেশ কয়েকটি ব্যাংকিং ভিসা কার্ড, আদালতের জাল নথি, পুলিশ স্টিকার সম্বলিত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আরও পড়ুন: গোয়েন্দা বাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা: ভুয়া পুলিশ আটক
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে সাজা মওকুফ করার আশ্বাস দিয়ে প্রতারণা করে আসছিলেন সোহেল রানা। এমন অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: ডিবি পুলিশ সেজে ছিনতাই, চট্টগ্রামে এসআইসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ডিবি পুলিশ আটক
১৪৩৯ দিন আগে
পুলিশের ডিআইজি সেজে প্রতারণা, অবশেষে শ্রীঘরে
কুমিল্লায় পুলিশের উপ মহাপরিদর্শকসহ (ডিআইজি) পুলিশের বিভিন্ন কর্মকর্তা পদের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
১৯০০ দিন আগে
গোয়েন্দা বাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা: ভুয়া পুলিশ আটক
পীরগাছা উপজেলার তাম্বুলপুর এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দেয়া একজনকে আটক করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ।
১৯৪০ দিন আগে