সুনামগঞ্জের একটি আবাসিক এলাকা থেকে আব্দুল জব্বার নামে এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। এই সময় তার কাছ থেকে ৩৬ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা, পুলিশের জ্যাকেট ও নেমপ্লেট উদ্ধারের দাবি করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার দুপুরে পৌর শহরের জামতলা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শিপলু পাবেল (২৮) সুনামগঞ্জ সদর থানার আরপিনগর গ্রামের মৃত সরাব মিয়ার ছেলে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে তানিয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার
জানা গেছে, র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার সিঞ্চন আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকরামুল আহাদের নেতৃত্বে র্যাবের একটি দল তাকে আটক করে।
র্যাব-৯ মেজর মাহফুজুর রহমান জানান, শিপলু পাবেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি ভুয়া পুলিশ হয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
আরও পড়ুন: হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেপ্তার: র্যাব