জামাল ভূঁইয়া
আর্জেন্টাইন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া শুক্রবার (১৮ আগস্ট) আর্জেন্টিনার তৃতীয় বিভাগ ফুটবল ক্লাব ‘সোল দে মায়ো’ এর হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
ডেনমার্কে জন্মগ্রহণকারী বাংলাদেশি বংশোদ্ভূত পেশাদার খেলোয়াড় জামাল ভূঁইয়া প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোনো প্রতিযোগিতামূলক লিগে খেলবেন।
জামালের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করা একটি লাইভ ভিডিও অনুসারে, শুক্রবার রাতে চুক্তিতে সই করার আগে জামালকে বেশ কয়েকটি বাংলাদেশের পতাকা এবং তার নতুন জার্সি নিয়ে একটি টেবিলের সামনে ক্লাব কর্মকর্তাদের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
জামাল ভূইয়া ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলা শুরু করেন এবং বাংলাদেশের হয়ে রেকর্ড ৭৫টি ফুটবল ম্যাচ খেলেন।
জামাল ভূঁইয়া বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হিসেবে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন। মহাদেশীয় আয়োজনে শক্তিশালী কাতারকে পরাজিত করার জন্য ২০১৮ সালে প্রথমবারের মতো এশিয়ান গেমস ফুটবলের ২য় রাউন্ডে বাংলাদেশকে পথ দেখিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: সৌদির আল হিলালে যাচ্ছেন নেইমার
গত বিপিএলে শেখ রাসেল কেসির হয়ে খেলা জামাল ভূঁইয়াও বিপিএলে শেখ জামাল ডিসি, সাইফ এসসি ও চট্টগ্রাম আবাহনীর হয়ে এবং কলকাতা লিগে কলকাতা মোহামেডান এসসির হয়ে খেলেছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) তাকে ৪ ও ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার জন্য প্রাথমিক জাতীয় দলে অন্তর্ভুক্ত করেছে।
শুক্রবার পোস্ট করা ভিডিওতে ৩৩ বছর বয়সী এই খেলোয়ার বলেন, ‘আমি এখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমি আজ সোল দে মায়োতে সই করছি। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশ আমার ভালোবাসা। একজন বাংলাদেশি হিসেবে আমি সত্যিই গর্বিত। আমি আমার দক্ষতা ও পারফরম্যান্স দেখাতে চাই। আমি এখানে ভালো খেললে আশা করি দুই-তিন বা তার বেশি বাংলাদেশি এখানে এসে খেলবে’।
তিনি আরও বলেন, ‘আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারব। কারণ আমি অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। আমি নতুন শক্তি জোগাতে পারব। আমি আশা করি আমি সোল দে মায়োকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে পারব।’
আরও পড়ুন: এশিয়ান গেমস ফুটবল: চাপে বাংলাদেশ পুরুষ দল
পিছিয়ে থেকেও মালদ্বীপকে হারিয়ে সাফের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ
১ বছর আগে
আই-লিগ খেলতে কলকাতা পৌঁছেছেন জামাল ভূঁইয়া
কলকাতা মোহামেডানের হয়ে ভারতীয় আই-লিগের ২০২১-২২ মৌসুমে অংশ নিতে বৃহস্পতিবার কলকাতা পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
৩ বছর আগে
জামাল ভূঁইয়া করোনায় আক্রান্ত
ডেনমার্ক-বংশোদ্ভূত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া কাতারে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।
৪ বছর আগে