কাতারে ১৪ দিনের কোয়ারান্টাইন শেষে গত ১৯ ডিসেম্বর দোহায় কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে জামালের।
পরে গত ২২ ডিসেম্বর ঢাকায় ফেরার পর আবারও তার করোনাভাইরাস পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে। এর মধ্য দিয়ে ভারতীয় লিগে অংশ নেয়ার ক্ষেত্রে বাধা দূর হয় জামালের। আই-লিগ আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
ঢাকা লিগে সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা জামাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব থেকে তার পুরোনো ক্লাবের হয়েই খেলবেন।
এর আগে, গত ৪ ডিসেম্বর ফিফা বিশ্বকাপ ২০২২ এবং এএফসি এশিয়ান কাপ ২০২৩-এর যৌথ বাছাইপর্বে স্বাগতিক কাতারের বিপক্ষে খেলার পর চলতি মাসের প্রথম সপ্তাহে দেশে ফেরে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে ব্যক্তিগত কারণে কিছু দিন কাতারেই ছিলেন অধিনায়ক জামাল।
বাংলাদেশ ফুটবল দলের মধ্য মাঠের এ তারকা দেশে ফেরার আগে গত ১০ ডিসেম্বর দোহায় কোভিড-১৯ পরীক্ষা করান এবং তার ফল পজেটিভ আসে। যদিও তার শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ ছিল না। এরপর দোহার একটি হোটেলে ১৪ দিন কোয়ারেন্টাইনে ছিলেন জামাল।
আরও পড়ুন: শক্তিশালী কাতারের বিপক্ষে বড় ব্যবধানেই হারল বাংলাদেশ
কাতারের বিপক্ষে শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ