ভারতীয় চলচ্চিত্র
জয়া আক্তারের দি আর্চিস : অমিতাভের নাতি, শ্রীদেবী কন্যা, শাহরুখ কন্যা আসছেন রুপালি পর্দায়
খবরটি বলিউড মুভি ভক্তদের জন্য বেশ চমকপ্রদ। প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে কর্তৃত্ব করা তারকাদের পরবর্তী প্রজন্মরাও শুরু করতে যাচ্ছেন তাদের রুপালী পর্দার অধ্যায়। এ হৈচৈ-এর নেপথ্যে আছেন অমিতাভ বচ্চনের নাতি, শ্রীদেবী কন্যা এবং শাহরুখ কন্যা। আর এই ঐতিহাসিক ঘটনাটি সম্ভব হতে যাচ্ছে সিনেমা পরিচালক জয়া আক্তারের দি আর্চিস চলচ্চিত্রের মাধ্যমে। চলুন, এ ব্যাপারে আরও কিছু জেনে নেয়া যাক।
কিংবদন্তি তারকাদের নতুন প্রজন্ম
বচ্চন পরিবারের তৃতীয় প্রজন্মের পদচিহ্ন পড়তে যাচ্ছে বলিউডের জমকালো মঞ্চে। সরাসরি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করতে যাচ্ছেন অমিতাভ বচ্চনের প্রথম সন্তান শ্বেতা বচ্চনের ছেলে অগস্ত্য নন্দা। দাদুর কাছ থেকে অভিনন্দনসহ বচ্চন ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই ২১ বছর বয়সী অভিনেতা। অগস্ত্যর বাবা নিখিল নন্দা ভারতের ইঞ্জিনিয়ারিং কোম্পানি এস্কর্ট গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক।
পড়ুন: ১৮ বছরে পা দিলো শিশুদের প্রিয় সিসিমপুর
অগস্ত্যর সহশিল্পী হিসেবে থাকছেন ৮০ ও ৯০ দশকের খ্যাতনামা নায়িকা প্রয়াত অভিনয় শিল্পী শ্রীদেবীর কনিষ্ঠ কন্যা খুশী কাপুর। এখনো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা ২১ বছর বয়সী খুশী ইতোমধ্যে ইন্টারনেটে এক বিরাট ভক্ত গ্রুপ তৈরি করে ফেলেছেন। বড় বোন জাহ্নবী কাপুরও একজন স্বনামধন্য অভিনেত্রী এবং সঙ্গীতশিল্পী। বাবা বনি কাপুর বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক।
আরও একটি চমক হিসেবে থাকছেন বলিউড কিং শাহরুখ খান ও গৌরি খানের দ্বিতীয় সন্তান সুহানা খান। সুহানার বড় ভাই আরিয়ান খান ও ছোট ভাই ৯ বছরের আব্রাম খান। সুহানা ইতোমধ্যে ২০১৯ সালের দ্যা গ্রে পার্ট অফ ব্লু নামে একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন। এছাড়া বাকি স্টার কিডদের মত তিনিও ইন্টারনেটে বেশ পরিচিত একটি মুখ।
পড়ুন: বলিউড: অবশেষে গাঁটছড়া বাঁধলেন রণবীর, আলিয়া!
প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতা জয়া আখতার
জয়ার চলচ্চিত্র পরিচালনার শুরু ২০০৯-এর হিন্দি মুভি লাক বাই চান্স-এর মাধ্যমে। ২০১১ সালে জিন্দেগি না মিলেগি দোবারা’র মধ্য দিয়ে তিনি মুলধারার চলচ্চিত্র ভক্ত ও সমালোচকদের নজরে আসেন। ২০১৫ সালে ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার রীমা কাগতির সাথে দ্বৈতভাবে প্রতিষ্ঠা করেন মুভি নির্মাতা কোম্পানি টাইগার বেবি ফিল্ম্স। তার ২০১৯-এর গালিবয় মুভিটি ব্যাপকভাবে সমাদৃত হয়। তিনি একমাত্র নারী চলচ্চিত্র পরিচালক যিনি দুইবার সেরা মুভি নির্দেশনায় ফিল্ম ফেয়ার পুরস্কার জিতেছেন।
১০৭০ দিন আগে
‘জয় ভীম’: হলিউডকে পেছনে ফেলে আইএমডিবি রেটিং-এ শীর্ষে প্রথম ভারতীয় চলচ্চিত্র
দীপাবলির আগে অ্যামাজন প্রাইম ভিডিওতে চলতি মাসের ২ নভেম্বর মুক্তি পায় তামিল ছবি ‘জয় ভীম’। টুডি এন্টারটেইনমেন্ট স্ট্রিমিং পরিসেবা ২০২১ এর ৫ আগস্ট অ্যামাজন প্রাইম ভিডিওর সাথে পরপর চারটি ছবি রিলিজের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়৷ ‘জয় ভীম’ সেই চারটির মধ্যে প্রথম ছবি। চলচ্চিত্রটি তামিল ছাড়াও তেলেগু, মালায়ালাম, কন্নড় এবং হিন্দি ভাষায় মুক্তি পায়। এটিই সর্বপ্রথম ভারতীয় মুভি যেটি ৯.৫/১০ রেটিং নিয়ে আইএমডিবি’র সর্বোচ্চ রেটযুক্ত চলচ্চিত্রে পরিণত হয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে সাড়া ফেলে দেয়া এই মুভির বিস্তারিত নিয়েই আজকের বিনোদনধর্মী ফিচার।
বিচারপতি কে. চান্দ্রুর জীবনের গল্প ‘জয় ভীম’
ঘটনার প্রেক্ষাপটটি ১৯৯৩ সালে ইরুলার এক উপজাতি দম্পতি শিঞ্জিনি এবং রাজাকান্নুকে ঘিরে। রাজাকান্নুকে পুলিশ গ্রেপ্তার করে এবং পরে তিনি থানা থেকে নিখোঁজ হয়ে যান। অন্তঃসত্ত্বা শিঞ্জিনি স্বামীর বিচার চাইতে অ্যাডভোকেট চান্দ্রুর সরণাপন্ন হন। চান্দ্রু রাজাকান্নুকে জেলে নেয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পাশাপাশি সত্য অনুসন্ধানের জন্য ১৯৭৬ সালের ভারত জুড়ে জরুরি অবস্থা চলাকালীন পুলিশ দ্বারা নির্যাতনের মাধ্যমে কালিকাট প্রকৌশলী কলেজের ছাত্র রাজন হত্যার কথা উল্লেখ করেন।
আরও পড়ুন: সিয়াম-পূজা জুটি ও তাসকিনের অ্যাকশন থ্রিলার ‘শান’ দিয়ে শুরু হচ্ছে নতুন বছর
বিচারপতি কে. চান্দ্রুর সেই উপজাতি দম্পতির সুবিচারের জন্য আইনী লড়াইয়ের সত্য ঘটনা কে কেন্দ্র করেই ‘জয় ভীম’-এর গল্প।
তামিল মুভি ‘জয় ভীম’-এর নির্মাণের কথা
‘জয় ভীম’ মুভিটির পরিচালনা ও রচনা দুটোই করেছেন জে জ্ঞানভেল। টুডি এন্টারটেইনমেন্টের অধীনে মুভিটির প্রযোজনার কাজ করেছেন তামিলের জনপ্রিয় অভিনয় দম্পতি জ্যোথিকা এবং সুরিয়া।
২০২১ সালের এপ্রিলে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ছবিটি দৃশ্য ধারণ শুরু করে, যার অনেকগুলোই চেন্নাই এবং কোডাইকানালে শ্যুট করা হয়েছিল। করোনা মহামারির কারণে শ্যুটিং স্থগিত হওয়ার পর ২০২১ এর জুলাই মাসে আবার শুরু হয়। শ্যুটিং-এর সামগ্রিক কাজ শেষ হয় সেপ্টেম্বর নাগাদ।
আরও পড়ুন: বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বায়োপিক’
চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফিতে ছিলেন এস.আর. কাথির এবং সম্পাদনা করেছেন ফিলোমিন রাজ। মিউজিক ও ফিল্ম স্কোর করেছেন শন রোল্ডান। প্রোডাকশন ডিজাইনার জ্যাকি এবং স্টান্ট কো-অর্ডিনেটর জুটি আনবারিভও সিনেমাটির টেকনিক্যাল টীমের সদস্য ছিলেন। ২০২১ এর ২৩ জুলাই প্রথম লুক প্রকাশের সাথে ‘জয় ভীম’ ছবির শিরোনাম ঘোষণা করা হয়।
১২২৩ দিন আগে
সবাইকে পেছনে ফেলে এক নম্বরে প্রিয়াঙ্কা!
ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন দুনিয়ায় আইএমডিবির নির্বাচিত সেরা ১০ তারকার মধ্যে এক নম্বরে জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। খবর এই সময়।
১৯৪০ দিন আগে