বাস-মোটরসাইকেল সংঘর্ষ
বাস-মোটরসাইকেল সংঘর্ষে খুলনায় ১ ভাই নিহত, অপর ভাই আহত
খুলনায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ভাই নিহত এবং অপর ভাই আহত হয়েছেন। রবিবার রাত পৌনে ১১টার দিকে রূপসা সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে।
লাবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, নিহত আব্দুল আলীম (৫৫) টুটপাড়া মহিরবাড়ি ছোট খালপাড় এলাকার জাহিদুর রহমানের ছেলে। আহত ছোট ভাইর নাম আব্দুল জলিল।
আরও পড়ুন: মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নাটোরে এনজিও কর্মকর্তা নিহত
স্থানীয়রা জানায়, রাতে আব্দুল আলীম ও তার ছোটভাই আব্দুল জালিল মোটরসাইকেলে রূপসা হতে বাড়ি ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে তাদের মোটরসাইকেল রূপসা সেতুতে উঠলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সৌদি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় তারা দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল আলীমকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল জলিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: সাজেকে চাঁদের গাড়ি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২
ওসি জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও চালককে আটক করতে পারেনি পুলিশ। আব্দুল আলীমের লাশ খুমেক হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
২ বছর আগে
চট্টগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
চট্টগ্রামের চন্দনাইশে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী ও সন্তান নিহত হয়েছে।
৪ বছর আগে