বোমা উদ্ধার
বেনাপোল স্থলবন্দরে ২৩টি দেশীয় বোমা উদ্ধার
বেনাপোল স্থলবন্দরে ড্রেনের ভেতর থেকে ২৩টি দেশীয় বোমা উদ্ধার করা হয়েছে।
রবিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে স্থলবন্দর এলাকায় রাসায়নিক শেডের পশ্চিম পাশ থেকে বোমাগুলো উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বেনাপোল বন্দর এলাকার ৩৫ নম্বর রাসায়নিক শেডের কাছে একটি ড্রেনে বিপুল পরিমাণ দেশীয় বোমা মজুদ করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২৩টি দেশীয় বোমা উদ্ধার করে।
ওসি জানান, সেখানে কারা বোমা রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: বেনাপোল স্থলবন্দর থেকে ৪টি বোমা উদ্ধার
বেনাপোল সীমান্তে ৪ স্বর্ণের বার জব্দ, আটক ৩
১ বছর আগে
মেহেরপুরে হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে ১০টি হাতবোমা, বোমা তৈরির গান পাউডার, পেরেক ও গাঁজা উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়িয়া গ্রামের পূর্বপাড়ার একটি বাড়ির কক্ষে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এসব উদ্ধার করে গাংনী থানা পুলিশ।
এই ঘটনার পর বাড়ির মালিক হিজলবাড়িয়া গ্রামের রাজ্জাক আলীর ছেলে আব্দুল জাব্বারসহ পরিবারের লোকজন এখন পলাতক রয়েছেন।
আরও পড়ুন: বরিশালে বোমা তৈরির সময় বিস্ফোরণ: ‘কারিগরের’ দুই হাত বিচ্ছিন্ন
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) মাসুদের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুন ও সঙ্গীয় ফোর্সসহ রাত ৯টার দিকে আব্দুল জব্বারের বাড়িতে অভিযান শুরু করে। পরে টিনের ছাউনি ও চারদিকে পাটকাটির বেড়া দিয়ে ঘেরা ঘরের একটি কক্ষের ভেতরে অনেক লেপ কাঁথাসহ বিভিন্ন মালামালের নিচে মাটির হাড়ির ভেতর থেকে লাল কসটেপ মোড়ানো পাঁচটি হাত বোমা উদ্ধার করা হয়। পরে ঘরের একটি কোনায় একটি বাজারের ব্যাগের মধ্যে থেকে তিনটি ও একটি প্লাস্টিকের ড্রামের ভেতরে পলিথিন মোড়ানো আরও দু’টি হাত বোমা, হাতবোমা তৈরির প্রায় ১০০ গ্রাম গান পাউডার, পেরেক, প্রায় ১০০ গ্রাম গাঁজা, গাঁজা কাটার কোলকি ও অন্যান্য সরাঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে বিস্ফোরণ: দগ্ধ ভাইবোনের পর বাবার মৃত্যু
ওসি জানান, অভিযানের আগেই পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আব্দুল জাব্বার, তার স্ত্রী, ছেলে ইটভাটার ট্রলি চালক সোহেল রানা ও ছোট ছেলে সম্রাটকে নিয়ে পালিয়ে যায়।
আব্দুল জাব্বারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
২ বছর আগে
রাবি'র সেই পুকুর থেকে মর্টার শেল, রকেট লঞ্চার, ল্যান্ড মাইন উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে পাশের বধ্যভূমি এলাকার সেই পুকুর থেকে আরও দুটি মর্টার শেল, একটি রকেট লঞ্চার ও একটি ল্যান্ড মাইন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে পুলিশ এগুলো উদ্ধার করে।
মতিহার থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হাসান বলেন, দুপুরে এক যুবক বধ্যভূমি এলাকার পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে একটি মর্টার শেল পায়। পরে তিনি সেটি উদ্ধার করে পাশের পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এরপর পুলিশ ওই পুকুরে গিয়ে আরও একটি মর্টার শেল, একটি রকেট লঞ্চার ও একটি ল্যান্ড মাইন পায়। বোমাগুলো মুক্তিযুদ্ধকালীন বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: রাজশাহীতে পুকুর খননের সময় মর্টার শেল উদ্ধার
এগুলো সক্রিয় কিনা তা পরীক্ষা করতে বোমা বিশেষজ্ঞ টিমকে খবর দেয়া হয়েছে বলে জানায় পুলিশ।
এর আগে, গত ২৭ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একই জায়গা থেকে একটি মর্টার শেল পাওয়া যায়। পরদিন সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল সেটির বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করে।
৩ বছর আগে
শাহজালাল বিমানবন্দরে আরও একটি জিপি বোমা উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণাধীন এলাকায় চলমান পাইলিংয়ের সময় সোমবার আরও একটি ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমা উদ্ধার করা হয়েছে।
৩ বছর আগে
শাহজালাল বিমানবন্দরে আরও একটি ‘যুদ্ধকালীন বোমা’ উদ্ধার
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার ২৫০ কেজি ওজনের আরও একটি বোমা পাওয়া গিয়েছে যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল বলে মনে করা হচ্ছে।
৩ বছর আগে