রজনীকান্তের জন্মদিন
হৈচৈই করে বিমানেই কেক কেটে রজনীকান্তের জন্মদিন উদযাপন
ভারতের দক্ষিণাঞ্চলে দেবতাতুল্য রজনীকান্ত। অসামান্য অভিনয়দক্ষতা দিয়ে নামের পাশে জুড়ে নিয়েছেন ‘থালাইভা’ খেতাব। জনপ্রিয় এই অভিনেতার ৭০তম জন্মদিন ছিল ১২ ডিসেম্বর।এবারের তার জন্মদিনটি একটু অন্যরকমভাবে উদযাপন করা হয়েছে।
৪ বছর আগে