বিস্ফোরক
শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: অস্ত্র ও বিস্ফোরক মামলার রায় ১৮ এপ্রিল
২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরায় কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলায় নির্ধারিত দিনে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে আসামিপক্ষ।
আগামী ১৮ এপ্রিল মামলা দু’টির রায়ের দিন ঘোষণা করেছেন আদালত।
আরও পড়ুন: শেখ হাসিনার গাড়ি বহরে হামলা: খালাসের বিরুদ্ধে আপিল
বুধবার (১২ এপ্রিল) দুপুরে সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।
যুক্তিতর্ক উপস্থাপনকালে আদালতের কাঠগড়ায় বিএনপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৭ জন আসামি উপস্থিতি ছিলেন।
সাতক্ষীরা জজ আদালতের পিপি অ্যাড. আব্দুল লতিফ জানান, ১৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনও শেষ হয়েছে।
আগামী ১৮ এপ্রিল মামলার রায়ের দিন ঠিক করেছেন আদালত।
এ প্রসঙ্গে আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার আমিনুল ইসলাম জানান, ঘটনার দিন মামলার প্রধান আসামি সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার কলারোয়ায় ছিলেন না। তিনি সেদিন ঢাকাতে ছিলেন।
আমরা আশা করি, বিজ্ঞ আদালত এ বিষয়টি বিবেচনায় নিবেন।
প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষণের শিকার হওয়া এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান। সেখান থেকে যশোরে ফেরার পথে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে বিএনপি’র নেতা-কর্মীরা কলারোয়ায় দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহী বাস (সাতক্ষীরা-জ-০৪-০০২৯) রাস্তার উপরে আড়াআড়ি করে রেখে শেখ হাসিনার গাড়ি বহরের ওপর হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের এক ডজন নেতা-কর্মী আহত হন।
এ ঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতা-কর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির।
এছাড়া গত ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর দু’টি মামলার চার্জ গঠন করা হয়।
আরও পড়ুন: রিজেন্সির কবির-ফাহিমের জামিন বিষয়ে আদালতের ব্যাখ্যা তলব
পরিবেশের ডিজিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
১ বছর আগে
চুয়াডাঙ্গায় বিএনপির ১৭ নেতাকর্মী কারাগারে
বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় চুয়াডাঙ্গার বিএনপির ১৭ নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মো. জিয়া হায়দার জামিন না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: ধর্ষণ মামলায় পাবনা-২ এর সাবেক এমপি আরজু কারাগারে
জেল হাজতে যাওয়া ১৭ জন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, জেলা কৃষক দলের আহ্বায়কসহ ইউনিয়ন বিএনপির নেতা-কর্মী রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি রাতে দামুড়হুদা সদর ইউনিয়নের দশমী গ্রামের ফুটবল মাঠে বেশ কয়েকজন মিলে সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার জন্য জড়ো হন। তারা বিস্ফোরক দ্রব্য বোমা ও সরকারি সম্পত্তি ক্ষতি সাধনের উদ্দেশ্য অবস্থান করছিল। এ সময় দামুড়হুদা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে বোমা সাদৃশ্য বস্তু ও লাঠিসহ আটক করে।
পরে দামুড়হুদা থানার উপপরিদর্শক (এসআই) মো. সোয়াদ বিন মোবারক বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ আরও ৩০ জনকে অজ্ঞাত আসামি করে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। এ ঘটনায় এজাহার নামীয় ১৭ আসামি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পায়।
এছাড়া সোমবার (২৭ মার্চ) জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ নেন।
আরও পড়ুন: কাশিমপুর কারাগারে বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা: অভিনেত্রী মাহিয়া মাহিকে কারাগারে পাঠানো হয়েছে
১ বছর আগে
নওগাঁয় নাশকতা ও বিস্ফোরক মামলায় বিএনপির ৮ নেতাকর্মী কারাগারে
নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা পৃথক দুটি মামলায় নওগাঁর মান্দা ও মহাদেবপুর উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের আট নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে ওই আটজন জামিনের জন্য আবেদন করেন। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক ও বিশ্বজিৎ সরকার এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ২ হাজতির মৃত্যু
নওগাঁ সদর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জেড এইচ খান মানিক ও দেওয়ান মোস্তাকিন আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম ও জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান বাদশা।
মান্দা উপজেলা বিএনপির নেতা-কর্মীরা হলেন- মান্দা উপজেলা বিএনপির সদস্য মামুনুর রশিদ, গনেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বকুল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামসুল ইসলাম ও গনেশপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মিঠুন হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ নভেম্বর সন্ধ্যায় নওগাঁ শহরের কেডির মোড় এলাকায় আস্তান মোল্লা কলেজের সামনে সড়কে ককটেল বিস্ফোরণ ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সদস্য মোশাররফ হোসেন বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।
ওই মামলায় এজহারভুক্ত চার আসামি মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে আরও জানা যায়, ২৫ নভেম্বর রাতে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে মান্দা থানার পুলিশ ককটেলসহ কিছু দেশি অস্ত্র উদ্ধার করে।
ওই ঘটনায় মান্দা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বাদী হয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা হিসেবে ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত পাঁচ আসামি দুপুরে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চলতি সপ্তাহে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা নওগাঁ সদর, মান্দা, মহাদেবপুর, পত্নীতলা ও বদলগাছী থানার মামলায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ৩০ জন নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করে।
বিজ্ঞ আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। এছাড়া সবগুলো মামলা ২০২২ সালের নভেম্বর মাসে করা হয়।
আরও পড়ুন: বিস্ফোরক মামলা: বিএনপির সভাপতিসহ বিএনপির ৯ নেতা কারাগারে
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু
১ বছর আগে
নাটোরে বিস্ফোরক আইনে বিএনপির ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
নাটোরের লালপুরে বিএনপির দলীয় কার্যালয়ের পাশে পাঁচটি ককটেল ও দুইটি বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় ২৫ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করা হয়েছে।
লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রি হালদার ও স্থানীয় যুবলীগ কর্মী শরিফুল নেওয়াজ বাদী হয়ে শনিবার দিবাগত মধ্যরাতে পৌরসভা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলামসহ দলটির নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।
আরও পড়ুন: হবিগঞ্জে বিএনপির ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
মামলা সূত্র বলছে, শনিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বিএনপি কার্যালয়ের সামনে থেকে যুবলীগ নেতাকর্মীদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (লালপুর সার্কেল) শরীফ আল রাজীব বলেন, পরে তারা অফিসের পাশ থেকে পাঁচটি ককটেল ও দুটি বোমার মতো বস্তু উদ্ধার করে। পরে পুলিশ কার্যালয়টি সিলগালা করে দেয়।
এর আগে ১৫ নভেম্বর রাতে অভিযুক্ত নজরুল ইসলামের নেতৃত্বে সভা চলাকালে ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, এ ঘটনায় এখনও কাউকে ধরা হয়নি।
আরও পড়ুন: নাটোরে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড
সিলেটে বিএনপির ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে যুবলীগকর্মীর মামলা
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বিস্ফোরক মামলায় একজনের ১৭ বছর কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বিস্ফোরক মামলায় এক আসামিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অস্ত্র আইনে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন:খুলনায় আ.লীগ নেতা হত্যায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত তৌফিকুল ইসলাম (৩৮) জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কমলাকান্তপুর এলাকার মৃত সুলতান মন্ডলের ছেলে।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি আঞ্জুমান জানান, ২০১৪ সালের ২৯ মার্চ সকালে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সরকারের মোড় এলাকায় জনৈক আলমের টিনের ঘরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও তিন কেজি ৯৫০ গ্রাম গান পাউডারসহ তৌফিকুল ইসলামকে আটক করে।
তিনি আরও জানান, এ ঘটনায় র্যাব-৫ এর নায়েক সুবেদার কাজী আব্দুল বাছেদ বাদী হয়ে তৌফিকুল ইসলামকে আসামী করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রেজা সরকার একই বছরের ২৭ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি শেষ আদালত আজ এই মামলার রায় ঘোষণা করেন।
আরও পড়ুন:খুলনায় স্ত্রীর করা মামলায় স্বামীর ৭ বছর কারাদণ্ড
বরিশালে দুর্নীতির মামলায় বিদ্যুৎ বিভাগের ২ প্রকৌশলীর কারাদণ্ড
২ বছর আগে
নিউইয়র্কে রেলস্টেশনে ৫ জন গুলিবিদ্ধ
নিউইয়র্কের ব্রুকলিনের একটি পাতাল রেলস্টেশনে পাঁচজনকে গুলি করা হয়েছে। এসময় সেখান থেকে অবিস্ফোরিত বিস্ফোরক উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে এ হামলার ঘটনা ঘটেছে বলে শহরটির আইন প্রয়োগকারী সূত্র জানিয়েছে।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, সানসেট পার্কের আশেপাশের ৩৬ তম স্ট্রিট স্টেশনে ধোঁয়ার খবর পেয়ে ফায়ার কর্মীরা ওইস্থানে যায়। তারা সেখান থেকে গুলিবিদ্ধ একাধিক মানুষকে এবং অবিস্ফোরিত বিস্ফোরক উদ্ধার করে।
আরও পড়ুন: মারিউপোলে ১০ হাজারের বেশি বেসামরিক লোক নিহত: মেয়র
একাধিক আইন প্রয়োগকারী সূত্র জানায়, প্রাথমিক তথ্যে জানা যায় সন্দেহভাজন হামলাকারী নির্মাণ শ্রমিকদের পোশাক এবং গ্যাস মাস্ক পরা ছিল।
ঘটনাস্থল থেকে একটি ছবিতে দেখা গেছে যে লোকেরা স্টেশনের মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত যাত্রীদের উদ্ধার করছে।
এঘটনার কারণে সকালে এই স্টেশনের ট্রেন চলাচল বিলম্বিত হয়।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের অফিসে তাৎক্ষণিকভাবে এর বেশি কিছু জানায়নি।
আরও পড়ুন: বাইডেন-মোদি ভার্চুয়াল বৈঠক আজ
রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা: কড়া জবাব চায় ইউক্রেন
২ বছর আগে
বেনাপোল বন্দর দিয়ে ১২০ মেট্রিক টন বিস্ফোরক আমদানি
বেনাপোল বন্দর দিয়ে ভারতের নাগপুর থেকে ১২০ মেট্রিক টন ওজনের ১০ ট্রাক বিস্ফোরক আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।
৩ বছর আগে
গাজীপুরে ধ্বংস করা হবে গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য
রাজেন্দ্রপুর সেনানিবাসের সেন্ট্রাল অ্যামিউনিশন ডেপো (সিএডি) গাজীপুরের শ্রীপুর থানার শিরিশগুড়ি গ্রামে সিএডি ডেমোলিশন গ্রাউন্ডে অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করবে।
৪ বছর আগে