আগামী ২৭ ডিসেম্বর হতে ২১ জানুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে মঙ্গলবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে আরও একটি ‘যুদ্ধকালীন বোমা’ উদ্ধার
আরও পড়ুন: ঢাকায় বিমানবন্দরে মিলল ২৫০ কেজির বোমা
গোলাবারুদ ও বিস্ফোরক ধ্বংস করার এলাকাটি ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশের মাওনা বাজার পয়েন্ট হতে ৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
উল্লেখিত তারিখে প্রতিদিন সকাল ৭টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হবে। এ কার্যক্রম চলাকালীন ডেমোলিশন গ্রাউন্ডের চারপাশের ৪ কিলোমিটারের মধ্যে জনসাধারণ বা অন্য কোনো গৃহপালিত প্রাণীর চলাচল অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ।
এমন অবস্থায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে উল্লেখিত সময়কালে ওই এলাকায় জনসাধারণ ও গৃহপালিত প্রাণীর চলাচল না করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: বেনাপোল বন্দরে বোমা বিস্ফোরণ, বন্দরজুড়ে আতংক
আরও পড়ুন: ‘বোমা তৈরির’ সময় বিস্ফোরণে বরিশালে আহত ১
আরও পড়ুন: চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪