বাংলদেশ
মিয়ানমার থেকে আর কোন শরণার্থী নয়: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্বে আর কোন রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না।
শনিবার চা-শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের পর তিনি সাংবাদিকদের জানান, ‘এখন পর্যন্ত যে তথ্য আছে তাতে তারা বাংলাদেশ অভিমুখে অগ্রসর হচ্ছে না।’
মোমেন বলেন, সম্প্রতি মিয়ানমারে দেশটির জান্তা বাহিনী ও বিভিন্ন সশস্ত্র দলের মধ্যে সংঘাত চলছে।
এসব ঘটনার সময় মিয়ানমারের নাগরিকরা নৃশংসতার ভয়ে বাংলাদেশের দিকে ছুটে আসে।
মোমেন বলেন, বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ইতোমধ্যে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে যাতে কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে।
শনিবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ধুমধুম ইউনিয়নের রেজু আমতলি বিজিবি বিওপি ৪০ ও ৪১ নম্বর পিলারের কাছে মিয়ানমারের দুটি হেলিকপ্টার ও দুটি বিমানকে দেখা যায়।
আরও পড়ুন:মিয়ানমারকে সতর্ক করেছে সরকার: মর্টার শেল ছোড়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী
স্থানীয়রা জানান, হেলিকপ্টার থেকে গুলি ও দুটি মর্টার শেল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ছোড়া হয়।
নাইক্ষ্যংছড়ি পয়েন্টে গুলির খবরে আইনশৃঙ্খলা বাহিনী মিয়ানমার বাংলাদেশ সীমান্তে পূর্ব সতর্কতা অবলম্বন করেছে।
শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহারিয়ার আলম ইউএনবিকে বলেন, পররাষ্ট্রমন্ত্রণালয় বাংলাদেশে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিয়াউ মো কে ডেকে ওই ঘটনার জন্য কঠোর প্রতিবাদ জানিয়েছে।
গেল আগস্ট মাসে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে দুটি মর্টারশেল নিক্ষেপের ঘটনায় মিয়ানমারকে দুইবার কঠোর প্রতিবাদ জানিয়েছিল।
পররাষ্ট্রমন্ত্রণালয় গত সোমবার মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিয়াউ মো কে ডেকে পাঠায় এবং বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের মর্টারশেল নিক্ষেপের একদিন পরই কঠোর প্রতিবাদ জানিয়েছিল।
আরও পড়ুন: মিয়ানমারের মর্টার শেল ছোড়ার তীব্র প্রতিবাদ জানাল ঢাকা
২ বছর আগে
বাংলদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে: জিএম কাদের
বিদেশি ঋণ নিয়ে মেগা প্রকল্প বাস্তবায়নের কারণে বাংলাদেশের অবস্থাও শ্রীলঙ্কার মতো হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার অনেক মিল রয়েছে। দু’দেশই বিদেশ থেকে রেমিটেন্স গ্রহণ করে, পর্যটন ও গার্মেন্টস শিল্প থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে।’
বৃহস্পতিবার এক আলোচনা সভায় জাতীয় পার্টির প্রধান আরও বলেন, কোভিড মহামারি এবং ইউক্রেন যুদ্ধের কারণে শ্রীলঙ্কা দেউলিয়া হয়নি।
তিনি বলেন, ‘শ্রীলঙ্কায় প্রায় দশ বছর ধরে গৃহযুদ্ধ চলেছে, কিন্তু সে কারণে দেশটি দেউলিয়া হয়নি। বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়ে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে।’
দলের প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে জাতীয় পার্টি।
জিএম কাদের বলেন, ‘ঋণের ওপর নির্ভর করে ২০২২-২৩ সালের জাতীয় বাজেট দেয়া হয়েছে। এ জন্য আমরা সরকারকে ব্যবস্থাপনা ব্যয় কমানোর জন্য অনুরোধ করেছি, কিন্তু এ বিষয়ে সরকার কোনো উদ্যোগ নেয়নি।’
তিনি অভিযোগ করে বলেন, অহেতুক ফূর্তি করতে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে।
তিনি বলেন, সরকার গত অর্থবছরে লক্ষ্যমাত্রা অনুযায়ী জনগণের কাছ থেকে কর আদায় করতে পারেনি। সাধারণ মানুষ কর দিতে না পারলে এবার পরিস্থিতি আরও খারাপ হবে।
সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেন, সরকার বৈদেশিক ঋণ নিয়ে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। যখন সুদসহ ঋণ শোধ করতে হবে, তখন দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে।
পড়ুন: এরশাদের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত
তিনি বলেন, ৩০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করা হলে প্রতিদিন ১ কোটি টাকা হারে বছরে ৩৬৫ কোটি টাকা আয় করলে আসল ঋণ পরিশোধ করতে ৯০ বছর সময় লাগবে।
কাদের বলেন, ‘সুদসহ বৈদেশিক ঋণ পরিশোধ করতে গিয়ে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে।’
জাতীয় পার্টির প্রধান বলেন, ঋণ নির্ভরতার কারণে বাংলাদেশের ব্যাংকগুলো তারল্য সংকটে পড়েছে। পরিচালন ব্যয় না কমালে সরকারকে ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে। এ কারণে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে।
দেশে মেগা প্রকল্পের নামে জনগণের টাকা লুটপাট চলছে বলেও মন্তব্য করেন তিনি। দেশ থেকে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে।
কাদের বলেন, সরকার এখন করের বিনিময়ে অবৈধভাবে অর্জিত হাজার হাজার কোটি কোটি টাকা বৈধ করার পথ বের করেছে। পৃথিবীর কোথাও এমন নজির নেই। কর দিয়ে যদি অপরাধ মাফ হয়, তাহলে খুন-ডাকাতি করেও করের মাধ্যমে বৈধ করা যাবে।
যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
পড়ুন: বিদেশিদের কাছে নয়, জনগণের কাছে যান: বিএনপিকে তথ্যমন্ত্রী
২ বছর আগে
ঢাকায় পৌঁছেছে গাফফার চৌধুরীর মরদেহ
অমর একুশের গানের রচয়িতা দেশবরেণ্য সাংবাদিক, লেখক, কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী মরদেহ শনিবার ঢাকায় পৌঁছেছে।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, লন্ডন থেকে গাফফার চৌধুরীর মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বেলা ১১টা ০৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
আরও পড়ুন: মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শনিবার গাফফার চৌধুরীর দাফন
সরকারের গার্ড অব অনার প্রদান এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর বিকাল ৪টায় সাংবাদিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ জাতীয় প্রেসক্লাবে নিয়ে যাওয়া হবে।
বিকাল সাড়ে ৫টার দিকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আবদুল গাফফার চৌধুরীকে দাফন করা হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সার্বিক সহযোগিতায় আবদুল গাফ্ফার চৌধুরী স্ত্রীর চিকিৎসার জন্য ১৯৭৪ সালে লন্ডনে যান।
আরও পড়ুন: জাতীয় প্রেস ক্লাবে আব্দুল গাফফার চৌধুরীর জানাজা শনিবার
সেখানকার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯ মে প্রবীণ এই সাংবাদিক ৮৮ বছর বয়সে মারা যান।
পরের দিন লন্ডনের ব্রিক লেন মসজিদে প্রথম নামাজে জানাজার পর ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায় ও অন্যান্য অনুরাগীরা বিশিষ্ট লেখক ও কলামিস্ট গাফফার চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানান। তিনি ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান লেখার জন্য সর্বাধিক পরিচিত।
২ বছর আগে
শিগগির শুরু হচ্ছে হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরের নির্মাণ কাজ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লায় স্থলবন্দরের নির্মাণ কাজ শিগগির শুরু হচ্ছে। ইতোম্যেধ এর জন্য অধিগ্রহণকৃত ভূমির দখলনামা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
৪ বছর আগে