বিদেশি ঋণ নিয়ে মেগা প্রকল্প বাস্তবায়নের কারণে বাংলাদেশের অবস্থাও শ্রীলঙ্কার মতো হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার অনেক মিল রয়েছে। দু’দেশই বিদেশ থেকে রেমিটেন্স গ্রহণ করে, পর্যটন ও গার্মেন্টস শিল্প থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে।’
বৃহস্পতিবার এক আলোচনা সভায় জাতীয় পার্টির প্রধান আরও বলেন, কোভিড মহামারি এবং ইউক্রেন যুদ্ধের কারণে শ্রীলঙ্কা দেউলিয়া হয়নি।
তিনি বলেন, ‘শ্রীলঙ্কায় প্রায় দশ বছর ধরে গৃহযুদ্ধ চলেছে, কিন্তু সে কারণে দেশটি দেউলিয়া হয়নি। বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়ে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে।’
দলের প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে জাতীয় পার্টি।
জিএম কাদের বলেন, ‘ঋণের ওপর নির্ভর করে ২০২২-২৩ সালের জাতীয় বাজেট দেয়া হয়েছে। এ জন্য আমরা সরকারকে ব্যবস্থাপনা ব্যয় কমানোর জন্য অনুরোধ করেছি, কিন্তু এ বিষয়ে সরকার কোনো উদ্যোগ নেয়নি।’
তিনি অভিযোগ করে বলেন, অহেতুক ফূর্তি করতে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে।
তিনি বলেন, সরকার গত অর্থবছরে লক্ষ্যমাত্রা অনুযায়ী জনগণের কাছ থেকে কর আদায় করতে পারেনি। সাধারণ মানুষ কর দিতে না পারলে এবার পরিস্থিতি আরও খারাপ হবে।
সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেন, সরকার বৈদেশিক ঋণ নিয়ে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। যখন সুদসহ ঋণ শোধ করতে হবে, তখন দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে।
পড়ুন: এরশাদের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত
তিনি বলেন, ৩০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করা হলে প্রতিদিন ১ কোটি টাকা হারে বছরে ৩৬৫ কোটি টাকা আয় করলে আসল ঋণ পরিশোধ করতে ৯০ বছর সময় লাগবে।
কাদের বলেন, ‘সুদসহ বৈদেশিক ঋণ পরিশোধ করতে গিয়ে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে।’
জাতীয় পার্টির প্রধান বলেন, ঋণ নির্ভরতার কারণে বাংলাদেশের ব্যাংকগুলো তারল্য সংকটে পড়েছে। পরিচালন ব্যয় না কমালে সরকারকে ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে। এ কারণে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে।
দেশে মেগা প্রকল্পের নামে জনগণের টাকা লুটপাট চলছে বলেও মন্তব্য করেন তিনি। দেশ থেকে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে।
কাদের বলেন, সরকার এখন করের বিনিময়ে অবৈধভাবে অর্জিত হাজার হাজার কোটি কোটি টাকা বৈধ করার পথ বের করেছে। পৃথিবীর কোথাও এমন নজির নেই। কর দিয়ে যদি অপরাধ মাফ হয়, তাহলে খুন-ডাকাতি করেও করের মাধ্যমে বৈধ করা যাবে।
যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
পড়ুন: বিদেশিদের কাছে নয়, জনগণের কাছে যান: বিএনপিকে তথ্যমন্ত্রী