কনসার্ট ফর মাইগ্রেন্টস
নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বাড়াতে ‘কনসার্ট ফর মাইগ্রেন্টস’ শনিবার
বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বাড়াতে ১৮ ডিসেম্বর ‘কনসার্ট ফর মাইগ্রেন্টস’ নামে একটি ভার্চুয়াল কনসার্ট আয়োজন করবে।
দ্বিতীয়বারের মতো হতে যাওয়া কনসার্টের লক্ষ্য হলো অভিবাসী ও তাদের সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং তথ্য ও বিনোদনের মাধ্যমে নিরাপদ অভিবাসনকে উৎসাহিত করা।
প্রথম ‘কনসার্ট ফর মাইগ্রেন্টস’ ২০২০ সালে অনুষ্ঠিত হয় যেখানে ২০ টিরও বেশি দেশের ৪০ লাখেরও বেশি দর্শক ভার্চুয়ালি যুক্ত হয়।
সারাবিশ্বে কর্মরত প্রায় ৭৪ লাখের মতো বাংলাদেশি প্রবাসী এ কনসার্টের মাধ্যমে যুক্ত হতে পারবে এবং কনসার্টটি দেখতে পারবে।
আরও পড়ুন: চ্যানেল আই প্রাঙ্গণে বিজয় মেলা: মুক্তিযোদ্ধাদের সম্মাননা
ভার্চুয়াল এ কনসার্টে গান পরিবেশন করবেন কুমার বিশ্বজিৎ, ফজলুর রহমান বাবু, শিরোনামহীন, লুইপা, আসিফ আকবর, কুদ্দুস বয়াতি, নন্দিতা, প্রীতম আহমেদ, মাশা ইসলামসহ জনপ্রিয় শিল্পীরা।
এ কনসার্টে বেশিরভাগ লোকসঙ্গীত ও সমসাময়িক সঙ্গীত পরিবেশন করা হবে। মূলত যে গানগুলো সম্পর্কে অভিবাসী, তাদের পরিবার ও সাধারণ সম্প্রদায়ের মধ্যে আগ্রহ রয়েছে।
বাংলাদেশের অভিবাসী শ্রমিকরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশ বর্তমানে বিশ্বের অষ্টম সর্বোচ্চ রেমিটেন্স অর্জনকারী দেশ এবং ১৯৭৬ সাল থেকে অভিবাসীরা ২৪৯ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।
আইওএম বাংলাদেশের অফিসার ইনচার্জ ফাতিমা নুসরাথ গাজ্জালি বলেন, ‘আন্তর্জাতিক অভিবাসন দিবসে, এই কনসার্টের মাধ্যমে দেশে ও বিদেশে অবদান রাখা বাংলাদেশি প্রবাসীদের আমরা সম্মান জানানোর সুযোগ পেয়েছি।’
তিনি বলেন, নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের গুরুত্ব সম্পর্কে এই কনসার্ট দর্শকদের অবহিত করবে এবং একইসঙ্গে বিনোদন দেবে।
আরও পড়ুন: ওজন কমাতে ১০ কার্যকরী পানীয়
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান সংরক্ষণের ব্যবস্থা নেয়া হোক: সুজেয় শ্যাম
কনসার্টকে সামনে রেখে কুমার বিশ্বজিৎ এক ভিডিও বার্তায় বলেন, ‘অনুগ্রহ করে কোনো ফাঁদে পা দেবেন না এবং বিদেশে অভিবাসনের সময় মানব পাচারের শিকার হবেন না। একটি সচেতন সিদ্ধান্ত নেয়াই নিরাপদে বিদেশে পাড়ি দেওয়ার সর্বোত্তম উপায়।’
অভিনেতা ও গায়ক ফজলুর রহমান বাবু বলেন, ‘অভিবাসন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। কিন্তু এরপরও অনেক অভিবাসী অবৈধভাবে বিদেশে যাচ্ছেন।’
৩ বছর আগে
বাংলাদেশি ৮০ লাখ অভিবাসীর জন্য শুক্রবার ভার্চ্যুয়াল কনসার্ট
আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০ উপলক্ষ্যে শুক্রবার জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম অভিবাসীদের জন্য আয়োজন করছে এক ভার্চ্যুয়াল কনসার্টের, যার নাম ‘কনসার্ট ফর মাইগ্রেন্টস’।
৪ বছর আগে