চালকের সহকারী
গাজীপুরে লরিচাপায় চালকের সহকারীর নিহত
গাজীপুরের পূবাইলে কন্টেইনার লরির (লং ভেহিক্যাল) নিচে চাপা পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন (২২) ভোলা সদর থানার উত্তর দিঘলদী এলাকার বিল্লাল হোসেনের ছেলে ও ওই লরি চালকের সহকারী ছিলেন। লরি চালক ভোলা সদরের বড় সামাইয়া এলাকার আ. গনির ছেলে রহিম (৩৫)। তিনি সম্পর্কে নিহত ইয়ামিনের ভগ্নিপতি।
আরও পড়ুন: নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর মৃত্যু
লরিচালক রহিম জানান, চট্টগ্রাম থেকে গার্মেন্টসের পণ্য বোঝাই কন্টেইনার নিয়ে লরি চালিয়ে তিনি ঢাকা বাইপাস সড়ক হয়ে ঢাকার সাভারে যাচ্ছিলেন। পথে কাঞ্চন-ভোগড়া সড়কের পূবাইলের আমতলী এলাকায় পৌঁছালে রাস্তায় যানজট (জ্যাম) থাকায় গাড়ি কিছুটা ধীরগতিতে চলছিল। এ সময় ইয়ামিন লরি থেকে নিচে নামে। সড়কে গাড়ির জট (জ্যাম) কিছুটা কমলে লরি সামনের দিকে যাওয়ার পথে ইয়ামিন দৌড়ে লরিতে উঠার চেষ্টা করে। এসময় ইয়ামিন লরি থেকে নিচে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে লরির চাকার নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
এ বিষয়ে মেট্রো পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান জানান, দুর্ঘটনার পর সকাল সাড়ে দশটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ বছর আগে
রাজধানীতে বাসচালকের সহকারীর মৃত্যু
রাজধানীর উত্তরা এলাকায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক বাসচালকের সহকারীর মৃত্যু হয়েছে।
৪ বছর আগে