চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
চট্টগ্রামে ৪৫১ গ্রাম স্বর্ণ জব্দ, প্রবাসী আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫১ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়েছে। এ সময় এক প্রবাসীকে আটক করার দাবি করেছে পুলিশ।
রবিবার (১৭ মার্চ) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আটক যাত্রী মোহাম্মদ নেজাম উদ্দিন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা।
আরও পড়ুন: সিলেটে ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
ক্যাপ্টেন জানান, সকালে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে নামেন ওই প্রবাসী। এ সময় এনএসআই টিম তার সঙ্গে থাকা স্কচটেপ দিয়ে মোড়ানো ব্যাগটি তল্লাশি করে ব্যাগের ভেতরে গুঁড়ো করা স্বর্ণ উদ্ধার করে।
বিমানবন্দর সূত্র জানায়, তার কাছে ২৩৫ গ্রাম নিখাদ স্বর্ণের গুঁড়ো (২৪ ক্যারেট) এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) এবং ১টি স্বর্ণবার (২৪ ক্যারেট, ১১৬ দশমিক ৫ গ্রাম) পাওয়া যায়। যার ওজন ৪৫১ গ্রাম। বাজার মূল্য ৩৯ লাখ ৮৫ হাজার ৪২০ টাকা। স্বর্ণগুলো বিমানবন্দর কাস্টমসকে জমা দেওয়া হয়েছে।
এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় বিমানবন্দর কাস্টমস কর্তৃক ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বিমানবন্দরে প্রবাসী আটক, সোয়া কেজি স্বর্ণ জব্দ
৮ মাস আগে
৪১৯ হজযাত্রী নিয়ে চট্টগ্রাম ছেড়েছে প্রথম হজ ফ্লাইট
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট ছেড়ে গেছে। মঙ্গলবার (২৩ মে) ভোর ৪টার দিকে মদিনার উদ্দেশে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।
এ সময় ফ্লাইট উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ও মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
এবারের হজ মৌসুমে চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের ২২টি ডেডিকেটেড ফ্লাইট মদিনা ও জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (হাব) চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান মো. শাহ আলম জানান, চলতি হজ মৌসুমে চট্টগ্রাম থেকে মদিনা ও জেদ্দায় ২২টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এসব ফ্লাইটে ১০ হাজার ৫০০ হজযাত্রী বহন করা হবে। আগামী ২২ জুন চট্টগ্রাম থেকে সর্বশেষ হজ ফ্লাইট যাবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ৪১৫ হজযাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে প্রথম ফ্লাইট
গতবছর চট্টগ্রাম থেকে জেদ্দা ও মদিনা রুটে ১১টি ফ্লাইট গেলেও এবার ১১টি বাড়িয়ে ২২টি করা হয়েছে। এর মধ্যে ছয়টি যাবে মদিনায়।
বাংলাদেশ বিমানের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক সজল বড়ুয়া জানান, চট্টগ্রামের হজযাত্রীদের সুষ্ঠুভাবে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের নানা দিক নির্দেশনাও দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, হজযাত্রীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে পবিত্র হজ পালন করতে পারেন সেজন্য আমরা সচেষ্ট।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা এক লাখ ২২ হাজার ২১১ জন। তাদের মধ্যে অর্ধেক ৬১ হাজার ১১১ জন যাত্রীকে বাংলাদেশ বিমান এবং বাকি অর্ধেক সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স কর্তৃপক্ষ বহন করবে। হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ১৬২টি ফ্লাইট পরিচালনা করবে।
জানা গেছে, গত বছর চট্টগ্রাম থেকে হজযাত্রীর সংখ্যা ছিল পাঁচ হাজার। এবার সংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে।
আরও পড়ুন: ২০১৪ সাল থেকে ১৯১৮ জন হজযাত্রী সরকারি খরচে হজ করেছেন: প্রতিমন্ত্রী
১ বছর আগে
চট্টগ্রাম বিমানবন্দরে ৪২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক
বিভিন্ন দেশের ৪২ লাখ টাকার সমমূল্যের মুদ্রাসহ মঙ্গলবার রাতে দুবাইগামী এক বিমানযাত্রীকে আটক করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী।
৪ বছর আগে
শাহ আমানতে ১০ কোটি টাকা মূল্যের ১৬০টি স্বর্ণের বার উদ্ধার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান থেকে বৃহস্পতিবার ১০ কোটি টাকা মূল্যের ১৮ কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।
৪ বছর আগে
৯ কেজি স্বর্ণের বারসহ শাহ আমানতে যাত্রী আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৮২টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
৪ বছর আগে
চট্টগ্রামে আটকে পড়া ১৭ চীনা নাবিক ফিরে যাচ্ছেন নিজ দেশে
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডের স্ক্রাপ জাহাজে পাঁচদিন ধরে আটকে থাকার পর অবশেষে নিজ দেশে ফিরে যাচ্ছেন ১৭ চীনা নাবিক।
৪ বছর আগে
চট্টগ্রামে নামতে না পেরে বিমান চলে গেছে কলকাতায়!
ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।
৪ বছর আগে
শাহ আমানত বিমানবন্দরে ইয়াবাসহ সৌদিগামী যাত্রী আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ হাজার ৭২০ পিস ইয়াবাসহ সৌদি আরবগামী এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দরে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা।
৪ বছর আগে
চট্টগ্রাম বিমানবন্দরে ২০টি স্বর্ণের বারসহ যাত্রী আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার সকালে ২০টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।
৪ বছর আগে