টাকা লুট
অজ্ঞান পার্টির কবলে দুই পরিবার, স্বর্ণালঙ্কার ও টাকা লুট
ঝিনাইদহে দুটি পরিবারের পাঁচ সদস্যকে অজ্ঞান করে অন্তত ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২৫ মার্চ) দিবাগত রাতে শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে ঘরের দরজা ভেঙে চেতনানাশক ঔষধ স্প্রে করে তাদের অজ্ঞান করে লুট করে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল (সোমবার) রাত ২টার দিকে দুর্বৃত্তরা ওই গ্রামের ব্যবসায়ী বিজু চাকী ও সুমন চাকীর বাড়িতে প্রবেশ করে চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অজ্ঞান করে বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। পরে ভোরে স্থানীয়রা দুই পরিবারের সদস্যদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘ঘটনাটি শুনেছি। পুলিশ পাঠিয়েছি। অজ্ঞান পাটির সদস্যদের আটক করতে পুলিশ কাজ করছে।’
৮ ঘণ্টা আগে
বরিশালের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লাখ টাকা লুটের অভিযোগ
বরিশালের হিজলায় শুক্রবার রাতে একটি জুতার দোকানে হামলা ও ভাঙচুর চালিয়ে দুই লাখ টাকা লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় তারেক হোসেন (৩৫) নামে এক জুতা ব্যবসায়ীকে মারধর করা হয়।
আরও পড়ুন: বরিশালে পুলিশ ফাঁড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৭
স্থানীয় ব্যবসায়ী রাহাতুল ইসলাম জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে রিপন ব্যাপারী নামে একজন ক্রেতা হিজলা বন্দরে তারেকের জুতার দোকানে জুতা কেনার জন্য আসেন। জুতা দেখার সময় ক্রেতা রিপন ব্যাপারী একটি স্যান্ডেল চাপ দিয়ে ভেঙে ফেলেন। এনিয়ে দোকান মালিক তারেকের সঙ্গে ক্রেতা রিপনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানদার তারেক ক্রেতা রিপনকে দোকান থেকে বের হয়ে যেতে বললে রিপন ক্ষিপ্ত হয়। এরপর রাত ৭টার দিকে ১০ জনকে সঙ্গে নিয়ে ওই দোকানে হামলা চালিয়ে দোকানটি ব্যাপক ভাঙচুর এবং দোকানদার তারেককে ব্যাপক মারধর করে। আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
আরও পড়ুন: শাহজাহানপুরে জোড়া খুন: প্রধান আসামি গ্রেপ্তার
ঘটনার পর আহত ব্যবসায়ী তারেককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া বলেন, দু’পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেব। এখনও কোনো পক্ষের অভিযোগ মামলা হিসেবে নথিভূক্ত করা হয়নি। ব্যবসায়ী তারেক আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
১০৬৭ দিন আগে
লক্ষ্মীপুরে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত, স্ত্রী আহত
লক্ষ্মীপুরে মুখোশ পরা ডাকাতদলের হামলায় মনির হোসেন নামে এক ব্যবসায়ী গৃহকর্তা নিহত এবং তার স্ত্রী মনিরা বেগম গুরুত্বর আহত হয়েছেন।
১৫৫৮ দিন আগে