টাকা লুট
বরিশালের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লাখ টাকা লুটের অভিযোগ
বরিশালের হিজলায় শুক্রবার রাতে একটি জুতার দোকানে হামলা ও ভাঙচুর চালিয়ে দুই লাখ টাকা লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় তারেক হোসেন (৩৫) নামে এক জুতা ব্যবসায়ীকে মারধর করা হয়।
আরও পড়ুন: বরিশালে পুলিশ ফাঁড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৭
স্থানীয় ব্যবসায়ী রাহাতুল ইসলাম জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে রিপন ব্যাপারী নামে একজন ক্রেতা হিজলা বন্দরে তারেকের জুতার দোকানে জুতা কেনার জন্য আসেন। জুতা দেখার সময় ক্রেতা রিপন ব্যাপারী একটি স্যান্ডেল চাপ দিয়ে ভেঙে ফেলেন। এনিয়ে দোকান মালিক তারেকের সঙ্গে ক্রেতা রিপনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানদার তারেক ক্রেতা রিপনকে দোকান থেকে বের হয়ে যেতে বললে রিপন ক্ষিপ্ত হয়। এরপর রাত ৭টার দিকে ১০ জনকে সঙ্গে নিয়ে ওই দোকানে হামলা চালিয়ে দোকানটি ব্যাপক ভাঙচুর এবং দোকানদার তারেককে ব্যাপক মারধর করে। আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
আরও পড়ুন: শাহজাহানপুরে জোড়া খুন: প্রধান আসামি গ্রেপ্তার
ঘটনার পর আহত ব্যবসায়ী তারেককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া বলেন, দু’পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেব। এখনও কোনো পক্ষের অভিযোগ মামলা হিসেবে নথিভূক্ত করা হয়নি। ব্যবসায়ী তারেক আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
২ বছর আগে
লক্ষ্মীপুরে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত, স্ত্রী আহত
লক্ষ্মীপুরে মুখোশ পরা ডাকাতদলের হামলায় মনির হোসেন নামে এক ব্যবসায়ী গৃহকর্তা নিহত এবং তার স্ত্রী মনিরা বেগম গুরুত্বর আহত হয়েছেন।
৪ বছর আগে