নিহত ব্যক্তি মাটি ব্যবসায়ী এবং স্থানীয় আলী আহমদ বসুর ছেলে। তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার ভোর রাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের অন্য সদস্যদের বেঁধে রেখে ডাকাতরা নিহতের বাসা থেকে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়ার অভিযোগ রয়েছে।
চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় আটক ৬
নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, মনির দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন ইটভাটায় মাটি সরবরাহ করে আসছিলেন। বৃহস্পতিবার ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে নিজ ঘরে রাখেন তিনি। শুক্রবার ভোর রাতে তার ঘরের দরজা ভেঙ্গে ১০-১২ জনের মুখোশ পরা ডাকাতদল ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত, পা ও মুখ বেঁধে ফেলে এবং ব্যাংক থেকে উঠানো ওই দুই লাখ টাকা বের করে দিতে বলে। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় মনির ও তার স্ত্রীকে কুপিয়ে আহত করে ডাকাতরা। পরে ওই টাকা ও নগদ স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে যায় তারা।
র্যাব ও পুলিশ পরিচয়ে ডাকাতি, ছিনতাই: আটক ৩
মনির ও তার স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় পরে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকায় নেয়ার পথে মারা যায় মনির।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া জানান, ডাকাতের হামলায় ব্যবসায়ী মনির নিহত ও তার স্ত্রী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত আছে।
মেঘনায় লঞ্চ ডাকাতি, যাত্রীদের সর্বস্ব লুট
এর আগে বৃহস্পতিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল এলাকায় ফের লঞ্চে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে লঞ্চে থাকা প্রায় ৬০-৭০ যাত্রীর সাথে থাকা সর্বস্ব লুটে নিয়েছে ডাকাতরা।
সোনালী ব্যাংকে দিন দুপুরে ফিল্মি স্টাইলে ডাকাতি
বেলতলি (মতলব উত্তর) নৌপুলিশের ইনচার্জ আবু তাহের খান ও মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দীন জানান, বুধবার নারায়ণগঞ্জ থেকে বিকাল সোয়া ৫টার দিকে এমএল হৃদয় লঞ্চটি মতলবের উদ্দেশ্যে ছেড়ে আসে। মতলবের ষাটনল কাছাকাছি লঞ্চটি আসলে আনুমানিক ৭টার দিকে একটি স্পিডবোটে করে ডাকাতদল লঞ্চে উঠে। ফাঁকা গুলি ছুড়ে অস্ত্রের মুখে চালককে জিম্মি করে যাত্রীদের মোবাইল, নগদ টাকা, মহিলাদের স্বর্ণালংকার, যাত্রীদের সাথে থাকা মালামালসহ সর্বস্ব লুটে নেয়। পরে ডাকাতরা লঞ্চ থেকে নেমে স্পিডবোটে করে দ্রুত চলে যায়।
চাঁদপুরে মেঘনা নদীতে ফের লঞ্চে ডাকাতি
গত ১৯ নভেম্বর একই কায়দায় চাঁদপুর মতলবের উদ্দেশে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা এমভি মকবুল-২ লঞ্চে ডাকাতির ঘটনা ঘটে।