একদলীয় শাসন
বাংলাদেশ এখন ‘নিষ্ঠুর একদলীয় শাসনের’ অধীনে: রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ এখন উত্তর কোরিয়ার মতো 'নিষ্ঠুর' একদলীয় শাসনের অধীনে রয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশ এখন একটি নিষ্ঠুর একদলীয় দেশ… এ ধরনের একদলীয় শাসন চলছে এখানে। বাংলাদেশ ও উত্তর কোরিয়ার মধ্যে এখন কোনো পার্থক্য নেই।’
শুক্রবার ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা মানে গুম বা নিহত হওয়ার বিপদকে আমন্ত্রণ জানানো।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী তুলে নেওয়ার কয়েকদিন পর যুবদল নেতার লাশ পাওয়া যায়। এটাই এখন বাংলাদেশের দৃশ্যপট।’
আরও পড়ুন: আওয়ামী লীগের একতরফা নির্বাচনের উদ্যোগ জনগণই বানচাল করবে: রিজভী
বিএনপি নেতা বলেন, সরকার বিরোধী দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার ও বিভিন্ন মামলায় জড়ানো অব্যাহত রেখেছে।
রিজভী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি করছে।
তিনি দাবি করেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিএনপির ২০৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রিজভী বলেন, বিভিন্ন রাজনৈতিক মামলায় অন্তত ১ হাজার ৫৫৫ জন বিরোধী দলীয় নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ এবং হরতাল ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ১৩ হাজারেরও বেশি বিরোধী দলীয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার
বিএনপির এই নেতা আরও দাবি করেন, ২৮ অক্টোবর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হাতে তাদের দলের ১২ জন নেতা-কর্মী নিহত ও ৫ হাজার ৯৮৭ জন আহত হয়েছেন।
তিনি বলেন, সরকার ও ক্ষমতাসীন দলের নেতারা বিরোধী দলের 'শান্তিপূর্ণ' কর্মসূচি নিয়ে বিভ্রান্তি সৃষ্টির জন্য নানাভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।
রিজভী বলেন, ‘সরকারের সন্ত্রাসের শৃঙ্খলে পুরো বাংলাদেশ নীরব হয়ে পড়েছে। সারা দেশের মানুষ সব দেখছে আর ক্ষুব্ধ হচ্ছে। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জনগণের ক্ষোভ অনুধাবন করতে পারছেন না।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনের সহায়তায় আরেকটি একতরফা নির্বাচন করে ক্ষমতাসীন দল ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। দেশের জনগণ ক্ষমতাসীন দলকে এই আশা পূরণ করতে দেবে না।’
আরও পড়ুন: রবিবার থেকে আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপিসহ সমমনা দলগুলোর
১ বছর আগে
একদলীয় শাসনই সরকারের টিকে থাকার একমাত্র ভরসা: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বলেছেন, জনগণের আস্থা হারিয়ে একদলীয় শাসনই বর্তমান সরকারের টিকে থাকার একমাত্র ভরসা।
৩ বছর আগে