তিনি বলেন, ‘সরকার দেশকে বিরোধী দলহীন করার জন্য তাদের সন্ত্রাসী বাহিনী ও সরকারি যন্ত্রকে লাগামহীনভাবে ব্যবহার করছে।’
আরও পড়ুন:এবি সিদ্দিকীকে সরকার পুষে রেখেছে আমাদের হয়রানি করার জন্যই: মির্জা ফখরুল
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব আগামী ৩০ জানুয়ারি কুমিল্লার লাকসাম পৌর নির্বাচনকে সামনে রেখে দলটির সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ওপর সরকার দলীয় সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানান।
ফখরুল বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা লাকসাম পৌরসভায় বিএনপির সম্ভাব্য প্রার্থীদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে।
আরও পড়ুন: মৌলবাদদের পেছনে আওয়ামী লীগের হাত আছে: ফখরুল
তিনি অভিযোগ করে বলেন, গণতন্ত্রহীনতা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অনুপস্থিতির কারণেই নির্বাচন নিয়ে দুর্বৃত্তদের দৌরাত্ম্য বেড়েই চলেছে।
‘বিনাভোটে স্থানীয় ক্ষমতাও আয়ত্ত নিতে বিএনপিসহ বিরোধী প্রার্থীদের ওপর চালানো হচ্ছে নির্যাতন-নিপীড়ন,’ বলেন তিনি।
আরও পড়ুন: দেশের অর্থনীতি, জিডিপি নিয়ে সরকার মিথ্যাচার করছে: ফখরুল
তিনি অভিযোগ করেন যে জনগণের কাছে জবাবদিহি নেই বলেই ক্ষমতাসীন গোষ্ঠী আধিপত্য বজায় রাখতে বিরোধী প্রার্থীদের রক্তে হাত রঞ্জিত করছে।
ফখরুল বলেন, সরকার ভোট নিয়ে হুমকি প্রদান ও আতঙ্ক সৃষ্টি করছে, যাতে ভোটাররা নির্বাচনী পদ্ধতি ভুলে যায়।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে সরকার তথ্য গোপন করছে: বিএনপি
তিনি বলেন, লাকসাম পৌরসভায় বিএনপির সম্ভাব্য প্রার্থীদের ওপর হামলার ঘটনা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান দূরের কথা, সরকার বিএনপিসহ বিরোধী প্রার্থীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে বিনা ভোটে নিজেদের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবে।
বিএনপি নেতা সরকারের ভয়াবহ দুঃশাসন মোকাবিলার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে এ মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে কর্তৃত্ববাদী একদলীয় শাসনের অবসান ঘটানোর আহ্বান জানান। অন্যথায় এ দেশ থেকে দুর্দিন কখনও দূর হবে না বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: ওবায়দুল কাদের সত্য বলতে ভুলে গেছেন: বিএনপি
মির্জা ফখরুল লাকসাম বিএনপির সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।