পর্তুগাল
পর্তুগালের পার্লামেন্টের উভয় দেশের বন্ধুত্বে প্রথম গ্রুপ গঠন
পর্তুগালের অ্যাসেম্বলি অব দ্য রিপাবলিক (পার্লামেন্ট) পর্তুগাল-বাংলাদেশ বন্ধুত্বের জন্য প্রথম ১০ সদস্যের সংসদীয় গ্রুপ গঠন করেছে।
শুক্রবার বাংলাদেশ মিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, অ্যাসেম্বলি অব দ্য রিপাবলিকের ভাইস-প্রেসিডেন্ট (পার্লামেন্টের ডেপুটি স্পিকার) ড. আদাও সিলভা লিসবনে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসানকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পর্তুগালের (বর্তমান) ১৫তম পার্লামেন্টের জন্য পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের হালনাগাদ তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার আরও দুটি দেশসহ ৫৮টি দেশও এই তালিকায় আছে।
গ্রুপের সভাপতিত্ব করবেন পর্তুগিজ পার্লামেন্টের ডেপুটি স্পিকার ড. আদাও সিলভা মধ্য-ডান সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (পিএসডি) থেকে।
আরও পড়ুন: ভ্যানচালক বাবা ও চা বিক্রেতা মায়ের মেয়ে ফুটবল প্রশিক্ষণে যাচ্ছে পর্তুগাল
পর্তুগালের বন্ধুত্বের জন্য পার্লামেন্টারি গ্রুপগুলো পর্তুগালের বন্ধু দেশগুলোর পার্লামেন্টগুলোর সঙ্গে সংলাপ ও সহযোগিতায় জড়িত হওয়ার জন্য বাধ্যতামূলক৷ তারা অন্যান্য রাজ্যের সংসদ ও সংসদ সদস্যদের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য প্রয়োজনীয় ক্রিয়াকলাপের প্রচারের ক্ষেত্রে দায়ী, বিশেষ করে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, তথ্য বিনিময়, পারস্পরিক পরামর্শ এবং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সাধারণ স্বার্থের প্রচার ও প্রচারের বিষয়ে।
এটি সংসদীয় সহযোগিতার একটি ধারণার ফল যা ২০২২ সালের মে মাসে লিসবনে অনুষ্ঠিত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহারিয়ার আলম এবং ডেপুটি স্পিকার ড. আদাও সিলভা-এর মধ্যে একটি বৈঠকের সময় উত্থাপিত হয়।
এই গ্রুপ গঠন নিঃসন্দেহে বাংলাদেশের প্রতি পর্তুগালের জনগণের একটি বন্ধুত্বপূর্ণ অঙ্গভঙ্গি এবং এটি দুই দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধনকে আরও শক্তিশালী করবে।
আরও পড়ুন: বিশ্বকাপ ছাড়ার হুমকি দেননি রোনালদো: পর্তুগাল কোচ
পর্তুগালের বিনিয়োগ,বায়ু বিদ্যুতের অভিজ্ঞতা চায় বাংলাদেশ: শাহরিয়ার আলম
পর্তুগালকে হারিয়ে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে মরক্কো
পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে সেমিফাইনালে উঠল মরক্কো। সম্ভবত ক্রিশ্চিয়ানো রোনালদোর ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার নিজের ঘরে তোলার সম্ভাবনা এখানেই শেষ হয়ে যাবে।
বিরতির আগে ৪২ মিনিটে ইউসেফ এন-নেসেরির গোলটিই ছিল বিজয়সূচক গোল। এই গোলটির কারণেই মরক্কো এবারের বিশ্বকাপে তাদের ইতিহাস গড়ল। যা আরব বিশ্বে নিয়ে এসেছে সম্মান।
ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় ৩৭ বছর বয়সী রোনালদোকে প্রথমার্ধে দেখা যায়নি। তিনি মাঠে নামেন ৫১ মিনিটে।
আরও পড়ুন: বিশ্বকাপ ছাড়ার হুমকি দেননি রোনালদো: পর্তুগাল কোচ
পাঁচবারের বর্ষসেরা এই খেলোয়াড় যখন তার ক্যারিয়ারের শেষের দিকে, ঠিক সেসময় বিশ্বকাপ ট্রফি না নিয়েই ফিরতে হয়েছে তাকে।
বুধবার দিবাগত রাত ১টায় সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো।
এটি বিশ্বকাপের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ একটি আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনাল পর্যায়ে আসতে পেড়েছে মরক্কো। সেমিফাইনালে সাধারণত ইউরোপীয় বা দক্ষিণ আমেরিকার দেশগুলোকেই দেখা যায়। এর আগে ক্যামেরুন (১৯৯০), সেনেগাল (২০০২) ও ঘানা (২০১০) কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসে তাদের ঘরে ফিরতে হয়।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ কাতার ২০২২: ট্রাইব্রেকারের ৪-৩ স্কোরে ডাচদের হারিয়ে মেসিরা সেমিফাইনালে
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ স্ট্রিমিং: কোথায় দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২ কোয়ার্টার ফাইনাল, সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
কাতার বিশ্বকাপ ২০২২: পর্তুগালের কাছে ৩-২ গোলে ঘানার পরাজয়
কাতারের দোহায় বৃহস্পতিবার এক শ্বাসরুদ্ধকর ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।
ক্রিশ্চিয়ানো রোনালদো তার চোখ বন্ধ করে একটি গভীর শ্বাস নেন এবং তারপর বিশ্বকাপের ইতিহাস তৈরি করেন।
ম্যাচের ৬৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করা পর্তুগালের এই স্ট্রাইকার, পাঁচ বিশ্বকাপে গোল করা প্রথম পুরুষ খেলোয়াড়ের গৌরব অর্জন করেছেন।
৮ মিনিট পরে আন্দ্রে আয়ু ঘানার হয়ে সমতা আনেন, কিন্তু জোয়াও ফেলিক্স ৭৮তম মিনিটে পর্তুগালের হয়ে ফের লিড নেন এবং রাফায়েল লিয়াও তৃতীয় গোলটি করেন। খেলার ৮৯ মিনিটে ঘানার ঘাটতি কমিয়ে আনেন ওসমান বুকারি।
আরও পড়ুন: রোনালদোর গায়ে দেখা যাবে না ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি
এই সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার চুক্তি শেষ হওয়ার পর ৩৭ বছর বয়সী রোনালদো সম্ভাব্য নতুন ক্লাবের কাছে তার প্রতিভা প্রদর্শন করতে চেয়েছিলেন।
প্রথমার্ধে দুটি ভাল সুযোগ নষ্ট করার পর, তিনি পেনাল্টি অর্জনের জন্য ঘানার ডিফেন্ডার মোহাম্মদ সালিসুর একটি চ্যালেঞ্জের মুখে পড়েন।
২০০৬ সালে তার প্রথম বিশ্বকাপ থেকে প্রতিটি বিশ্বকাপে গোল করেছেন রোনালদো এবং তার রেকর্ড ১১৮টি আন্তর্জাতিক গোল রয়েছে।
আরও পড়ুন: পর্তুগাল বনাম ঘানা লাইভ স্ট্রিমিং, কোথায়, কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
কাতার বিশ্বকাপ ২০২২: গোলশূন্য ড্র ডেনমার্ক-তিউনিসিয়ার
পর্তুগাল বনাম ঘানা লাইভ স্ট্রিমিং, কোথায়, কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
খাতা কলমে দুর্বল প্রতিপক্ষ ঘানার বিরুদ্ধে আজ বিশ্বকাপ যাত্রা শুরু করছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।
ঘানার বিরুদ্ধে আজ গ্রুপ-এইচের ম্যাচে নামবেন রোনালদো-ব্রুনোরা। বিশ্বকাপে এখনও এক বারও সফল হয়নি পর্তুগাল। এ বারই হয়তো শেষ বিশ্বকাপে খেলতে চলেছেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো।
বিশ্বকাপে খেলতে আসার ঠিক আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ফুটবল মহলে শোরগোল ফেলে দিয়েছিলেন সিআর সেভেন। সদ্য ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন রোনালদোও। ক্লাব ক্যারিয়ার নিয়ে রীতিমতো টালমাটাল চললেও, রোনালদো সেই সব নিয়ে ভাবছেন না। তাঁর ফোকাসে বিশ্বকাপ।
খাতায় কলমে দুর্বল প্রতিপক্ষ ঘানার বিরুদ্ধে নামলেও পর্তুগালের সতর্ক থাকা উচিত। কারণ, এ বারের বিশ্বকাপ ইতোমধ্যেই অঘটন ঘটানো শুরু করে দিয়েছে। এই পোস্টে জানবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কিভাবে দেখবেন সে সম্পর্কে বিস্তারিত।
পর্তুগাল বনাম ঘানা ফিফা ফুটবল বিশ্বকাপ কিভাবে দেখবেন
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ দেখা যাবে টিভিতে, অনলাইনে, এবং ধারাভাষ্য শোনা যাবে রেডিওতে ও ইউটিউব চ্যানেলেও । চলুন জেনে নেয়া যাক উল্লেখিত মাধ্যমগুলো থেকে কিভাবে খেলার খবর রাখবেন।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ: জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে জাপান
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে পর্তুগাল বনাম ঘানা ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে পর্তুগাল বনাম ঘানা লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
ফিফা ফুটবল বিশ্বকাপ কোন চ্যানেলে দেখা যাবে?
ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সঙ্গে সাব-লাইসেন্সিং অ্যাগ্রিমেন্ট এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক। সুতরাং টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন।
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। গাজি টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে।
পর্তুগাল বনাম ঘানা লাইভ ফেইসবুক ও ইউটিউব
এছাড়া বিভিন্ন ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার বনাম ইকুয়েডর ম্যাচ।
আরও পড়ুন: রোনালদোর গায়ে দেখা যাবে না ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি
বিশ্বকাপের জন্য পর্তুগাল ও ঘানা সম্ভাব্য একাদশ–
সম্ভাব্য লাইন আপ
পর্তুগাল: (৪-৩-৩): কস্তা (গোলরক্ষক), ক্যানসেলো, দিয়াস, সিলভা, মেন্দেস, ফার্নান্দেজ, কারভালহো, নেভেস, সিলভা, রোনালদো, লেয়াও।
ঘানা: (৪-১-৪-১) আতি জিগি (গোলরক্ষক), বাবা, সালিসু, আমার্টে, ল্যাম্পটে, পাটি, জর্ডান আয়েউ, আন্দ্রে আয়েউ, কুদুস, সুলেমানা, উইলিয়ামস।
মুখোমুখি পরিসংখ্যান
বিশ্বকাপে আফ্রিকান প্রতিপক্ষের সঙ্গে পাঁচবার খেলেছে পর্তুগাল। এরমধ্যে ৩টি জয় পেয়েছে তারা। একমাত্র হারটি ১৯৮৬ সালে মরক্কোর বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হারে তারা।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ ২০২২: সৌদি আরবের কাছে ২-১ গোলে আর্জেন্টিনার পরাজয়
পর্তুগালের বিনিয়োগ,বায়ু বিদ্যুতের অভিজ্ঞতা চায় বাংলাদেশ: শাহরিয়ার আলম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, সম্ভাব্য বিনিয়োগ এবং সমুদ্র তীরে বায়ু বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা অনসন্ধানসহ নীল অর্থনীতিতে পর্তুগালের অভিজ্ঞতা চাইবে বাংলাদেশ।
শুক্রবার এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে নবায়নযোগ্য জ্বালানিতে পর্তুগালের বড় আকারের ও ন্যায়সঙ্গত বিনিয়োগ বিশ্বজুড়ে বর্তমান জ্বালানি সংকট থেকে অনেকাংশে রক্ষা করেছে।’
প্রতিমন্ত্রী আলম বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে কাজে লাগানো হয়নি এমন অনেক সম্ভাবনা রয়েছে। আমরা বিশ্বাস করি যে উভয় দেশে দ্বিমুখী বিনিয়োগ আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।’
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এর বিশিষ্ট ব্যক্তিদের বক্তৃতা সিরিজের (ইপিএলএস) অংশ হিসেবে ‘বাংলাদেশ-পর্তুগাল সম্পর্ক: গভীর দ্বিপক্ষীয় সহযোগিতার সন্ধান’ শীর্ষক সেমিনারের আয়োজন করে।
সেমিনারে অতিথি বক্তা হিসেবে পর্তুগাল প্রজাতন্ত্রের ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড কো-অপারেশনের সেক্রেটারি ড. ফ্রান্সিসকো আন্দ্রে ও আলোচক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।
বিআইআইএসএস’র চেয়ারম্যান রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন।
বাংলাদেশে কোনও পর্তুগিজ কূটনৈতিক বা কনস্যুলার মিশনের অনুপস্থিতিতে বাংলাদেশিরা বিশেষ করে তাদের পরিবারের সদস্যদের জন্য ভিসার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার সম্মুখীন হয়।
তিনি বলেন, ‘আমরা ড. আন্দ্রেকে আশ্বস্ত করেছি যে তার প্রশাসন অদূর ভবিষ্যতে সমস্যাটির একটি বাস্তবসম্মত সমাধান খুঁজতে কাজ করবে। যা প্রকৃতপক্ষে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে বিশাল এক গুণগত পার্থক্য করবে।’
ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পক্ষে কথা বলতে পর্তুগালের ওপর নির্ভর করছে বাংলাদেশ।
২৭ সদস্যবিশিষ্ট ইউরোপিয় ইউনিয়নের অনেক প্রতিযোগী অগ্রাধিকার রয়েছে। তাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই সংস্থায় নির্ভরযোগ্য একটি অংশীদার থাকা বেশ সহায়ক হবে।
আলম বলেন, ‘এটা আমাদের জন্য আশ্বস্তের বিষয় যে পর্তুগাল ২০২৯ সালের পরেও ইইউ বাজারে বাংলাদেশের জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য অনুকূল থাকবে। আমি নিশ্চিত যে ইউরোপীয় ইউনিয়নে আমাদের সম্পৃক্ততাকে আরও কৌশলগত দিকে নেয়ার প্রচেষ্টাকে উপলব্ধি করতে পর্তুগাল সময়ের সঙ্গে সঙ্গে একটি অনুঘটক ভূমিকা পালন করবে।’
তিনি পর্তুগালকে মানবিক সহায়তা, ন্যায়বিচার ও জবাবদিহিতা এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য তার কণ্ঠস্বর ও সমর্থন বজায় রাখার আহ্বান জানান।
বাংলাদেশ পর্তুগালকে ‘লস অ্যান্ড ড্যামেজ’ এজেন্ডাকে সমর্থনসহ জলবায়ু কর্মকাণ্ডে এগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে আমাদের মহাসাগরগুলোকে সংরক্ষণ ও রক্ষা করার বিষয়ে পর্তুগালের সঙ্গে কাজ করতে আগ্রহী। আমরা ২০২৭-২০২৮ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য পর্তুগালের আকাঙ্ক্ষাকে যথাযথভাবে বিবেচনা করেছি।’
প্রতিমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে বিনিয়োগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: ‘ঈশ্বরদী বিমানবন্দর’ সচল করতে রাশিয়ার বিনিয়োগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
উভয় দেশ ২০২৪ সালে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করবে।
শাহরিয়ার আলম বলেন, ‘আমরা উপযুক্ত আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি করতে এখন থেকে পরিকল্পনা করতে সম্মত হয়েছি।’
তিনি বলেন যে এই বছর পর্তুগালের সঙ্গে তারা যে নতুন যাত্রা ও সম্পৃক্ততা শুরু করেছে তা আগামী বছরগুলোতে এক পরিপক্ক, প্রাণবন্ত ও বহুমাত্রিক আভ্যন্তরীণ কাজের সূচনা করবে।
বক্তারা মোটামুটি ১৬ শতক থেকে শুরু করে বাংলাদেশ ও পর্তুগালের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের ওপর আলোকপাত করেন।
তারা এই দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য সম্পর্ক তুলে ধরেন এবং নতুন উপায় খুঁজে বর্তমান অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নেয়ার ওপর জোর দেন।
বক্তারা নবায়নযোগ্য জ্বালানি, সবুজায়ন, টেকসই উন্নয়ন, জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের ওপর জোর দেন।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তি উদযাপনে ভারতে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র থেকে আরও ৮৯ লাখ টিকা পাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
লিসবনের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় ঢাকা
দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার আশা প্রকাশ করে ঢাকায় একটি আবাসিক পর্তুগিজ মিশন প্রতিষ্ঠার কথা বিবেচনা করতে পর্তুগিজ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
ঢাকায় সব ধরনের ভিসার আবেদন গ্রহণের জন্য ব্যবস্থা গ্রহণ এবং পর্যায়ক্রমিক কনস্যুলার সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
পর্তুগাল ও কেনিয়ার যৌথ আয়োজনে ২য় জাতিসংঘ মহাসাগর সম্মেলন ২০২২ এর সাইডলাইনে শুক্রবার লিসবনে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী ড. জোয়াও গোমেস ক্রাভিনহোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. কে আব্দুল মোমেন।
আরও পড়ুন: কলম্বো বন্দরে বাংলাদেশি জাহাজের জন্য অগ্রাধিকারমূলক নোঙ্গরের সুবিধা
এটি ছিল পররাষ্ট্র পর্যায়ে দুই দেশের মধ্যকার প্রথম দ্বিপক্ষীয় বৈঠক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, বাংলাদেশ ১০ বছর ধরে লিসবনে একটি আবাসিক বাংলাদেশ দূতাবাস চালু রেখেছে এবং সম্প্রতি দূতাবাসের স্থায়ী অবস্থানের জন্য লিসবনে সম্পত্তি ক্রয় করেছে।
পর্তুগিজের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তার সরকারের ইচ্ছা প্রকাশ করেন এবং পরামর্শগুলো আমলে নিয়েছেন।
তিনি পর্তুগালে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের পর্তুগিজ অর্থনীতিতে অবদানের প্রশংসা করার পাশাপাশি পরামর্শ অনুযায়ী কাজ করার আশ্বাস দেন।
আরও পড়ুন: নেদারল্যান্ড-বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর: পানির গল্প নিয়ে ‘বই’ উন্মোচন
উভয় পক্ষ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় স্তরে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে।
পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য, বিনিয়োগ, মানবসম্পদ, সমুদ্র অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতার ওপর জোর দেন।
দুই মন্ত্রী আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
এ সময় ড. মোমেন বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনে আন্তর্জাতিক পর্যায়ে পর্তুগাল ও ইউরোপীয় ইউনিয়নের কার্যকর ভূমিকার অনুরোধ জানান।
আরও পড়ুন: লিসবনে জাতিসংঘ মহাসাগর সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী
লিসবনে জাতিসংঘ মহাসাগর সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী
পর্তুগালের লিসবনে দ্বিতীয় জাতিসংঘ মহাসাগর সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীর সেখানে পৌঁছার কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে যোগ দেবেন। তিনি সম্মেলনের সাইডলাইনে ইন্টারেক্টিভ সংলাপ, পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী জোয়াও গোমেস ক্রাভিনহোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া তিনি লিসবনে বাংলাদেশ দূতাবাসের স্থায়ী চ্যান্সারি ভবন উদ্বোধন করবেন।
টেকসই উন্নয়ন লক্ষ্য-১৪ অর্জনের লক্ষ্যে কাঠামোগত রূপান্তর এবং বিজ্ঞান-ভিত্তিক মাধ্যমে অনেক চ্যালেঞ্জ মোকাবিলায় লিসবনে গতকাল দ্বিতীয় জাতিসংঘ মহাসাগর সম্মেলন ২০২২ শুরু হয়েছে, যা সংরক্ষণ এবং মহাসাগর, সমুদ্র ও সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পর্তুগাল এবং কেনিয়া এ বছর দ্বিতীয় জাতিসংঘ মহাসাগর সম্মেলনে আয়োজক।
পর্তুগিজ প্রেসিডেন্ট ড. মার্সেলো রেবেলো ডি সুসা উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন। এ সময় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সমুদ্রের জরুরি অবস্থা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি মানুষের জীবন ও জীবিকা নিশ্চিত করার লক্ষ্যে সমুদ্র সংরক্ষণ ও সুরক্ষা প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম, পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা এ সম্মেলনে অংশ নেন।
পড়ুন: বাংলাদেশকে ফাইজারের আরও ৪০ লাখ টিকা দিল যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্যকে এক লাখ রোহিঙ্গার পুনর্বাসনের অনুরোধ ঢাকার
পর্তুগালে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট লিগে ‘লিসবন সিক্সার্স’ চ্যাম্পিয়ন
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাস, লিসবনের উদ্যোগে পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে তিন দিন ব্যাপী ‘বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট ২০২২’ অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে (মঙ্গলবার) স্থানীয় জামুর স্টেডিয়াম কমপ্লেক্সে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে ‘ইয়াং টাইগার্স’ টিমকে হারিয়ে ‘লিসবন সিক্সার্স’ শিরোপা অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে এবং জাতির পিতার কর্ম ও আদর্শকে বিশ্বব্যাপী নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দূতাবাস এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে।
তিনি বলেন, দেশ থেকে সহস্র মাইল দূরে বিদেশের মাটিতে এইরকম এই ক্রীড়া প্রতিযোগিতা প্রবাসীদের মাঝে আনন্দের উপলক্ষ্য বয়ে এনেছে। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মাঝে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এর আগে গত ১৭ মে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে টুর্নামেন্টের ঘোষণা দেয়া হয় এবং দল আহ্বান করা হয় যা প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিপুল সাড়া ফেলে। ২০টি দলের অংশগ্রহণে নক-আউট ভিত্তিক এই টুর্নামেন্টের গ্রুপ পর্যায় এবং কোয়ার্টার ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হয় সান্তা আপোলোনিয়া মাঠে। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হয় জামুর স্টেডিয়াম কমপ্লেক্সে।
পড়ুন: ঢাকা টেস্ট: দ্বিতীয় দিন শেষে ২২২ রানে পিছিয়ে শ্রীলঙ্কা
এবার আমেরিকায় শনাক্ত ‘মাঙ্কিপক্স’
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে বুধবার সম্প্রতি কানাডায় ভ্রমণ করা এক ব্যক্তির মধ্যে ‘মাঙ্কিপক্স’ শনাক্ত হয়েছে।
এর আগে যুক্তরাজ্য, পর্তুগাল ও স্পেনে এই মাসে অল্প সংখ্যক নিশ্চিত ও সন্দেহজনক ‘মাঙ্কিপক্স’ রোগী শনাক্ত করা হয়েছে।
ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের জেনিফার ম্যাককুইস্টন বলেছেন, তদন্তের অংশ হিসেবে তারা যুক্তরাজ্য এবং কানাডার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন। তবে ম্যাসাচুসেটস ও যুক্তরাজ্যের শনাক্ত একই ধরনের কিনা তা নিশ্চিত নয়।
তিনি জানিয়েছেন, এটির ভবিষ্যত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেয়া হচ্ছে।
আরও পড়ুন: ভারতে লবণ কারখানার দেয়াল ধসে ১২ জনের মৃত্যু
ম্যাককুইস্টন জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি এপ্রিলের শেষে বন্ধুদের সঙ্গে দেখা করতে কানাডায় গিয়েছিলেন এবং মে মাসের শুরুতে দেশে ফেরেন।
কর্মকর্তারা বলেছেন, এক্ষেত্রে জনসাধারণের কোন ঝুঁকি নেই, ম্যাসাচুসেটসের ওই বাসিন্দা হাসপাতালে ভর্তি এবং সুস্থ আছেন।
এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রে এটি প্রথম কেস।
মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির মুখ ও শরীরে চিকেন পক্সের মতো ফুসকুড়ি হয়। এটি ইঁদুর বা ছোট প্রাণীর কামড়ের মাধ্যমে সংক্রমিত হয়ে থাকে।
তবে ইউরোপের তদন্তকারীরা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রেই সমকামী বা উভকামী পুরুষদের মধ্যে এমন ঘটনা ঘটেছে এবং কর্মকর্তারা এই বিষয়টি খতিয়ে দেখছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই রোগটি ১০ জনের মধ্যে এক জনের জন্য মারাত্মক।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় বিলবোর্ডের সঙ্গে পর্যটকবাহী বাসের ধাক্কা, নিহত ১৪
প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা পর্তুগিজ রাষ্ট্রপতির
পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কর্মদক্ষতা এবং আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেছেন দেশটির রাষ্ট্রপতি প্রফেসর মারসেলো রেবেলো দ্য সোজা।