মোটরসাইকেল চালক নিহত
জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
জয়পুরহাটের পাঁচবিবিতে ইটবোঝাই একটি মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোস্তাকিম নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
রবিবার (৭ জুলাই) সকাল ১০টার উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবি অ্যাটিএন্ডটি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম (২৭) ওই উপজেলার পাটাবুকা গ্রামের রুহুল আমিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মোস্তাকিম বাড়ি থেকে মোটরসাইকেলযোগে পাঁচবিবি উপজেলা সদরে যাচ্ছিলেন। টিঅ্যান্ডটি পাড়া (গোহাটি) এলাকায় পৌঁছালে একটি ইটবোঝাই মিনি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। তাকে উদ্ধার করে জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৪ মাস আগে
মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২
মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী। সোমবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার রাধানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন শেখ (২৮) মাগুরা সদরের পারলা বেলতলা এলাকার বাদশা শেখের ছেলে।
আহত অপর দুইজন হলেন- আশিক ও সুজা। তাদেরকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, শাহিনসহ ৩ জন শ্রীপুরের আমতৈল এলাকায় একটি মাছের ঘের পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন। সকালে বাড়ি ফেরার পথে রাধানগর এলাকায় একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে মোটর চালিত ভ্যানে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনার তদন্তে থাকা তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রবিউল বলেন, দুর্ঘটনার পর আহতদেরকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়।
এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সিলেটে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
১ বছর আগে
চাঁদপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
চাঁদপুরের ফরিদগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক এক যুবক নিহত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন আরাফাত (২০) ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপাড়া এলাকার মৃত আবুল কালামের ছোট ছেলে।
দুর্ঘটনার বিষয়টি ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মান্নান নিশ্চিত করেছেন।
ওসি ও নিহতের স্বজনরা জানায়, ইয়াসিন আরাফাত তার মোটরসাইকেল চালিয়ে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে কালিরবাজার চৌরাস্তা এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে পিকআপটি ফরিদগঞ্জ থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল। এ সময় আরাফাতের মোটরসাইকেল পিছলে পিকআপের নিচে চলে যায় এবং চাকার সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২
অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। চাঁদপুর সরকারি হাসপাতালে আনার পথে আরাফাতের মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ওসি আ. মান্নান ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসে।
ওসি জানান, পিকআপের চালক পালিয়েছে। লাশ চাঁদপুর সরকারি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পিকআপের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত
১ বছর আগে
খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত এবং আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে নগরীর হরিণটানা থানাধীন গাজীর মার্কেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মেজবাহ উদ্দীন (২২) সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার নজরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত
স্থানীয়রা জানান, রাত পৌনে ৮ টার দিকে মোটরসাইকেলযোগে জয়বাংলা মোড়ের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি ওই এলাকার গাজী মার্কেটের নিকট পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে দুজন ছিটকে পড়ে গেলে ট্রাকের একটি চাকা মোটরসাইকেল চালক মেজবাহর শরীরের ওপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে তিনি নিহত হন। এই সময় মাসুম বিল্লাহ নামে অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়েছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক জানান, দুর্ঘটনায় হতাহতরা বৃহস্পতিবার সকালে খুলনায় কাজে এসেছিলেন। কাজ শেষ করে রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় শিকার হন। তবে এই ঘটনায় ট্রাক বা চালক কাউকে আটক করা সম্ভব হয়নি। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
২ বছর আগে
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
দিনাজপুরের খানসামায় ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চন্দন কুমার রায় নরেশ (৪০) নীলফামারীর কিশোরগঞ্জের বাজেডুমুরিয়া গ্রামের সুরেন্দ্রনাথ রায়ের ছেলে ।
আরও পড়ুন: পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ২
স্থানীয়দের বরাতে খানসামা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জান্নাতুল ফেরদৌস জানান, নিহত চন্দন কুমার তার ভাইকে নিয়ে নীলফামারী থেকে দিনাজপুরে আসেন। বীরগঞ্জের ঝাড়বাড়ীতে গ্রামীণ ব্যাংকে কর্মরত সহোদর বিজয় কুমার রায়কে বাসায় রেখে ফেরার পথে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের বাজারে এলাকায় বিপরীত দিকে থেকে আসা ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
আরও পড়ুন: শেরপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
এ ঘটনায় ট্রাক্টরসহ চালককে আটক করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
২ বছর আগে
গোদাগাড়ীতে ট্রলির সঙ্গে সংঘর্ষ, মোটরসাইকেল চালক নিহত
রাজশাহীর গোদাগাড়ীতে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফিরোজ হোসেন (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার রাজশাহী-কাকনহাট সড়কের শুলিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ হোসেন রাজশাহী মহানগরীর দাশপুকুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
এ ঘটনায় রায়হান আলী নামে আরেক যুবক গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
আরও পড়ুন: খুলনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
এ বিষয়ে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ঘটনাটি দামকুড়া ও গোদাগাড়ী থানার মাঝামাঝি এলাকায় ঘটেছে। বেলা ১১ টার দিকে দু’জন মোটরসাইকেল আরোহী রাজাশাহী থেকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। এসময় পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হাসপাতালের চিকিৎসক ফিরোজ হোসেনকে মৃত্যু ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ঘটনার পর থেকে ওই ট্রলি চালক পলাতক অবস্থায় রয়েছে।
২ বছর আগে
নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
নওগাঁর রাণীনগরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত ও তার সাথে থাকা আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সদরের হাসপাতাল গেটের সামনে মেইন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়েন উদ্দিন মিনা (৬০) মিনা সদরের দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ও আহত সাজ্জাত হোসেন (৫০) রাজাপুর গ্রামের হবি মিনার ছেলে। তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে নীলফামারীতে যুবক নিহত
নিহতের পরিবার সূত্র জানায়, সাজ্জাদ হোসেনের এক আত্মীয় রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সেই আত্মীকে দেখতে জয়েন উদ্দিনকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে হাসপাতালে যান সাজ্জাদ। ফেরার সময় হাসপাতালের গেটের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন তারা দু’জন। এ সময় হঠাৎ করে আত্রাই থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি ট্র্রাক তাদেরকে ধাক্কা দেন। এতে মোটরসাইকেলে থাকা চালক জয়েন ও আরোহী সাজ্জাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জয়েন উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আর অবস্থার অবনতি হওয়ায় আহত সাজ্জাদকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে যাওয়া তাকে আটক করা সম্ভব হয়নি।
৩ বছর আগে
মোটরসাইকেলকে ৩০০ মিটার টেনে নিয়ে গেল ট্রেন, চালক নিহত
যশোরের অভয়নগরে রেলক্রসিং পার হবার সময় ট্রেনের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে অভয়নগর উপজেলার মহাকাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
নওয়াপাড়া রেল স্টেশন মাস্টার মহসিন রেজা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সকাল ৯টা ৩৬ মিনিটে নওয়াপাড়া রেল স্টেশনে পৌঁছায়। ১০টার দিকে ট্রেনটি অভয়নগর উপজেলার মহাকাল এলাকার অনুমোদনহীন রেলক্রসিং দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটিকে টেনে প্রায় ৩০০ মিটার দূরে চেঙ্গুটিয়া রেলস্টেশনের কাছে নিয়ে যায়। এ সময় মোটরসাইকেল চালকের লাশ রেললাইনের পাশে পড়ে ছিল।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
আরও পড়ুন: যশোরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে মুক্তিযোদ্ধা নিহত
তিনি জানান, মহাকাল রেলক্রসিংটি অবৈধ। দুর্ঘটনার পর ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।
যশোর রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: নড়াইলে ট্রলির সাথে সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত
আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় মাগুরায় মোটরসাইকেল চালক নিহত
৩ বছর আগে
ট্রাকের ধাক্কায় মাগুরায় মোটরসাইকেল চালক নিহত
মাগুরার শ্রীপুর উপজেলায় ইট বোঝায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
৩ বছর আগে