খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত এবং আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৮টার দিকে নগরীর হরিণটানা থানাধীন গাজীর মার্কেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মেজবাহ উদ্দীন (২২) সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার নজরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত
স্থানীয়রা জানান, রাত পৌনে ৮ টার দিকে মোটরসাইকেলযোগে জয়বাংলা মোড়ের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি ওই এলাকার গাজী মার্কেটের নিকট পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে দুজন ছিটকে পড়ে গেলে ট্রাকের একটি চাকা মোটরসাইকেল চালক মেজবাহর শরীরের ওপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে তিনি নিহত হন। এই সময় মাসুম বিল্লাহ নামে অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়েছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক জানান, দুর্ঘটনায় হতাহতরা বৃহস্পতিবার সকালে খুলনায় কাজে এসেছিলেন। কাজ শেষ করে রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় শিকার হন। তবে এই ঘটনায় ট্রাক বা চালক কাউকে আটক করা সম্ভব হয়নি। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।