দুর্গম পাহাড়
দুর্গম পাহাড় থেকে কাঠুরিয়ার লাশ উদ্ধার
চট্টগ্রামের পটিয়ার দুর্গম পাহাড় থেকে অজ্ঞাত এক কাঠুরিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পটিয়ার খরনার পাহাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: যশোরে কলাবাগান থেকে নারীর লাশ উদ্ধার
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, সকাল ৮টার দিকে গভীর পাহাড়ে এক কাঠকাটা শ্রমিককে হত্যার ঘটনা ঘটেছে বলে খবর পেয়ে পুলিশ টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় পাহাড়ি সন্ত্রাসী গ্রুপের জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
আরও পড়ুন: নৌকাবাইচ দেখতে গিয়ে নিখোঁজ: চাচা-ভাতিজাসহ ৩ জনের লাশ উদ্ধার
যশোর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
ওসি জানান, পটিয়া সদর থেকে দুর্গম ওই পাহাড়ে পৌঁছাতে হেঁটে পাঁচ ঘণ্টারও বেশি সময় লাগে, যা বান্দরবানের পাহাড়ি সীমান্তঘেঁষা। ঘটনাস্থল থেকে পুলিশ টিম ফিরলে বিস্তারিত বলতে পারবো।
২ বছর আগে
দুর্গম পাহাড়েও পৌঁছালো টিকা
করোনা মোকাবিলায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ৪নং বড়থলি ইউনিয়নে গণটিকা পৌঁছাল।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার জেলা প্রশাসন এবং সেনাবাহিনীর সহযোগিতায় সরকারের গণটিকা কার্যক্রম পরিচালনার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে বড়থলি ইউনিয়নে রওনা দেন।
আরও পড়ুন: সিলেট নগরীতে গণটিকা নিলেন ২২ হাজার ৭৫৩ জন
এসময় বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার নেতৃত্বে তিনজন স্বাস্থ্য কর্মী টিকাদান কার্যক্রম পরিচালনায় তাদের সাথে রয়েছন। প্রথমবারের মতো বিলাইছড়ি উপজেলার কোন নির্বাহী কর্মকর্তার এই ইউনিয়ন পরিদর্শনে গেলেন।
ডা. রশ্মি চাকমা জানান, ফারুয়া ইউনিয়নে গণটিকার প্রথম ডোজ দেয়া হলেও দুর্গমতার কারণে বড়থলি ইউনিয়নে টিকা দেয়া সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে থেকে দুর্গম বড়থলি ইউনিয়নে ৬০০ জনকে এই গণটিকা প্রদান করা হবে।
টিকাদান কার্যক্রমের পাশাপাশি বিলাইছড়ি স্বাস্থ্য বিভাগ থেকে চিকিৎসা সেবা এবং ইপিআই কার্যক্রম পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সামগ্রীও নিয়ে যাওয়া হচ্ছে বলে স্বাস্থ্য কর্মকর্তা জানান।
আরও পড়ুন:সিলেটে ৭ আগস্ট থেকে গণটিকাদান শুরু
বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানান, ইতিপূর্বে বড়থলি ইউনিয়নের মানুষের সুবিধা অসুবিধা সচক্ষে দেখার জন্য ও ইউনিয়নের প্রকল্পসমূহ সরেজমিন পরিদর্শনের জন্য একাধিক বার উদ্যোগ নেয়া হলেও দুর্গমতা এবং নিরাপত্তাসহ বিভিন্ন কারণে সেখানে যাওয়া সম্ভব হয়নি।রাঙামাটি, ১০ আগস্ট (ইউএনবি)- করোনা মোকাবিলায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ৪নং বড়থলি ইউনিয়নে গণটিকা পৌঁছাল।
৩ বছর আগে
পাহাড়ে পথ হারানো ৪ তরুণকে উদ্ধার করল বিমান বাহিনী
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন কলে দুর্গম পাহাড়ে বেড়াতে গিয়ে পথ হারিয়ে আটকে পড়া চার তরুণ শিক্ষার্থীকে উদ্ধার করেছে বাংলাদেশ বিমান বাহিনীর রেস্কিউ হেলিকপ্টার।
৪ বছর আগে