ইস্টার্ন রিফাইনারি লিমিটেড
ইস্টার্ন রিফাইনারিতে ক্রেন থেকে পড়ে শ্রমিক নিহত
চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারিতে ক্রেন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইস্টার্ন রিফাইনারির ট্যাংক ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ জসিম (৪৭) বন্দর থানার মাইজপাড়া এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ১৫
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান বলেন, ‘দুপুরে ট্যাংক ফার্ম এলাকা থেকে আমাদের একটি ক্রেন বের হওয়ার সময় জসিম ক্রেনের উপর ছিলেন।’
তিনি আরও বলেন, ‘ক্রেন চলন্ত অবস্থায় হঠাৎ তিনি চাকার নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
জসিম ইস্টার্ন রিফাইনারিতে অস্থায়ী শ্রমিক ছিলেন।
এ ঘটনা তদন্তে ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট অ্যান্ড কন্ট্রোল) আমীর মাসুদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: টেকনাফে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে কলেজ ছাত্রসহ নিহত ৩
ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বলেন, ‘নিহত জসিম দৈনিক মজুরিতে কাজ করতেন। তিনি অতিরিক্ত গরমে মাথা ঘুরে পড়ে যান। এ সময় তার এক পা ক্রেনের চাকার নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’
পরে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
আরও পড়ুন: পাবনায় সিএনজি-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত
১ বছর আগে
বিপিসি’র বর্ধিত কার্যক্রম পরিচালনায় জনবল বাড়ানোর তাগিদ
প্রয়োজনীয় জনবলের অভাবে গত চার দশকেরও বেশি সময় ধরে কাজের ক্ষেত্র বৃদ্ধি পেলেও তুলনামূলক কম কর্মী নিয়ে কার্যক্রম চালিয়ে আসা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সম্ভাবনাকে স্তিমিত করে দিতে পারে।
৪ বছর আগে