সিন্ধ প্রদেশ
পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩০
পাকিস্তানে দু’টি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন যাত্রী নিহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার ভোরে সিন্ধ প্রদেশের গোতকি জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকর্মী ও গ্রামবাসীরা ধ্বংসস্তূপ থেকে আহত ব্যক্তি ও লাশ উদ্ধারের কাজ করেছেন।
সিন্ধ প্রদেশের গোতকি জেলার পুলিশ প্রধান উমর তুফাইল বলেছেন, মিল্লাত এক্সপ্রেস ট্রেনের ধ্বংসাবশেষে এখনও ১৫ থেকে ২০ জন যাত্রী আটকা পড়ে আছেন। কর্তৃপক্ষ আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে ভারী যন্ত্রপাতি ব্যবস্থা করার চেষ্টা করছে।
আরও পড়ুন: আরও ১৩ জোড়া ট্রেন চালু
গোতকি পুলিশের উপ-কমিশনার উসমান আবদুল্লাহ বলেন, ‘মিল্লাত এক্সপ্রেস নামের একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার পরে স্যার সাঈদ এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষ হয়। ট্রেনের লাইনচ্যুত হওয়া এবং মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণ এখনও স্পষ্ট নয়।’
আরও পড়ুন: ঢাকার যানজট কমাতে ২০৩০ সালের মধ্যে ৬টি মেট্রোরেল: কাদের
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের জন্য চ্যালেঞ্জ হলো যারা এখনও ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন তাদের দ্রুত উদ্ধার করা।’
আবদুল্লাহ জানান, এ পর্যন্ত অন্তত ৩০ জন যাত্রী মারা গেছেন।
আরও পড়ুন: আরও ১১ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু
রেল কর্মকর্তাদের মতে, দু’টি ট্রেনে প্রায় ১ হাজার ১০০ যাত্রী ছিলেন। আর বেঁচে যাওয়া যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেয়ার চেষ্টা করা হচ্ছে।
৩ বছর আগে
পাকিস্তানের কারাগার থেকে ফিরছেন ২৯ বাংলাদেশি
পাকিস্তানের সিন্ধ প্রদেশের মালির এবং করাচী কারাগার থেকে মুক্ত ২৯ জন বাংলাদেশি নাগরিক বুধবার দেশে ফিরছেন।
৪ বছর আগে