সমাধি
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শেখ হাসিনার শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে জিয়ারত করেছেন।
তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সময় বঙ্গবন্ধু ও অন্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাও করেছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (৫ জুলাই) বিকালে মোনাজাতে অংশ নেন তিনি।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সরকারি হাসপাতালে চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ দুপুরে পদ্মা সেতু দিয়ে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িতে পৌঁছান।
এর আগে প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সমাপনী উপলক্ষে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে আয়োজিত নাগরিক সমাবেশে যোগ দেন।
২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী সেতু পার হয়ে বেশ কয়েকবার টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িতে যান।
প্রধানমন্ত্রী আগামীকাল সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে 'বঙ্গবন্ধু কর্নার' উদ্বোধন করবেন এবং 'এসো বঙ্গবন্ধুকে জানি' অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন।
পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন।
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে শনিবার বিকালে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন তিনি।
আরও পড়ুন: বাংলাদেশ-স্পেনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
৪ মাস আগে
টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে বিসিএস ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের সংগঠন ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএফএসএ) ২০২২-২৪ বৎসরের কার্যকরী কমিটি বুধবার টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে।
বিএফএসএ’র সভাপতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের নেতৃত্বসহ-সভাপতি ও উপ-হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হযরত আলী খান, কার্যকরী সদস্য ও মহাপরিচালক এএফএম জাহিদুল ইসলাম এবং কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।
(বিএফএসএ নেতারা জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতিহা পাঠ, দোয়া এবং মোনাজাতে অংশগ্রহণ করেন।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তারা বঙ্গবন্ধুর অনুসৃত বাংলাদেশের পররাষ্ট্র নীতির ভিত্তি ‘সকলের সঙ্গে বন্ধুত্ব,কারও সঙ্গে বৈরিতা নয়’- উক্তিটিকে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বিশেষভাবে তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানান। সম্প্রতি এ উক্তিটি জাতিসংঘ সাধারণ পরিষদে ‘ইন্টারন্যাশনাল ইয়ার অব ডায়ালগ অ্যাজ এ গ্যারান্টি অব পিস, ২০২৩’ শীর্ষক রেজুলেশনে সন্নিবেশিত হয়েছে।
তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট কূটনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সাবেক দূতদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
১ বছর আগে
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আইন সচিবের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার। বৃহস্পতিবার তিনি আইন ও বিচার বিভাগের সচিব পদে যোগদান করেন।এর আগে তিনি একই বিভাগের ভারপ্রাপ্ত সচিব ছিলেন।
শুক্রবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন বেলা ১২টা ২০ মিনিটে সড়ক পথে টুঙ্গিপাড়ায় পৌঁছান আইন সচিব। এরপর তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন আইন সচিব।
এর আগে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন তিনি।
শ্রদ্ধা নিবেদনের সময় আইন সচিবের সঙ্গে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, আইন ও বিচার বিভাগের উপসচিব ড. শেখ গোলাম মাহবুব,শেখ হুমায়ুন কবীর, ড. একেএম এমদাদুল হক, এস. মোহাম্মদ আলী ও আবু সালেহ মো.সালাউদ্দিন খাঁ,উপসলিসিটর কাজী শহিদুল ইসলাম ও নুসরাত জাহান। এছাড়া সচিবের একান্ত সচিব এসএম মাসুদ পারভেজসহ বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
২ বছর আগে
জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর তারা জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
২ বছর আগে
চীনের সমাধিতে মিলল ৫০০ বছরের পুরনো অক্ষত ডিম
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চিনের সিচুয়ান প্রদেশের প্রত্নতাত্ত্বিকেরা সোমবার বলেছেন যে তারা একটি বয়ামে ৫০০ বছরেরও বেশি পুরনো চাল এবং অক্ষত ডিম পেয়েছেন।
৪ বছর আগে