নতুন প্রক্টর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর সাইফুদ্দিন আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তি জারি করা হয়।
আরও পড়ুন: হাবিপ্রবির উপাচার্য, প্রক্টর ও উপদেষ্টাসহ ৩ জনের পদত্যাগ
হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট প্রক্টরিয়াল টিমের পদত্যাগের পর প্রক্টর ও সহকারী প্রক্টরের পদ শূন্য হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) শিক্ষকতা করেছেন সাইফুদ্দিন আহমেদ।
তিনি শাবিপ্রবির সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেন। তার চারটি বই এবং ১৭টি জার্নাল নিবন্ধ প্রকাশিত হয়েছে।
অধ্যাপক সাইফুদ্দিন শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে সব অংশীজনদের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি ইউএনবিকে বলেন, ‘আমরা শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ্ববিদ্যালয়ের সব স্টেকহোল্ডারদের সমর্থন প্রত্যাশা করি। এ লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করব।’
আরও পড়ুন: আন্দোলনের মুখে ববির ভিসি-প্রক্টরসহ ২০ জনের পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের পদত্যাগ
৩ মাস আগে
ইবি’র নতুন প্রক্টর অধ্যাপক আজাদ
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বুধবার জানান, উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাকে আগামী এক বছরের জন্য এই পদে নিয়োগ দিয়েছেন।
তিনি আরও বলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের মেয়াদ শেষ হওয়ায় তাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে।
নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় তিনি সবসময় বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করে যাবেন।
এর আগে অধ্যাপক আজাদ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকবিষয়ক বিভাগের পরিচালক ছিলেন।
আন্তর্জাতিকবিষয়ক বিভাগের পরিচালক থাকাকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীন, তুরস্ক ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
আরও পড়ুন: ইবি শিক্ষার্থীর স্বর্ণপদক জয়
শাবিপ্রবির নতুন প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল
১ বছর আগে
নতুন প্রক্টর পেল ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন প্রক্টর হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৩ বছর আগে