বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ইবির নতুন ভিসি ঢাবির সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুস সালাম
ইবি উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম আগামী এক বছরের জন্য অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। নিয়মানুযায়ী তিনি এ পদের সব সুযোগ সুবিধা পাবেন বলে তিনি জানান।
অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন সদ্যবিদায়ী প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণের স্থলাভিষিক্ত হলেন।
পরেশ বর্মনের আগে মাত্র দুদিনের জন্য প্রক্টরের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মাহবুব রহমান। শিক্ষার্থী ও ছাত্রলীগের একাংশের টানা ১১ ঘণ্টা আন্দোলনের মুখে যোগদানের দুই দিনের মাথায় তিনি পদত্যাগ করতে বাধ্য হন।
২০১৯ এর ২২ সেপ্টেম্বর ড. মাহবুবের পদত্যাগের পরই বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড.পরেশ বর্মণকে নতুন প্রক্টরের দায়িত্ব দেয়া হয়।
আরও পড়ুন: উপাচার্য, কোষাধ্যক্ষ ছাড়াই এক মাস ধরে চলছে ইবি
ওই রাত সাড়ে ১০টার দিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। পরে নতুন প্রক্টর পেয়ে আন্দোলন থেকে সরে আসার ঘোষণা দেয় ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা।
এর আগে প্রক্টর মাহবুব রহমানের পদত্যাগের দাবিতে ২১ সেপ্টেম্বর সকাল থেকে বিক্ষোভ করতে থাকেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের একাংশ। দুপুর দেড়টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে আন্দালন করেন তারা।
আরও পড়ুন: বিজ্ঞান এবং প্রযুক্তি ফেলোশিপ পেলেন ইবির ২৬ শিক্ষক
২২ সেপ্টেম্বর প্রক্টর পরিবর্তনের জন্য একদিনের আল্টিমেটাম দিয়েছিলেন তারা। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস সময় শেষ হলেও প্রক্টরকে পরিবর্তন করেনি প্রশাসন। আন্দোলনকারীদের কাছেসাত দিনের সময় চায় কর্তৃপক্ষ। তাতে রাজি হয়নি আন্দোলকারীরা।
ছাত্রলীগের নেতা-কর্মীদের দাবি ছিল, ২০১৪ সালে প্রক্টরের দায়িত্বে থাকা অবস্থায় ড. মাহবুব পুলিশকে ছাত্রলীগের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। শিক্ষক বাণিজ্যের সাথে প্রত্যক্ষভাবে জড়িত তিনি। নিয়োগ বাণিজ্যের একাধিক অডিও ক্লিপ ফাঁস হয়েছে তার বিরুদ্ধে। এসব কারণে তার পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন: করোনার ছুটির মধ্যে পরীক্ষা নেবে ইবি