সাপের বিষ
জয়পুরহাট থেকে ১৬ কোটি টাকার সাপের বিষ জব্দ
অবৈধভাবে সীমান্তের চোরাই পথ দিয়ে ভারতে সাপের বিষ পাচারের সময় ২ কেজি ৪৬৬ গ্রাম (১৬ কোটি ২ লাখ ৯০ হাজার টাকা) সাপের বিষ জব্দ করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।
মালিকবিহীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় জয়পুরহাটের পার্শ্ববর্তী-দিনাজপুরের বিরামপুর উপজেলা সীমান্তসংলগ্ন এলাকা থেকে এসব বিষ জব্দ করা হয়।
আরও পড়ুন: দিনাজপুরে সীমান্তে সোয়া কোটি টাকার সাপের বিষ জব্দ
জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ নেওয়াজ বলেন, সাপের বিষ পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৮৯/৪১-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে দক্ষিণ দামোদরপুরে মালিকবিহীন ২ কেজি ৪৬৬ গ্রাম (১৬ কোটি ২ লাখ ৯০ হাজার টাকা) সাপের বিষ জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: বিরামপুর থেকে তিন কোটি টাকার সাপের বিষ জব্দ
৩ মাস আগে
বিরামপুর থেকে তিন কোটি টাকার সাপের বিষ জব্দ
দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে ভারতে সাপের বিষ পাচারের সময় ২ কেজি ৪৭১ গ্রাম (২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা) সাপের বিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার সময় বিরামপুর সীমান্তের ঘাসুরিয়া সীমান্ত থেকে মালিকবিহীন সাপের বিষগুলো জব্দ করা হয়।
আরও পড়ুন: দিনাজপুরে সীমান্তে সোয়া কোটি টাকার সাপের বিষ জব্দ
জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, ঘাসুরিয়া এলাকা দিয়ে সাপের বিষ পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে মালিকবিহীন ২টি কাচের জারে ১ কেজি ২০৩ গ্রাম ও কালো রঙের আরেকটি জারে ১ কেজি ২৬৮ গ্রামসহ ২ কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ জব্দ করা হয়েছে।
যার আনুমানিক মূল্য ২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা।
তিনি আরও বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা বিষ ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীতে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৬
হাসপাতালে সাপের বিষের প্রতিষেধক না থাকায় মা ও শিশুপুত্রের মৃত্যু
৬ মাস আগে
দিনাজপুরে সীমান্তে সোয়া কোটি টাকার সাপের বিষ জব্দ
দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টার সময় ১ কেজি পরিমাণ সাপের বিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা।
তবে বুধবার (১০ এপ্রিল) মধ্যরাতে বিজিবির এ অভিযানে জড়িত কাউকে আটক করা যায়নি।
জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া জানান, ঘাসুড়িয়া সীমান্ত এলাকা দিয়ে রাতে ভারতে সাপের বিষ পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আফিক হাসানের সমন্বয়ে ঘাসুরিয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টহল দলকে ঘাসুড়িয়া সীমান্তে অভিযানে পাঠানো হয়।
আরও পড়ুন: রাজধানীতে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৬
বিজিবির দলটি সীমান্তের ২৮৯/১ নম্বর সাব পিলার থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওসমান মোড় নামক স্থানে অভিযান চালায়। পরে সেখান থেকে ১ কেজি পরিমাণ সাপের বিষ জব্দ করে।
অধিনায়ক আরও জানান, পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। তবে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন: হাসপাতালে সাপের বিষের প্রতিষেধক না থাকায় মা ও শিশুপুত্রের মৃত্যু
৭ মাস আগে
রাজধানীতে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ আটক ৬
রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ছয় সদস্যকে আটকের কথা জানিয়েছে র্যাব।
৩ বছর আগে