লিখিত পরীক্ষা
দুই বিসিএসের লিখিত ও প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা এবং ২৭ জুন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: ২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরত দিতে নির্দেশ
গত বিসিএসের লিখিত পরীক্ষা ও ৪৭তম প্রিলিমিনারির সময়সূচি, হলভিত্তিক আসন-ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তীতে পিএসসির ওয়েবসাইটসহ(http://www.bpsc.gov.bd/) টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://www.bpsc.gov.bd/) ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে নির্দিষ্ট সময়ে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
৪ দিন আগে
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
৪৫তম বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
৪৯০ দিন আগে
৪৩তম বিসিএস লিখিত পরীক্ষায় পাস করেছে ৯৮৪১ জন
৪৩তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) লিখিত পরীক্ষায় মোট ৯ হাজার ৮৪১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
রবিবার (২০ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ফলাফল প্রকাশ করেছে।
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২১ সালের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় এবং প্রায় ১৫ হাজার ২২৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষা ২০২২ সালে অনুষ্ঠিত হয়েছিল।
৪৩তম বিসিএস থেকে ১ হাজার ৮১৪ জন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।
এর মধ্যে প্রশাসনে ৩০০, পুলিশে ১০০, ফরেন সার্ভিসে ২৫, শিক্ষায় ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সেশনে ১৯, কাস্টমস ১৪ ও সমবায় ক্যাডারে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুন: ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ
৪৪তম বিসিএসের আরবি ও ইসলামিক স্টাডিজের লিখিত পরীক্ষা ১১ জানুয়ারি
সুপারিশপ্রাপ্ত পাঁচজনকে বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগের নির্দেশ
৫৮৬ দিন আগে
লিখিত পরীক্ষার পরে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চলমান এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হলেই ঘূর্ণিঝড় মোখা'র কারণে স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া হবে।
সোমবার রাজধানীর সরকারি টিচার ট্রেনিং কলেজের এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
আরও পড়ুন: দেশের সব বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী
তিনি বলেন, সময়সূচি অনুযায়ী ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি ও মাদরাসা বোর্ডের অধীনে লিখিত পরীক্ষা আগাম ২৩ মে শেষ হবে। এরপর ১৪ ও ১৫ মে’র স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে।
ঘূর্ণিঝড় মোখার কারণে রবিবার (১৪ মে) চট্টগ্রাম শিক্ষাবোর্ড, কুমিল্লা শিক্ষাবোর্ড, যশোর শিক্ষাবোর্ড ও বরিশাল শিক্ষাবোর্ড; বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।
আর সোমবার (১৫ মে) অনুষ্ঠেয় দেশের সব শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার শনি ও রবিবার এ সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি জারি করেছিলেন।
নতুন শিক্ষাক্রমের কথা উল্লেখ করে দীপু মনি বলেন, দক্ষ ও স্মার্ট জাতি গঠনে কর্তৃপক্ষ নতুন পাঠ্যক্রম বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে।
আরও পড়ুন: প্রশ্নফাঁসের সুযোগ নেই, গুজব রটালে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী
২৬ এপ্রিল থেকে ২৩ মে কোচিং সেন্টার বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী
৬৮৩ দিন আগে
৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রবিবার (১ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৫৬ জন।
ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd ও Teletalk BD Ltd.এর Web Address: http//bpsc.teletalk.com.bd পাওয়া যাচ্ছে।
পিএসসির ওয়েবসাইটের পাশাপাশি মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এসএমএসে ফল জানতে টেলিটক মোবাইল থেকে BCS লিখে স্পেস দিয়ে ৪১ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
চলতি বছরের ১৯ মার্চ ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পড়ুন: ১৯ মার্চই ৪১তম বিসিএস পরীক্ষা, রিট খারিজ
৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৬ আগস্ট
বছরের শেষ ২ মাসে হতে পারে এসএসসি, এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
১৩৩৫ দিন আগে
৫ কেন্দ্রে ফের পরীক্ষা নেবে বার কাউন্সিল, সুযোগ পাবে না বিশৃঙ্খলাকারীরা
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তিকরণ লিখিত পরীক্ষার ৯টি কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্রের পরীক্ষা পুনরায় নেয়া হবে।
১৫৫৪ দিন আগে