৪৩তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) লিখিত পরীক্ষায় মোট ৯ হাজার ৮৪১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
রবিবার (২০ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ফলাফল প্রকাশ করেছে।
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২১ সালের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় এবং প্রায় ১৫ হাজার ২২৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষা ২০২২ সালে অনুষ্ঠিত হয়েছিল।
৪৩তম বিসিএস থেকে ১ হাজার ৮১৪ জন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।
এর মধ্যে প্রশাসনে ৩০০, পুলিশে ১০০, ফরেন সার্ভিসে ২৫, শিক্ষায় ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সেশনে ১৯, কাস্টমস ১৪ ও সমবায় ক্যাডারে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুন: ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ
৪৪তম বিসিএসের আরবি ও ইসলামিক স্টাডিজের লিখিত পরীক্ষা ১১ জানুয়ারি
সুপারিশপ্রাপ্ত পাঁচজনকে বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগের নির্দেশ