মার্কেটে আগুন
খুলনায় মার্কেটে আগুন, অর্ধশত দোকান ছাই
খুলনার প্রাণকেন্দ্র পিকচার প্যালেস সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের অন্তত ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৯মার্চ) ভোর ৫টা ৪০মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যেই আগুনে অস্থায়ী ওই মার্কেটের সব দোকান পুড়ে গেছে। এ মার্কেটে অন্তত ৫০টি দোকান ছিল বলে জানা গেছে।
আগুনে পুড়ে যাওয়া এসব দোকানে কসমেটিকস, জামাকাপড়, জুতা, ব্যাগসহ ঈদ উপলক্ষ্যে নানা সামগ্রীর পসরা সাজিয়ে বসে ছিলেন দোকানিরা।
আরও পড়ুন: চট্টগ্রামের টেরিবাজারের গোডাউনে আগুন
ব্যবসায়ীরা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস হলের জমিতে ‘পিকচার প্যালেস সুপার মার্কেট’ নাম দিয়ে একবছর ধরে দোকান বসিয়ে ব্যবসা করছিলেন তারা।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ঈদের আগে ব্যবসায়ীদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে জানিয়ে আর্তনাদ করতে দেখা গেছে অনেককে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয় খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম ইউএনবিকে জানান, নগরীর পিকচার প্যালেস সুপার মার্কেটে ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কেটের প্রায় ৫০টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
১৯ দিন আগে
পুরান ঢাকার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর চকবাজার এলাকায় শনিবার রাতে একটি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গুদাম পরিদর্শক (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম জানান, শনিবার রাত ১১টা ৪৪ মিনিটের দিকে ইমামগঞ্জের একটি হার্ডওয়্যার মার্কেটে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে লালবাগ, সদরঘাট ও পলাশী ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শনিবার দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: গাজীপুরের কোনাবাড়ীতে আগুনে পুড়ে দম্পতির মৃত্যু
পুরান ঢাকার জুতার গুদামের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ২ তেলবাহী ট্রাকের আগুন নিয়ন্ত্রণে
৮৪১ দিন আগে
খুলনায় মার্কেটে আগুন, ১৬টি দোকান পুড়ে গেছে
খুলনা সদর উপজেলার বড়ো বাজারে বুধবার দুপুরে আগুনে কমক্ষে ১৬টি দোকান পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে ভৈরব বাসস্ট্যান্ডের পাশের বাজারের একটি দোকানে আগুন লাগে এবং কিছুক্ষণের মধ্যেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খুলনা ফায়ার সার্ভিসের বিভাগীয় উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি দমকল কাজে লাগানো হয় এবং আগুন নেভাতে তাদের প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়।
আরও পড়ুন: খুলনার রূপসা ইউসেপ স্কুলের আগুন নিয়ন্ত্রণে
দুর্গাপূজার ছুটির কারণে আজ বুধবার বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, আগুনের সঠিক উৎস ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: রাজধানীর এরশাদ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
খুলনায় পাটকলের আগুন নিয়ন্ত্রণে
৯১৫ দিন আগে
ফরিদগঞ্জে মার্কেটে আগুন, আহত ১০
চাঁদপুরের ফরিদগঞ্জে মার্কেটে আগুন লেগে চারটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এই সময় আগুন নেভাতে গিয়ে প্রায় দশ জন আহত হয়েছেন।
ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালিরবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে পুরাতন চেম্বার ভবনে অগ্নিকাণ্ড
স্থানীয়রা জানায়, রাতে ফরিদগঞ্জ-কালির বাজার সড়কের কালির বাজারের উত্তর গলির বাবুল পাটওয়ারীর মার্কেটে হঠাৎ আগুন লেগে যায়। এতে ওই মার্কেটের চারটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে প্রায় দশ জন আহত হয়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ অন্তত ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সংবাদ পেয়ে চাঁদপুর ও লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন যে বৈদ্যুতিক শর্ট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় আগুনে পুড়ে প্রতিবন্ধী কলেজছাত্রের মৃত্যু
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, বৃহস্পতিবার ভোর রাতে পুলিশের একটি টহল টিম কালির বাজার অতিক্রমকালে অগ্নিকাণ্ডের ঘটনা দেখে লোকজনকে সংবাদ দেয়।
১২৩৫ দিন আগে
কেরানীগঞ্জে মার্কেটে আগুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মার্কেটে আগুন লেগে সাতটি দোকান পুড়ে গেছে।
১৫৬৩ দিন আগে