শুক্রবার রাত সোয়া ১০ টায় পোশাক শিল্প এলাকায় তানাকা টাওয়ার মার্কেটের তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বিদ্যুৎ অথবা জ্বলন্ত সিগারেটের থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন : লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের আগুনে এতিমখানা পুড়ে ছাই
ক্ষতিগ্রস্থ জুট কাপড়ের দোকান মালিক রতন জানান, রাত সোয়া ১০টার দিকে নুরুল ইসলামের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এর পরপরই আগুনের লেলিহান শিখা ইলিয়াস, জুবায়ের ও রতনের দোকানে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট মাত্র ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা ফারুক হোসেন জানান, কী কারণে আগুনের সূত্রপাত তা পরে বলা যাবে। মোট সাতটি দোকান পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাবে না।
আরও পড়ুন: পুরান ঢাকায় প্লাস্টিকের কারখানায় আগুন
মার্কেটের আগুন নেভানোর সিলেন্ডার অকেজো ছিল বলে জানান তিনি।
এদিকে, গত ২৪ ডিসেম্বর সিলেট নগরীর সুবিদবাজারে অগ্নিকাণ্ডে থ্রি স্টার স'মিল ও গ্রিলের ওয়ার্কশপ পুড়ে গেছে। এ সময় একটি বাড়িসহ কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর অল্পের জন্য রক্ষা পেয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তার আগেই স'মিলের মেশিনসহ বিপুল পরিমাণ কাঠ পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
আরও পড়ুন: কালশী বস্তিতে আগুনে ৫৫ ঘর পুড়ে ছাই
থ্রি স্টার স'মিলের মালিক আবদুল মুকিত রিপন বলেন, বৃহস্পতিবার সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে স'মিলে পৌঁছে দাউ দাউ করে জ্বলতে দেখি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: মোহাম্মদপুরের বিহারী পট্টিতে ভয়াবহ আগুন
তিনি বলেন, স'মিলে আগুন লাগার ধরণ থেকে স্পষ্ট বুঝা যায় কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে। আগুন স'মিলের বাইরের অংশ থেকে লাগানো হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অল্পের জন্যে রক্ষা পেয়েছে স'মিল সংলগ্ন একটি মেসবাড়ি ও কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর। তবে স'মিল সংলগ্ন একটি ওয়ার্কসপ পুরোপুরি ভস্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, ফায়ার সার্ভিসের তৎপরতায় ২০ লাখ টাকার সম্পত্তি ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।