ফকিরাপুল
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) রাত সোয়া ১১ টার দিকে মতিঝিল ফকিরাপুল এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত ইলেকট্রিক মিস্ত্রি শাহ আলম (৪০) কুমিল্লা হোমনা উপজেলার জলিল সওদাগরের ছেলে। তিনি ফকিরাপুল ৪নং গলিতে থাকতেন।
আরও পড়ুন: মাদারীপুরে পাটখেতে থেকে শাক তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহ আলমকে হাসপাতালে নিয়ে আসা মো. মামুন বলেন, ফকিরাপুলে আমার বাড়িতে বৈদ্যুতিক মোটরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহ আলম অচেতন হয়ে পড়েন।
তিনি আরও বলেন, পরে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আরও পড়ুন: কচুয়াতে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রীর মৃত্যু
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ মালিকের মৃত্যু
১ বছর আগে
বিচারক ও পুলিশের ওপর হামলার উদ্দেশ্যেই দেশে আসেন মনির
বিচারক ও পুলিশের ওপর হামলার পরিকল্পনার অভিযোগে মনির আব্দুল রাজ্জাক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিট। রবিবার রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনির বাহরাইন প্রবাসী এবং ধর্মীয় উগ্রবাদী সংগঠন গাজওয়াতুল হিন্দের সদস্য।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ২
জিজ্ঞাসাবাদে মনির জানিয়েছে, সংগঠনের হয়ে তার মিশন সম্পন্ন করতে বিচারক ও পুলিশের ওপর হামলার উদ্দেশ্যে তিনি ২৮ ফেব্রুয়ারি দেশে আসেন।
সাইবার-ক্রাইম ইউনিট সূত্র জানায়, বাহরাইনে অবস্থানকালে মনির মানুষকে চরমপন্থী কার্যকলাপে উদ্বুদ্ধ করতে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেন।
তার বিরুদ্ধে ডিএমপির রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে আনসার আল ইসলামের ২ সদস্য গ্রেপ্তার: র্যাব
২ বছর আগে
রাজধানীতে ভবনের ছাদে মিলল দম্পতির লাশ
রাজধানীর ফকিরাপুল এলাকায় একটি ভবনের ছাদ থেকে স্বামী-স্ত্রীর লাশ বুধবার রাতে উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- শহীদ আহমেদ (২৭) ও মর্জিনা (২১)।
৫ বছর আগে