দেয়াল ধস
চট্টগ্রামে ঘরের দেয়াল ধসে শিশু নিহত
চট্টগ্রামের পটিয়ায় ভারী বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে তাহমিদা মান্নান নিঝুম নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদার পাড়া গ্রামের মাঝের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু নিঝুম (৮) ওই এলাকার আবদুল মান্নানের মেয়ে ও স্থানীয় চাটারা নোমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
আরও পড়ুন: পাবনায় ডোবায় শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু
স্থানীয়রা জানান, পাশের আমিনুল হকের গুদাম ঘর ভেঙে আবদুল মান্নানের ঘরের দেয়ালে পড়ে। এতে পুরো ঘরটি ভেঙে যায় এবং ঘুমন্ত শিশুটি মাটিচাপা পড়ে মারা যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানার একটি দল ঘটনাস্থলে গেছে। স্থানীয়দের অনুরোধে এ বিষয়ে কোনো মামলা করা হয়নি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
৪ মাস আগে
৩ জেলায় দেয়াল ধসে ৪ জনের মৃত্যু
তিন জেলায় পৃথক স্থানে দেয়াল ধসে চারজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (২৭ মে) চট্টগ্রাম বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকার টেক্সটাইল বেলতলায়, বরিশাল নগরীর রুপাতলী লিলি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এবং কুমিল্লা নগরীর নোয়াগাঁ চৌমুহনি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগরীতে নির্মাণাধীন মাদরাসার দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম নোয়াখালীর বেগমগঞ্জের বাবুল মিয়ার ছেলে। তিনি নগরীর তারা গেট এলাকায় একটি কার্টুন প্রস্তুতকারী কারখানায় কর্মরত ছিলেন।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, সকালে ওই স্থান দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই যুবকের উপর একটি মাদরাসার নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে। এতে তার মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে বরিশালে বহুতল ভবনের ছাদের দেয়ালের অংশ একটি টিনশেড খাবার হোটেলের উপর ধসে পড়ে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর হোটেল কর্মচারী সাকিব। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে হোটেল মালিক লোকমান হোসেন এবং হোটেল কর্মচারী মোকছেদুর রহমান রয়েছেন।
নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ বলেন, বহুতল ভবনটির ছাদের উপরের দেয়ালের অংশ বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে ধসে পাশের টিনশেড খাবার হোটেলের উপর পড়ে। এতে টিনের চালসহ দেয়ালের নিচে চাপা পড়ে ঘুমন্ত হোটেল মালিকসহ দুই কর্মচারী। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, সোমবার রুপাতলী লিলি পেট্রোল পাম্প এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
তিনি আরও বলেন, আহত হোটেল কর্মচারী সাকিবকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, কুমিল্লায় নির্মাণাধীন সাততলা ভবনের দেয়াল ধসে পাশের নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাইফুল ইসলাম নামে এক ছাত্র নিহত হয়েছে।
আজ দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন শিল্পি আক্তার নামে আরেক শিক্ষিকা।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাদিমুল বাহার বলেন, একটি নির্মাণাধীন সাততলা ভবনের দেয়াল ধসে পার্শ্ববর্তী নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় একজন শিক্ষিকাও আহত হয়েছেন।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমাল: আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু
পটুয়াখালীতে জোয়ারে ভেসে যাওয়া যুবকের মৃত্যু
৬ মাস আগে
ধামরাইয়ে কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে ২ নিরাপত্তা কর্মীর মৃত্যু
ঢাকার ধামরাইয়ে কালবৈশাখী ঝড়ে ঘরের ধসে পরা দেয়ালের চাপায় দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।
এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন তাদের মধ্যে দুজন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ইনচার্জ মো. ইউসুফ আলী।
আরও পড়ুন: বগুড়ায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
এর আগে রবিবার দিনগত রাতে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের একটি বেসরকারি এগ্রো ফার্মের নিরাপত্তারক্ষীদের শয়নকক্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- নওগাঁ জেলার মান্দা থানার কফিল উদ্দীনের ছেলে আনিসুর রহমান ও গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার মৃত মতিউর রহমানের ছেলে শাহারুল আলম।
এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন- আল মামুন ও হামিদ আলী। তারা সবাই ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আড়ালিয়া এলাকার এসএস এগ্রো লিমিটেডের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় শুরু হলে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আড়ালিয়া গ্রামের এসএস এগ্রো কমপ্লেক্স লিমিটেডের ভিতরের একটি কক্ষে ৭ জন নিরাপত্তাকর্মী অবস্থান করছিলেন। এসময় কালবৈশাখী ঝড়ে প্রথমে ওই কক্ষের চাল উড়ে নিরাপত্তাকর্মীদের উপরে পরে। পরে দেয়ালও তাদের উপর ধসে পরে।
এসময় তাদের মধ্যে ৫ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনের চিকিৎসা চলছে। অপর আরেকজন সামান্য আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ডিউটি ইনচার্জ মো. ইউসুফ আলী বলেন, গতরাতে দেয়াল ধসে আহত চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে দুইজন মারা গেছেন। বাকি দুই জন চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) পাভেল মোল্লা বলেন, গতরাতে দেয়াল ধসে একটি ফার্মে কয়েকজন আহত হন। তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, দুইজন মৃত্যুর খবর পেয়ে সকালে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য তাদের লাশ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। তারা শঙ্কামুক্ত আছেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ভটভটি সংঘর্ষে যুবকের মৃত্যু
গরু চরাতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
৭ মাস আগে
বাঁশখালীতে অতি বৃষ্টিতে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীতে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ আগস্ট) রাতে উপজেলার সাধনপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত মো. মিজবাহ (৩) সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বৈলগাঁও গ্রামের কৃষক রফিউল আলমের ছেলে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দেয়াল ধসে নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
আরও পড়ুন: বরিশালে অস্ত্রোপচার করে সুঁই বের করার সময় শিশুর মৃত্যুর অভিযোগ
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আব্দুল হামিদ বলেন, রাতের কোনো এক সময় দেয়াল ধসে শিশুটি মারা যায়। শিশুটির বাবা কৃষিকাজ করেন।
তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরে শিশুটির মা অসুস্থ। চিকিৎসাসহ বিভিন্ন কারণে আর্থিক অনটনে আছে পরিবারটি। তাই বর্ষা আসার আগে তারা বাড়িও মেরামত করতে পারেননি। অতি বৃষ্টির কারণে দেয়াল ধসের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: ভোলায় একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
১ বছর আগে
ভারতে ভারী বর্ষণের ফলে দেয়াল ধসে নিহত ১০
ভারতের উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণে দেয়াল ধসে কমপক্ষে ১০ জন মারা গেছেন। শনিবার রাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি এ তথ্য জানিয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে উত্তরপ্রদেশে ও পাশ্ববর্তী দিল্লিতে অবিরাম বৃষ্টি হচ্ছে।
আরও পড়ুন: জি-২০ সম্মেলনে বাংলাদেশকে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানাবে ভারত
এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানান,‘রাজ্যের ইটাওয়া জেলাজুড়ে ভারী বর্ষণের কারণে দেয়াল ধসে ১০ জন মারা গেছে। নিহতদের মধ্যে সাত শিশু ছিল।’
পুলিশ আরও জানিয়েছে,বাকি তিনজনের মধ্যে এক বয়স্ক দম্পতিও ছিল।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার বন্যা কবলিত এলাকাগুলো আকাশপথে ঘুরে দেখেন এবং কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সম্পর্ক হৃদয়ের মাধ্যমে সংযুক্ত: দোরাইস্বামী
ভারতে দেয়াল ধসে নিহত ৯
২ বছর আগে
বাগেরহাটে ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু
বাগেরহাটের শরণখোলায় নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে পড়ে এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার মালিয়া রাজাপুর গ্রামের দেলোয়ার হাওলাদারের বাড়িতে ওই দেয়াল ধসের ঘটনা ঘটে।
নিহত লিজা আক্তার (৮) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আমুরবুনিয়া গ্রামের মিলন খানের মেয়ে। লিজা কয়েক দিন আগে তার দাদীর সঙ্গে নানা দেলোয়ার হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে।
নিহত লিজার নানা দেলোয়ার হোসেন জানান, বাড়িতে তার নাতী অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। খেলার ফাঁকে সে নির্মাণাধীন ভবনের দেয়াল বেয়ে উঠতে যায়। এসময় দেয়াল ধসে তার মাথার উপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা লিজাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মাগুরায় ট্রাকচাপায় শিশু নিহত, চালক গ্রেপ্তার
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাদিয়া নওরীন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা নথিভুক্ত করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: গাজীপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
২ বছর আগে
চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের দেয়াল ধস, আহত ৮
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার কাছে বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর ধসে পড়েছে। একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে পথচারী ও হকারসহ অন্তত ৮ জন আহত হয়েছে।
রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে লালদীঘির পাড় ও কোতোয়ালি থানার বিপরীতে প্রধান সড়কের পাশে সীমানা প্রাচীরের বড় একটি অংশ ধসে পড়ে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশ ব্যাংকের দেয়ালে ধাক্কা দিলে তা ধসে পড়ে। এতে পথচারী ও হকারসহ অন্তত ৮ জন আহত হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালককে আটকের পাশাপাশি গাড়িটিও জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: নেত্রকোণায় সভা চলাকালে আ.লীগের অফিসের মেঝে ধসে আহত ৭
এদিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগ থেকে একটি টিম ঘটনাস্থলে উদ্ধার অভিযানে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কফিল উদ্দিন।
ঘটনাস্থলে থাকা আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, দেয়াল ধসে পড়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তবে আসার আগেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কতজন আহত হয়েছে তা বলতে পারছি না।
আরও পড়ুন: ভারতে ভূমিধসে ১১ জনের মৃত্যু
৩ বছর আগে
চট্টগ্রামে দেয়াল ধসে ২ শ্রমিক নিহত
চট্টগ্রাম মহানগরীর লাভলেইন এলাকায় নির্মাণাধীন দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
৩ বছর আগে