চট্টগ্রাম মহানগরী
ছাত্রদল নেতা নুরু হত্যা: ফজলে করিমসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা
চট্টগ্রাম মহানগরী থেকে অপহরণ করে রাউজানে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক নুরুল আলম নুরুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ৭ বছর পর মামলা দায়ের করেছে তার পরিবার।
এ হত্যা মামলায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীসহ ১৭ জনের নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর।
আরও পড়ুন: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৫ জনের বিরুদ্ধে ৩ হত্যা মামলা
মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী সুমি আক্তার।
মামলায় আসামি করা হয়েছে- রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, রাউজান নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ, বর্তমানে চুয়েট পুলিশ ফাঁড়ির এসআই জাবেদ, বাবুল মেম্বার, নাসের প্রকাশ টাইগার নাসের, লিটন, তৈয়ব, ফরিদ, মামুন, আবু জাফর রাশেদ, ইয়ার মোহাম্মদ, সেকান্দর, জসিম, খালেদ, বাবুল রব্বানি, হাসান মোহাম্মদ নাসির ও মোর্শেদকে।
মামলার এজাহারে বলা হয়, ২০১৭ সালের ২৯ মার্চ নগরীর চকবাজার থানার চন্দনপুরার পশ্চিম গলির মিন্নি মহল বাসায় রাত ১১টা ৪৫ মিনিটে নুরুল আলমকে তুলে নেন এসআই জাবেদ।
এসময় বাসার তিনটি মোবাইল ফোনসহ নুরুকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে নোয়াপাড়া কলেজ ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। সেখানে কাপড় দিয়ে চোখ, মুখ বেঁধে ও রশি দিয়ে দুই হাত বেঁধে অমানুষিক শারীরিক নির্যাতন চালানো হয়।
পরে তার মাথায় গুলি করে হত্যার পর রাউজন বাগোয়ান ইউনিয়নের খেলারঘাট কর্ণফুলী নদীর তীরে লাশ ফেলে দেওয়া হয়। ৩০ মার্চ লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে শেখ হাসিনা ও শামীম ওসমানের নামে হত্যা মামলা
হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে টিপু মুনশি
৩ মাস আগে
চট্টগ্রামে ইউসিবিএল ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
চট্টগ্রাম মহানগরীর রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) জুবিলী রোড শাখা অফিসে আগুন লেগেছে।
শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
এক প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যার পর শর্ট সার্কিট থেকে হাল্কা আগুন ধরে৷ এরপরই একটা বিকট আওয়াজ হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: ফরিদগঞ্জে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
এরই মধ্যে আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের এক কর্মী অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী।
তিনি জানান, চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বর্তমানে আগুন অনেকটা নিয়ন্ত্রণে।
অগ্নিনির্বাপণে কাজ করা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘ভেতরে প্রচুর ধোঁয়া। কী থেকে এত ধোঁয়া উৎপন্ন হচ্ছে তা বলতে পারছি না। তবে ধোঁয়ার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের বেগ পেতে হচ্ছে।’
আরও পড়ুন: লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে গেছে
ঋণ করে ওমানে গিয়েছিলেন অগ্নিকাণ্ডে নিহত হোসেন
৯ মাস আগে
চট্টগ্রামে বাসে আগুন, প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
চট্টগ্রাম মহানগরীরতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, সিএন্ডবি এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।
আরও পড়ুন: রাজধানীর বাড্ডায় বাসে আগুন
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. বাহার উদ্দিন বলেন, চালক খালি গাড়ি পার্ক করে চায়ের দোকানে যান। গাড়িতে তখন হেলপার ছিলেন। হঠাৎ গাড়িতে পেছন থেকে আগুন ধরে যায়। প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
এদিকে বাসে আগুন দেওয়ার খবরে রাত ১২টার দিকে ওই এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা।
আরও পড়ুন: রাজধানীর মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন
১ বছর আগে
চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা খালি মিনিবাসে আগুন
চট্টগ্রাম মহানগরীতে বিয়ের বরযাত্রী বহনকারী একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
সোমবার (৩০ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে দামপাড়া পুলিশ লাইন সংলগ্ন গরীবুল্লাহ শাহ মাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা খালি বাসে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি এসে আগুন নেভায়।
আরও পড়ুন: চট্টগ্রামে হরতালে মাঠে নেই বিএনপি, দূরপাল্লার গাড়ি বন্ধ
স্থানীয়রা জানিয়েছেন, গরীবুল্লাহ শাহ এলাকার কমিউনিটি সেন্টার স্কয়ারে একটি বিয়ের অনুষ্ঠানের অতিথিদের নিয়ে বাসটি আসে। যাত্রী নামিয়ে দেওয়ার পর এটিতে কীভাবে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ‘রাতে হঠাৎ এসে কে বা কারা রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা মিনিবাসে আগুন ধরিয়ে দিলে গাড়িটি পুড়ে যায়। কারা লাগিয়েছে তার সত্যতা বের করার চেষ্টা করছি।’
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্রী নিহত
১ বছর আগে
বন্যায় চট্টগ্রাম মহানগরীর ৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত
চট্টগ্রামে কয়েক দিনের টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় মহানগরীর ৪১টি ওয়ার্ডের প্রায় ৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
কোথাও কোথাও সড়কের আশেপাশে ফুটপাতে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়াও নগরীতে ২ দশমিক ১৯ কিলোমিটার নালা ও প্রায় ২ কিলোমিটার ফুটপাত ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ সময় অতিবৃষ্টি ও বন্যায় মহানগরী ও জেলার ৫০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন চসিক ও জেলা প্রশাসন সূত্রে এসব তথ্য জানা গেছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে কয়েকদিনের সৃষ্ট জলবদ্ধতায় নগরীর বন্দর, আগ্রাবাদ, পতেঙ্গা, বড়পোল, হালিশহর, দেওয়ানহাট, মুরাদপুর থেকে অক্সিজেন রোড, বায়েজিদ বোস্তামী রোড, সুন্নিয়া মাদরাসা রোড, খতিবের হাট, জাকির হোসেন রোড, ডিসি রোড, লয়েল রোড, মাইজপাড়া, কে বি আমান আলী রোড, শহীদ সাইফুদ্দিন খালেদ রোড, কে সি দে রোড, জামালখান, সার্সন রোড, খাজা রোড, ওমর আলী মাতব্বর রোডসহ বিভিন্ন এলাকায় সড়কে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানা-খন্দ। নগরীর কাজীর দেউড়ি থেকে লাভলেইন, জুবলী রোড়ের বিভিন্ন স্থানে ফুটপাত দেবে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির পানিতে গর্তগুলো ভরে গেছে, রয়েছে কাদাও। অলি-গলির অনেক রাস্তাও ভেঙ্গেছে। নানা দুর্ভোগের মধ্যে দিয়ে যানবাহন চলছে এসব রাস্তায়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা জানান, ক্ষতিগ্রস্ত হওয়া সড়ক সংস্কারের জন্য ৬০ কোটি টাকা প্রয়োজন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে এই টাকা বরাদ্দ চাওয়া হবে। এর আগে বৃষ্টি মৌসুম চলে গেলে চসিকের ব্যবস্থাপনায় সড়ক সংস্কার করা হবে।
আরও পড়ুন: বান্দরবানে বন্যা: আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছে মানুষ, ১৫,৬০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
১ বছর আগে
চট্টগ্রামে দেয়াল ধসে ২ শ্রমিক নিহত
চট্টগ্রাম মহানগরীর লাভলেইন এলাকায় নির্মাণাধীন দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
৩ বছর আগে