অভিনয়
এর আগে আমি পুলিশের চরিত্রে অভিনয় করিনি: বাঁধন
‘রেহানা মরিয়ম নূর’ এর পর দেশের কোনো সিনেমায় দেখা যায়নি অভিনেত্রী আজমেরি হক বাঁধনকে। তবে সেই বিরতি ঘুচতে যাচ্ছে এবার।
সম্প্রতি চুক্তিবদ্ধ হলেন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাওয়া ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায়। এতে প্রধান চরিত্রে দেখা যাবে এই তারকাকে।
এ উপলক্ষে মঙ্গলবার (২১ নভেম্বর) বনানীর একটি রেস্টুরেন্টে সিনেমার নাম ঘোষণা ও লোগো উন্মোচন করা হয়।সেখানে সিনেমা প্রসঙ্গে বাঁধন বলেন, ‘সিনেমার নাম পড়েই বোঝা যাচ্ছে যে এটি একটি খুনের গল্প। তবে এর পরতে পরতে রয়েছে রহস্য। গল্প নিয়ে এর বেশি কিছু বলব না। ছবিটির জন্য নিজেকে প্রস্তুত করছি, যাতে নিজের সেরাটা দিতে পারি। শুটিং শেষ করে, মুক্তির আগে বাকি সব অনুভূতি জানাব।’
আরও পড়ুন: খুফিয়া: চোখ আটকে গেল বাঁধনে
বাঁধন চলতি সময়ে নারীপ্রধান চরিত্রকে প্রাধান্য দিচ্ছেন। এই সিনেমাতেও তেমনটা হতে যাচ্ছে। এই প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমি পরিচালককে সব সময় বলেছি যে আপনি কেন সবসময় কোনো পুলিশ হিসেবে ছেলেকে দেখেন? কোনো নারীকে কেন ইনভেস্টিগেটিভ অফিসার হিসেবে দেখেন না? সেনাবাহিনী, নৌবাহিনী আর পুলিশে অনেক নারী কর্মচারী–কর্মকর্তা আছেন। তাদেরও তো চরিত্র আছে। আছে গল্প। সে রকম জায়গা থেকে পরে ভাইয়া এই গল্প ঠিক করেন। এর আগে আমি পুলিশের চরিত্রে অভিনয় করিনি। এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা হবে। তাই কাজ করার আগে মন্তব্য করতে চাই না।’ সংবাদ সম্মেলনে সিনেমার পরিচালক সানী সানোয়ার বলেন, ‘অ্যাকশন থেকে বের হয়ে এবার খুনের রহস্যে ঢুকে গেলাম। ২০০৯ সালে ঘটে যাওয়া এই কেসের তদন্তে আমি নিজে যুক্ত ছিলাম। সেটা নিয়ে সিনেমা বানানোর স্বপ্ন দেখেছিলাম ‘ঢাকা অ্যাটাক’ মুক্তির পরপরই।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ডিসেম্বরে ‘এশা মার্ডার: কর্মফল’ ছবির শুটিং শুরু হবে। মুক্তি পাবে আগামী বছরের রোজার ঈদে।
সিনেমাটিতে বাঁধন ছাড়াও আরো অভিনয় করবেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্তসহ অনেকে।
আরও পড়ুন: নেটফ্লিক্সে বাঁধনের ‘খুফিয়া’ আসছে ৫ অক্টোবর
চরিত্রটি আমি আড়াই বছর বহন করেছি: ‘গুটি’-তে অভিনয় প্রসঙ্গে বাঁধন
১ বছর আগে
আমার একটা প্রশ্ন আছে, অশ্লীল কোনটা?: ইধিকা
‘প্রিয়তমা’ দিয়ে প্রথমবার ঢালিউডের সিনেমায় অভিনয় করেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এদেশের দর্শকের মাঝে বেশ প্রশংসাও কুড়িয়েছেন তিনি।
তবে সম্প্রতি ইধিকা পালকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ডিপজল।
আরও পড়ুন: রাজনীতির মাঠে সরব মাহি
ইধিকা অশ্লীল পোশাক পরেন বলে গণমাধ্যমে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি ঢাকা সফরে আসেন ইধিকা। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি ডিপজলের মন্তব্যের জবাব দেন।
তিনি বলেন, ‘তিনি সিনেমার বড় মাপের মানুষ। তাকে নিয়ে তো নতুন করে বলার নেই। তবে একটা কথা বলি। আমার যতদূর ধারণা, উনি আমাকে বলেছেন যে আমি অশ্লীল পোশাক পরি। তার কাছে আমার একটা প্রশ্ন আছে, অশ্লীল কোনটা?’
ইধিকা পাল আরও বলেন, ‘এখন পর্যন্ত আমার যে কটা কাজ আছে, করা হয়েছে; সেখানে কোথাও অশ্লীলতা আছে বলে আমার মনে হয়নি। শুধু পোশাক-আশাক তো অশ্লীল হয় না, অশ্লীল মনও হয়। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে একটা মেয়ের পোশাক-আশাক নিয়ে মন্তব্য করাটাই অশ্লীল আচরণ, আমারটা নয়।’
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার কিরাম আর্টস ফেস্টিভালে বাংলাদেশের পূজা
সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি: তিশা-ফারুকীর জীবনের প্রতিচ্ছবি?
১ বছর আগে
আর পারছি না রাষ্ট্র: ওমর সানি
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন দেশের সাধারণ মানুষ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার হতাশা প্রকাশ করলেন চিত্রনায়ক ওমর সানি।
এই তারকা তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, 'সাধারণ মানুষ কী খাবে—বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কী খাব। আর পারছি না রাষ্ট্র।'
অনেকদিন অভিনয়ের বাইরে রয়েছেন ওমর সানি। এই সময়ে রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন তিনি।
আর সেই কারণে বাজারের নিয়মিত খোঁজ রাখছেন এই তারকা। সেই উপলব্ধি থেকে তার ফেসবুক পোস্ট।
আরও পড়ুন: অনুমতি ছাড়াই মাইকেল হাত ধরে আমাকে সরাতে গেছেন: সায়ন্তিকা
পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন
অনেকেই বলবেন নেত্রী সিনেমার গল্প 'জাওয়ান' থেকে নেওয়া: বর্ষা
১ বছর আগে
পর্দায় রানি দ্বিতীয় এলিজাবেথ
রানি দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত হয়েছেন কিছুদিন হলো। তার ঐতিহাসিক জীবন সম্পর্কে জানতে পুরো বিশ্বের অনেকের আগ্রহের কোনো কমতি নেই। আর তাকে জানা আরও সহজ হয়েছে সিনেমা ও সিরিজের পর্দায় তার জীবন দেখার পর। মূলত সেগুলো নিয়েই এই লেখা সাজানো হবে। তবে এর আগে একটা বিষয় জানিয়ে রাখি।
রানি দ্বিতীয় এলিজাবেথ নিজেও কিন্তু মঞ্চে অভিনয় করেছেন। আর সেটি মাত্র ১৫ বছর বয়সে।
২ বছর আগে
হিরো কেন হিজড়া !
হিরো আলমকে অনেকেই জানেন, চেনেন, নানা কারণে। তবে সবাই যে তাকে পছন্দ করেন তা নয়। কিছু মানুষ তো মনে করেন যে তিনি নিশ্চয় ‘গান বিরোধী কোনো চরমপন্থী দলের সদস্য’। বেশ বেসুরো কণ্ঠে গান গেয়ে থাকেন, অথচ সেগুলো পাবলিক শোনে। অনেকেই তাকে পছন্দ করে, অনেকেই মজা পাওয়ার জন্য তাকে শোনে, দেখে। তবে এটা ঠিক যে তিনি জনপ্রিয়, তার কাজকর্ম নজর কাড়ে। আর সেটাই তো চাই!
আলমের লাল শাড়ি
ইদানিং হিরো আলমকে লাল শাড়ি, চুড়ি-গহনা পরে ঘুরতে দেখা যাচ্ছে। বোঝাই যায় তিনি কোনো চমক দেখাবেন এবং সেটি হচ্ছে একটি মিউজিক ভিডিও। হিরো আলম জানিয়েছেন, এই ভিডিওর শিরোনাম ‘ভাইরাল বউ’। বানাচ্ছে সরদার প্রোডাকশন। ফেসবুকে এখন তার ছবি ঘুরছে।
ছবিতে দেখা যাচ্ছে, আলম লাল শাড়ির সঙ্গে লাল ব্লাউজ পরেছেন। কপালে লাল টিপ আর ঠোঁটে লাল লিপস্টিক। আর কাঁধে নিয়েছেন একটি লেডিস ব্যাগ। এ ব্যাপারে হিরো আলমের ভাষ্য, ‘আপনারা আমাকে নতুন রূপে দেখছেন। সবাই জানেন, হিজড়ারা কতটা অসহায়। তাদের সেই জীবনের গল্প নিয়ে এবারই প্রথম মেয়ে সেজে অভিনয় করছি। সামনে ভালো কিছু করার ইচ্ছা আছে। আপনাদের ভালোবাসা ও দোয়া চাই।’ বোঝা যাচ্ছে ‘হিজড়া আলমে’র সাহস আছে!
হিজড়া হয়ে রুজি !
তবে এটা ঠিক যে হিজড়াদের নিয়ে আমাদের ইদানিং আগ্রহ সৃষ্টি হয়েছে। তাদের নিয়ে বেশ কিছু সংগঠন কাজ করছে। শুধু তাই নয়, খবর এসেছে যে চাঁদপুরে বেশ কিছু যুবক হিজড়া হয়েছে এবং প্রতিদিন হিজড়াদের সংখ্যা বাড়ছে। বিভিন্ন সূত্রে জানা গেলো, এর পিছনে মূল কারণ অর্থনৈতিক। সেখানে ইউএনডিপি হিজড়াদের কল্যাণে একটি প্রকল্প নিয়েছে, তাই লাইন এত বড় হয়েছে। এই প্রথার ইতিহাস কিন্তু দীর্ঘদিনের। রাজ দরবারে চাকরির আশায় এক সময় স্বেচ্ছায় হিজড়া হয়েছে অনেকে। সেই ধারা এখনো চলছে কিছুটা হলেও।
রুজিই শেষ কথা ?
রুজির সংকট বড় সংকট। তাই যদি একটা ব্যবস্থা হয়ে যায়, সেই চিন্তা থেকে অনেকেই হিজড়া হতে রাজি হবে। এতে অনেকে গালি দিতে পারেন, কিন্তু এতে দোষের কী আছে ? চুরি, ডাকাতি, স্মাগলিং, দুর্নীতি, টাকা মেরে দেয়ার চেয়ে তো এইসব অনেক উত্তম।
বাংলাদেশের বহু মানুষ যারা বিদেশে পাড়ি জমায় তারা যে কী কষ্ট করে যায়, থাকে ও টাকা পাঠায়, যারা করে তারাই জানে। তারা নিজেরাই সেধে যায়, নিজেরাই দালাল সন্ধান করে, টাকা দেয়, কষ্ট করে। হিজড়া হতে বরং সাহস লাগে, কারণ কিছু তো খোয়াতে হয়। তবু এটা হচ্ছে।
যারা হিজড়া তারা অসহায় , যারা গান বানায় তারা অসহায়, যারা বিপদ জেনেও বিদেশ যেতে সাগর পাড়ি দেয় তারাও অসহায়... তবে এর মধ্যেও এক ধরণের সাহস আছে। যা করার দরকার করবো, তবু রুজির একটা ব্যবস্থা করতে হবে। তবে এর মধ্যে বিপদও আছে। কারণ একই যুক্তি দিয়ে অনেকে অপরাধ করে। তাহলে কি শেষ পর্যন্ত রুজিই শেষ কথা?
লেখক: এডিটর এট লার্জ, ইউএনবি
৩ বছর আগে
‘সেই আমি’ নাটকে রাজাকার হলেন সুজিত বিশ্বাস
মিডিয়া পাড়ায় এক পরিচিত নাম সুজিত বিশ্বাস। শুরু থেকে সাবলীল অভিনয়ের জন্য বেশ প্রশংসা কুড়িয়েছেন। এবার তাকে দেখা যাবে রাজাকার চরিত্রে।
৫ বছর আগে